For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যুযুধান গম্ভীর ও আফ্রিদির ঝগড়া থামাতে বিশেষ বার্তা কিংবদন্তি ওয়াকারের

যুযুধান গম্ভীর ও আফ্রিদিকে শান্ত করতে বিশেষ বার্তা অভিজ্ঞ ওয়াকারের

  • |
Google Oneindia Bengali News

সোশ্যাল মিডিয়ায় একে অপরকে দেখে নেওয়ার মানসিকতা পোষণ করা গৌতম গম্ভীর ও শাহিদ আফ্রিদির মুখোমুখি সাক্ষাত ঘটলে যে কী হবে, তা ভেবে কুল পায় না ক্রিকেট বিশ্ব। তবে এভাবে ঝগড়া করার আগে দুই দেশের দুই আইকন ক্রিকেটারের সাবধান হওয়া উচিত বলে মনে করেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াকার ইউনিস।

লড়াই শুরু

লড়াই শুরু

২০০৭ সালে ভারত সফরে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। কানপুরে হওয়া ওই সিরিজের এক ওয়ান ডে ম্যাচে বাইশ গজেই মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়েছিলেন গৌতম গম্ভীর ও শাহিদ আফ্রিদি। তাঁদের মধ্যে উত্তপ্ত এবং অতি কটূ বাক্য-বিনিময় হয়েছিল।

আফ্রিদির জীবনী

আফ্রিদির জীবনী

এক বছর আগে আত্মজীবনী নির্ভর পুস্তক প্রকাশ করেন পাকিস্তানের প্রাক্তন অল রাউন্ডার শাহিদ আফ্রিদি। সেখানে ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরকে তুলোধোনা করেছিলেন শাহিদ। গম্ভীরের মতো দুর্বিনয়ী এবং নিকৃষ্ট মনের ক্রিকেটার দেখেননি বলেও দাবি করেছিলেন পাক কিংবদন্তি। এর উত্তরে আফ্রিদিকে বিশ্বাসঘাতক এবং জোকার বলে আক্রমণ করেছিলেন গম্ভীরও। এখানেই না থেমে সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই সচল হয়ে ওঠে গৌতম গম্ভীর বনাম শাহিদ আফ্রিদির লড়াই।

কাশ্মীর ইস্যুতে জোর লড়াই

কাশ্মীর ইস্যুতে জোর লড়াই

সম্প্রতি কাশ্মীর নিয়ে ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেছিলেন শাহিদ আফ্রিদি। দেশের অন্যান্য ক্রীড়াবিদদের মতো গৌতম গম্ভীরও ফুলটস বলে ছক্কা হাঁকানোর সুযোগ ছাড়েননি। পাকিস্তানের প্রাক্তন অল রাউন্ডারকে আরও একবার জোকার বলে সম্বোধন করেন গৌতি।

কী বললেন ওয়াকার

কী বললেন ওয়াকার

পাকিস্তানের হয়ে চারটি বিশ্বকাপ খেলা কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াকার ইউনিস, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার ক্ষেত্রে গৌতম গম্ভীর ও শাহিদ আফ্রিদিকে সাবধান হতে বলেছেন। ওয়াকারের কথায়, দুই ক্রিকেটারই নিজ নিজ দেশের আইকন। তাঁদের দায়িত্বজ্ঞানহীন আচরণ ক্রিকেট প্রেমীদের মনে প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন পাক কিংবদন্তি। গৌতম গম্ভীর ও শাহিদ আফ্রিদিকে শান্ত, সংবেদনশীল এবং চতুর হওয়ার পরামর্শ দিয়েছেন ওয়াকার ইউনিস।

রোনাল্ডোর পছন্দের পাঁচে জায়গা হল না রোনাল্ডোর! বদলে এক নম্বরে মেসিরোনাল্ডোর পছন্দের পাঁচে জায়গা হল না রোনাল্ডোর! বদলে এক নম্বরে মেসি

English summary
Waqar Younis advices Shahid Afridi and Gautam Gambhir to be sensible and calm
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X