For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের প্রাক্তন অধিনায়ক ও ইমরানের নামের ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব

করোনা আবহে হঠাৎ করেই আলোচনায় ইমরান ও কপিলের নামে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ

  • |
Google Oneindia Bengali News

করোনা নিয়ে দিশেহারা ভারত। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে এখন ১ লক্ষ ৯১ হাজার ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে করোনা থাকা বাঁচার উপায় খুঁজতে নাজেহাল পরিস্থিতি। তার মধ্যে চতুর্থ লকডাউন উঠে সোমবার থেকে আনলক ওয়ান শুরু হয়েছে। করোনা উদ্বেগ নিয়ে এই সব খবরের মাঝেই হঠাৎ করে শিরোনামে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ।

বাইশ গজে ভারত-পাক মানেই উত্তেজনা

বাইশ গজে ভারত-পাক মানেই উত্তেজনা

বাইশ গজে ভারত-পাক ডুয়েল মানেই উত্তেজনা। ম্যাচ ঘিরে দুই দেশের সমর্থকদের মধ্যে অন্য আবেগ দেখা যায়। এশিয়ার ক্রিকেটের দুই প্রতিবেশী দেশের ক্রিকেট ডুয়েল দেখার জন্য বিশ্বের সর্বত্র ক্রিকেটপ্রেমীরা আগ্রহের সঙ্গে বসে থাকেন।

সীমান্ত সমস্যায় বন্ধ ক্রিকেট

সীমান্ত সমস্যায় বন্ধ ক্রিকেট

তবে সীমান্ত সমস্যার কারণে দুই দেশের মধ্যে দীর্ঘদিন দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। শেষবার ২০১২-১৩ ক্রিকেট মরসুমে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল। বিশ্বকাপ ও এশিয়া কাপ ছাড়া ভারত-পাকিস্তানের দলের মধ্যে এখন আর ক্রিকেট ম্যাচ হয় না।

দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ চান ইউনুস

দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ চান ইউনুস

দ্রুতই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ দেখতে চান পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার ওয়াকার ইউনুস। এর আগে করোনা পরিস্থিতিতে অর্থ সংগ্রহে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজের পক্ষে শোয়েব আখতার মত দিয়েছেন। এবার আগামী দিন ভারত-পাক ম্যাচ দেখতে চাওয়ার কথা জানিয়েছেন ওয়াকার ইউনিস।

ইমরান ও কপিলের সিরিজের নাম রাখার প্রস্তাব

ইমরান ও কপিলের সিরিজের নাম রাখার প্রস্তাব

ওয়াকার ইউনিস বলেন, ' দুই দেশের ক্রিকেট ভক্তরাই ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হোক এমনটাই চায়। সেই সিরিজের নাম ইমরান ও কপিলের নামে হোক। ইমরান-কপিল সিরিজ এই নামে হতে পারে কিংবা স্বাধীনতা সিরিজ নামেও হতে পারে। আমি আশাবাদী দুই দেশ আবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে।'

English summary
Waqar Younis said India and Pakistan should start bilateral cricket after Imran-Kapil name
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X