For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়াসিম আক্রমের মতে ক্রিকেটের ব্রাজিল কোন দেশ?

ওয়াসিম আক্রমের মতে ক্রিকেটের ব্রাজিল কোন দেশ?

  • |
Google Oneindia Bengali News

প্রতিভার দিক থেকে নিজের দেশ পাকিস্তানকে 'ক্রিকেটের ব্রাজিল' বললেন ওয়াসিম আক্রম। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্সের সঙ্গে এক ক্রিকেটীয় আড্ডায় পাকিস্তানকে ক্রিকেট প্রতিভার আঁতুরঘর বলে উল্লেখ করেছন প্রাক্তন অধিনায়ক। সেই সঙ্গে জোন্স পাকিস্তানকে ক্রিকেটীয় প্রতিভার কারখানা বলে উল্লেখ করেন।

পাকিস্তান ক্রিকেটের ব্রাজিল

পাকিস্তান ক্রিকেটের ব্রাজিল

ইউটিউবে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্সের সাক্ষাৎকার নিয়েছেন আক্রম। কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে 'সাওয়াল ক্রিকেট কা' বলে একটি জনপ্রিয় শো হোস্ট করেন ওয়াসিম আক্রম। সেই শোয়েতেই পাকিস্তান ক্রিকেট নিয়ে প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম বলেন 'আমাদের দেশে আনকোরা প্রচুর প্রতিভা আছে। আমাদের দেশ ক্রিকেটের ব্রাজিল।'

পাকিস্তানের রক্তে ক্রিকেট মত জোন্সের

পাকিস্তানের রক্তে ক্রিকেট মত জোন্সের

আক্রমকে সমর্থন করেছেন জোন্স। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার বলেছেন, 'পাকিস্তানের রক্তে ক্রিকেট রয়েছে। পাকিস্তানকে বরাবরই প্রতিভার কারখানা বলে ক্রিকেট বিশ্ব মেনে আসে। অস্ট্রেলিয়ায় আমরা বলতাম, পাকিস্তানে এত প্রতিভা আছে, ওদের শুধু সেই প্রতিভা কাজে লাগাতে হবে। পাকিস্তানের ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটে বিভিন্ন রকম টেকনিকের আবির্ভাব ঘটিয়ে এসেছে।'

নতুন প্রতিভার জন্ম দেয় পাকিস্তান বলছেন জোন্স

নতুন প্রতিভার জন্ম দেয় পাকিস্তান বলছেন জোন্স

সেই সঙ্গে জোন্স আরো জুড়েছেন 'ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, শোয়েবের আখতার মতো ফাস্ট বোলার, আবদুল কাদির, মুস্তাক আহমেদ মতো স্পিনার দিয়েছে পাকিস্তান। এখনও পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ সব প্রতিভাবান বোলারের জন্ম দেয়।'

পাকিস্তানের বিশ্বকাপ জয় নিয়ে জোন্স যা বলেছেন

পাকিস্তানের বিশ্বকাপ জয় নিয়ে জোন্স যা বলেছেন

পাকিস্তানের বিশ্বকাপ জয় নিয়ে জোন্স আরও বলেছেন, ' ইমরান খান দলের দায়িত্ব নেওয়ার পর পাকিস্তান অসামান্য সাফল্য পেয়েছিল। ১৯৯২ সালে ইংল্যান্ডকে পর্যুদস্ত করে মেলবোর্নে অসাধারণ ক্রিকেট খেলে পাকিস্তান ১ লক্ষ দর্শকের সামনে চ্যাম্পিয়ন হয়েছিল।'

English summary
Wasim Akram names pakistan as Brazil of cricket for raw talent in cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X