For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম ক্রিকেটার হিসেবে রঞ্জিতে এই রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন ওয়াসিম জাফর

ক্রিকেটার হিসেবে মুকুটে আরও একটি পালক জুড়লেন ওয়াসিম জাফার। সোমবার রঞ্জি ট্রফিতে কেরিয়ারের ১৫০তম ম্যাচ খেলতে নামেন এই ক্রিকেটার। প্রথম শ্রেণীর ক্রিকেটের এটি জাফরের ব্য়ক্তিগত মাইলফলক।

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেটার হিসেবে মুকুটে আরও একটি পালক জুড়লেন ওয়াসিম জাফার। সোমবার রঞ্জি ট্রফিতে কেরিয়ারের ১৫০তম ম্যাচ খেলতে নামেন এই ক্রিকেটার। প্রথম শ্রেণীর ক্রিকেটের এটি জাফরের ব্য়ক্তিগত মাইলফলক। প্রথম ক্রিকেটার হিসেবে রঞ্জিতে ১৫০ ম্যাচ খেলার নজির গড়লেন তিনি। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে এদিন বিদর্ভ দলের হয়ে ১৫০তম রঞ্জি ম্যাচ খেলতে নামেন জাফর।

এর আগে জাফর, অমল মজুমদারের কীর্তি টপকে গিয়েছিলেন। প্রথম শ্রেণীর ক্রিকেট রঞ্জি ট্রফিতে অমল মজুমদার ১৩৬টি ম্যাচ খেলেছিলেন।

একনজরে জাফারের রঞ্জি কেরিয়ার

একনজরে জাফারের রঞ্জি কেরিয়ার

৪১ বছরের ওয়াসিম জাফার রঞ্জি কেরিয়ারে ১১৭৭৫ রান হাঁকিয়েছেন। সব মিলিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৫৩টি ম্যাচ খেলেছেন জাফার। অন্যদিকে দেশের হয়ে ৩১টি টেস্ট ও ২টি ওডিআই ম্যাচ খেলেছেন বর্ষীয়ান এই ক্রিকেটার।

মাঠে সাপ

জাফারের এই কীর্তির ম্যাচে এদিন অন্য এক ঘটনায় শিরোনামে বিদর্ভ-অন্ধ্রপ্রদেশ ম্যাচ। এদিন রঞ্জি ট্রফির এই ম্যাচ শুরু হওয়ার আগে মাঠে সাপ ঢুকে পড়ে। বিজয়ওয়াড়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বিদর্ভ ও অন্ধ্রপ্রদেশের মধ্যে রঞ্জি ট্রফির ম্যাচে এই ঘটনা নজিরবিহীন। পরে সাপ ধরার পড়ার ম্যাচ শুরু করা গিয়েছে।

ম্যাচের স্কোর

ম্যাচে এদিন টস জিতে বিদর্ভ বোলিং নেয়। এরপর অন্ধপ্রদেশকে ৭৪ ওভারে ২১১ রানে অলআউট করে বিদর্ভ। জবাবে ১২ ওভারে কোনও উইকেট না হারিয়ে বিদর্ভ দল ২৬ রান করেছে। বিদর্ভের হয়ে এদিন রাজনেশ গুরবানি ২টি, আদিত্য সারওয়াতে ৪ উইকেট নেন।

English summary
Wasim Jaffer another first-class milestone makes record of 150th Ranji appearance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X