For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রী মোদীকে কেন ধন্যবাদ জানালেন লক্ষ্মণ ও কুম্বলে!

প্রধানমন্ত্রী মোদীকে কেন ধন্যবাদ জানালেন লক্ষ্মণ ও কুম্বলে

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্রিকেট প্রেম কারও অজানা নয়। একই ভাবে বহুল চর্চিত তাঁর দেশপ্রেমও। এই দুইয়ের সংমিশ্রণ কতটা সুনিপুণ ভাবে ঘটানো যায়, তা দেখিয়েছেন তিনি। দেশের পড়ুয়াদের জন্য 'পরীক্ষা পে চর্চা' শীর্ষক অনুষ্ঠানে ২০০১-র ঐতিহাসিক কলকাতা টেস্টে ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের পার্টনারশিপ এবং ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভাঙা চোয়ালে অনিল কুম্বলের সাহসী বোলিং-র প্রসঙ্গ টেনেছেন নরেন্দ্র মোদী। এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ওই প্রাক্তন ক্রিকেটাররা।

'পরীক্ষা পে চর্চা'

'পরীক্ষা পে চর্চা'

দেশের তরুণ সমাজের জন্য 'পরীক্ষা পে চর্চা' শীর্ষক এক অনুষ্ঠানে পড়ুয়াদের উদ্বুদ্ধ করতে এবং জীবন যুদ্ধ সম্পর্কে ধারণা দিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০১-র ঐতিহাসিক ইডেন টেস্টের প্রসঙ্গ টেনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই ম্যাচে স্টিভ ওয়া নেতৃত্বাধীন দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফলো-অনের কবলে পড়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ভারতের শুরুর ব্যাটসম্যানরা একে একে সাজঘরে ফিরে যান। যখন মনে হচ্ছিল ভারতের হার নিশ্চিত, ঠিক সেখান থেকেই ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের ঐতিহাসিক পার্টনারশিপ ভারতকে ম্যাচে ফেরায় শুধু নয়, খেলা জেতায়। এ প্রজন্মের পড়ুয়াদের কাছে দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বীরত্বের কাহিনী তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অদম্য কুম্বলে

অদম্য কুম্বলে

২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেট খেলতে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। সেই সফরের এক টেস্ট ম্যাচে ব্যাট করতে গিয়ে বাউন্সার লেগে চোয়াল ভেঙে যায় টিম ইন্ডিয়ার লেজেন্ডারি লেগ স্পিনার লেগ স্পিনার অনিল কুম্বলে। কিন্তু তাতে দমে না গিয়ে কুম্বলে গালে ব্যান্ডেজ বেঁধে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বল করতে নেমেছিলেন দায়িত্ব ও কর্তব্যের টানে। সেই ঘটনার প্রসঙ্গও দেশের পড়ুয়াদের সামনে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

লক্ষ্মণের কৃতজ্ঞতা

'পরীক্ষা পে চর্চা' শীর্ষক অনুষ্ঠানে ২০০১ কলকাতা টেস্টে তাঁর ও রাহুল দ্রাবিড়ের পার্টনারশিপের প্রসঙ্গ তোলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। দেশের পড়ুয়াদের আগামী দিনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন ভেরি ভেরি স্পেশাল।

কুম্বলের ধন্যবাদ

'পরীক্ষা পে চর্চা' শীর্ষক অনুষ্ঠানে তাঁর ২০০২-র বীরত্বের কাহিনী টেনে আনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন দেশের স্পিন লেজেন্ড অনিল কুম্বলে।

English summary
VVS Laxman thankful to Prime Minister Narendra Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X