For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়াসিম আক্রম সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকায় সচিনকে যে জায়গায় রাখলেন! বিতর্ক তুঙ্গে

ওয়াসিম আক্রম সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকায় সচিনকে যে জায়গায় রাখলেন! বিতর্ক তুঙ্গে

  • |
Google Oneindia Bengali News

করোনার কারণে ক্রিকেট বন্ধ। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্রিকেট নিয়ে আড্ডা দিচ্ছেন। প্রাক্তন-বর্তমানরা অনেকেই আবার পছন্দের একাদশ বেছে নিচ্ছেন। পছন্দের ক্রিকেটারদের নিয়ে তালিকা তৈরিতে এবার নাম লিখিয়ে ফেললেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ও প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম।

সর্বকালের সেরা পাঁচ ব্যাটসম্যানের নাম জানালেন আক্রম

সর্বকালের সেরা পাঁচ ব্যাটসম্যানের নাম জানালেন আক্রম

ক্রিকেট কেরিয়ারে তাবড় তাবড় ব্যাটসম্যানদের সামলেছেন আক্রম। সেই অভিজ্ঞতা থেকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার সর্বকালের সেরা পাঁচ ব্যাটসম্যানের নাম জানালেন। যা নিয়ে তৈরি হল নতুন বিতর্ক।

প্রথম স্থানে কে?

প্রথম স্থানে কে?

আক্রমের সেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে প্রথম স্থানে ভিভিয়ান রিচার্ডস। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়কের ব্যাটিং তাঁকে মুগ্ধ করত বলে আক্রম জানিয়েছেন। মুখে চুইংগাম নিয়ে ব্যাট করতেন ভিভ। মাথায় হেলমেট ব্যবহার করতেন না। বোলারদের কোনওদিন সমীহ করেননি, বেপরোয়া ভয়ডরহীন ক্রিকেটার হিসেবে তাঁর দারুণ সুনাম ছিল।

আক্রমের পছন্দের ১ নম্বর ব্যাটসম্যানের ব্যাটিং পরিসংখ্যান

আক্রমের পছন্দের ১ নম্বর ব্যাটসম্যানের ব্যাটিং পরিসংখ্যান

১২১ টেস্টে ৫০.২৩ গড়ে ৮৫৪০ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক।টেস্টে ২৪ সেঞ্চুরি, ৪৫ হাফসেঞ্চুরি রয়েছে, সর্বাধিক ২৯১ রান। ওডিআই ক্রিকেটে ১৮৭ ম্যাচে ৪৭ গড়ে ৬৭২১ রান করেছেন ভিভিয়ান। শতরানের সংখ্যা ১১, হাফ-সেঞ্চুরির সংখ্যা ৪৫টি। সর্বাধিক অপরাজিত ১৮৯। স্ট্রাইক রেট ছিল ৯০.২০।

দ্বিতীয় স্থানে কে?

দ্বিতীয় স্থানে কে?

তালিকায় দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মার্টিন ক্রো। ৭৭ টেস্টে ক্রো ৫৪৪৪ রান করেছিলেন। সাদা জার্সিতে ১৭ সেঞ্চুরি ও ১৮ হাফ-সেঞ্চুরি রয়েছে। অন্যদিকে সীমিত ওভারের ওডিআই ক্রিকেটে ১৪৩ ম্যাচ খেলে ক্রো ৪৭০৪ রান করেন।

তৃতীয় স্থানে কে

তৃতীয় স্থানে কে

আক্রমের মতে তৃতীয় স্থানে ব্রায়ান লারা। ত্রিনিদাদের রাজপুত্রকে বাঁ-হাতি ব্যাটসম্যানদের মধ্যে সর্বকালের সেরা ধরা হয়। ১৩১ টেস্টে লারা ১১৯৫৩ রান করেছেন। সাদা জার্সিতে লারা ৩৪ সেঞ্চুরি ও ৪৮ হাফ সেঞ্চুরির মালিক। টেস্টে এক ইনিংসে সর্বাধিক ৪০০ নটআউট। পাঁচ দিনের আন্তর্জাতিক ক্রিকেটে যা এখনও রেকর্ড। অন্যদিকে ২৯৯ টি ওডিআই ম্যাচে লারা ১০৪০৫ রান হাঁকান। ১৯ টি শতরান, ৬৩ অর্ধশতরান করেছেন তিনি। মেরুন জার্সিতে ইনিংসে সর্বাধিক সংগ্রহ ১৬৯ রান।

চার নম্বরে কে?

চার নম্বরে কে?

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হককে রেখেছেন আক্রম। ১২০ টেস্টে ইনজি ৮৮৩০ রান হাঁকিয়েছেন। টেস্টে ইনজি ২৫ সেঞ্চুরি ও ৪৬ হাফ-সেঞ্চুরির মালিক। সর্বাধিক সংগ্রহ ৩২৯। ৩৭৮ ওডিআই ম্যাচে অন্যদিকে ইনজামামের সংগ্রহ ১১৭৩৯ রান। যার মধ্যে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ১০ সেঞ্চুরি ও ৮৩ হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন।

কোথায় বিতর্ক

কোথায় বিতর্ক

'গড অফ ক্রিকেট' সচিন তেন্ডুলকরকে বিশ্বে সর্বকালের সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকায় পাঁচ নম্বরে রেখে আক্রম। তাঁর সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে ফ্যানেরা প্রশ্ন তুলে দিয়েছেন। বিশেষ করে সচিনের আগে কীভাবে ক্রো কিংবা ইনজামাম উল হক জায়গা পেলেন সেই নিয়ে প্রশ্ন উঠছে।

ক্রিকেটে সচিনের কীর্তি

ক্রিকেটে সচিনের কীর্তি

বাইশ গজে সচিন তেন্ডুলকর ২০০ টেস্টে ১৫৯২১ রান হাঁকিয়েছেন। টেস্টে সচিনের শতরানের সংখ্যা ৫১টি, হাফ-সেঞ্চুরির সংখ্যা ৬৮টি। অন্যদিকে ওডিআই ক্রিকেটে সচিন ৪৬৩ ম্যাচে ১৮৪২৬ রান হাঁকিয়েছেন। ওডিআইয়ে সচিন ৪৯ শতরান ও ৯৬ অর্ধশতরান হাঁকান। ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ওয়ানডে ফর্ম্যাটে তিনি ডাবল সেঞ্চুরি করেন।

English summary
Wasim Akram rates top 5 best batsmen ever, place Sachin Tendulkar only 5th
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X