For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ, কে হবে টেক্কা, কে হবে বাদশা, এক ঝলকে পাক ও ইংল্যান্ড দলের গেমচেঞ্জাররা

হাইপ্রোফাইল প্রথম সেমিফাইনাল। কারা বদলে দেবেন ম্যাচের রঙ। পাকিস্তান, ইংল্যান্ড দু'দলেই কিন্তু এরকম প্লেয়ার রয়েছে যাঁরা নিজেদের দিনে বদলে দিতে পারে ম্যাচের রঙ।

  • By Debalina Datta
  • |
Google Oneindia Bengali News

প্রাথমিক পর্বের উত্তেজনা শেষ। বুধবার শুরু চ্যাম্পিয়ন্স ট্রফির নক আউট পর্বের লড়াই। প্রথম সেমিফাইনালে মুখোমুখি পাকিস্তান -ইংল্যান্ড। দু'দলেই রয়েছেন বেশ কিছু ধামাকা খেলোয়াড়।যাঁরা নিজেদের দিনে একাই বদলে দিতে পারেন ম্যাচের রঙ।

ঘরের মাঠে চাঙ্গা পারফরমেন্স ইংল্যান্ডের। দুরন্ত ফর্মে রয়েছেন বেন স্টোকস। ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৫০ রান করে ফেলেছেন স্টোকস। তাঁর মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রয়েছে শতরান। সুতরাং স্টোকস ইংল্যান্ডের বড় বাজি।

চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ, কে হবে টেক্কা, কে হবে বাদশা, এক ঝলকে পাক ও ইংল্যান্ড দলের গেমচেঞ্জাররা

পিছিয়ে নেই জো রুটও। তিনি আবার শুরুটাই করেছেন শতরান দিয়ে। প্রতিপক্ষ বাংলাদেশের বিরুদ্ধে ১৩৩ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন তিনি। রুটের টেকনিক্যাল পারফরমেন্সও নজর কাড়া। তাঁর সঙ্গে সচিনেরও তুলনা শুরু করেছেন প্রাক্তনরা।

গেমচেঞ্জার হতে পারেন লিয়াম প্লাঙ্কেটও। বল হাতে আগুন ঝরাচ্ছেন এই ইংলিশ পেসার। একমাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও উইকেট পাননি এই পেসার। তার আগে দুটি ম্যাচে তাঁর শিকার ছিলেন ৮ জন। ফলে প্রথম সেমিতে পাক ব্যাটসম্যানরা নিশ্চিতভাবেই সমঝে চলবেন এই পেসারকে।

চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ, কে হবে টেক্কা, কে হবে বাদশা, এক ঝলকে পাক ও ইংল্যান্ড দলের গেমচেঞ্জাররা

অন্যদিকে পাকিস্তান দলের ইউএসপি তাদের হঠাৎ করে জ্বলে ওঠার ক্ষমতা। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর ম্যাচে ভারত ১২৪ রানে জেতার পর অতিবড় পাক সমর্থকও তাদের সেমিফাইনালে দেখেছিলেন কিনা সন্দেহ। কিন্তু ঠিক সেখান থেকেই মোড় নেয় পাকিস্তানের গ্রাফ। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা বধ করে তারা ইংল্যান্ডের সামনে।

পাক দলেও রয়েছেন চমকদার প্লেয়ার। শ্রীলঙ্কা ম্যাচে দুরন্ত ফিনিশার হিসেব ম্যাচের ভাগ্য বদলে দিয়েছেন পাক অধিনায়ক উইকেটরক্ষক সরফরাজ আহমেদ। সেমি-র আগে তাঁকে আটকাতে নিশ্চিতভাবেই গেমপ্ল্যানিং করছে ইংল্যান্ড।

চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ, কে হবে টেক্কা, কে হবে বাদশা, এক ঝলকে পাক ও ইংল্যান্ড দলের গেমচেঞ্জাররা

ইংল্যান্ডের মাঠে এখন সেভাবে জ্বলে উঠতে পারেননি পাক পেসব্যাটারি মহম্মদ আমের। আর সেই যন্ত্রণা থেকেই সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটাতে পারেন তিনি। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রাথমিক পর্বের শেষ ম্যাচ জয়ে সরফরাজের সঙ্গে তাঁর পার্টনারশিপ বড় ভূমিকা নিয়েছিল। এই ম্যাচে দুটি উইকেটও পেয়েছেন এই তরুণ পেসার। ফলে তাঁকেও সমঝে চলবে ইংল্যান্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩ ম্যাচে ৯২ রান ঝোলায় নিয়ে সেমিফাইনালে খেলতে নামবেন শোয়েব মালিক। ২৫০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ঝোলায়। ফলে এত বড় ম্যাচে মানসিক চাপ নিতে অভ্যস্ত এই পাক ব্যাটসম্যান। ইংল্যান্ড ম্যাচে তিনিও হয়ে উঠতে পারেন পাকিস্তানের তুরুপের তাস।

English summary
Watch these players who can change the course in the first semifinal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X