For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুল-চা জুটিই ছুটি করে দিল অশ্বিন-জাদেজার - মানতে নারাজ কুলদীপ, কী মত তাঁর, জেনে নিন

আর অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে দল থেকে তাঁরা ছিটকে দিয়েছেন, এই কথা মানলেন না কুলদীপ যাদব। তাঁর মতে, চাহাল ও তিনি কেবল সুযোগের সদ্ব্যবহার করেছেন।

Google Oneindia Bengali News

গত দুই বছরে সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের নিয়মিত সদস্য শুধু নয় ম্যাচ উইনার হয়ে উঠেছেন রিস্ট স্পিনার জুটি কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। তবে তাঁদের উত্থানের সঙ্গে সঙ্গে দল থেকে ছিটকে যেতে হয়েছে অভিজ্ঞ স্পিনার জুটি আই অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে। কিন্তু, অশ্বিন-জাদেজাকে তাঁরা দল থেকে ছিটকে দিয়েছেন, এই কথা মানলেন না কুলদীপ। তাঁর মতে, চাহাল ও তিনি কেবল সুযোগের সদ্ব্যবহার করেছেন।

তাঁদের জন্যই বাদ অশ্বিন-জাদেজা, মানলেন না কুলদীপ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্য়াচের আগে সাংবাদিকদের তিনি জানালেন, অশ্বিন ও জাদেজা সবসময়ই ভারতের হয়ে ভাল খেলে এসেছেন। টেস্ট ম্যাচে এখনও খেলেন এবং তাঁদের অভিজ্ঞতায় চাহাল ও তিনি সবসময় সম্বৃদ্ধ হন। ব্যাপারটা হল তাঁদের সামনে যা যা সুযোগ দেওয়া হয়েছিল, তা কাজে লাগাতে পেরেছেন তাঁরা।

এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারে কোনও ব্যাটসম্যান তাঁকে সমস্যায় ফেলতে পারেনি বলেও দাবি করেছেন কুলদীপ। কয়েকজন অবশ্য তাঁকে বেশ ভাল খেলে দিয়েছে তা মেনে নিয়েও, তিনি জানিয়েছেন মার খেলে তিনি ঘাবড়ে যান না। বরং, তাঁদেরকে পরের মোকাবিলায় মাত দেওয়ার পরিকল্পনা কষেন।

অস্ট্রেলিয়ায় শন মার্শ তাঁকে সমস্যায় ফেলেছিলেন। তার পর তিনি মার্শের ব্য়াটিং-এর ভিডিও দেখে তৈরি হয়েছেন। চলতি সিরিজে মার্শ তাঁকে আগের মতো খেলতে পারবেন বলে মনে করছেন তিনি।

ভারতের ইদানিংকালের সমস্যা হয়ে দাঁড়িয়েছে টেল এন্ডারদের ব্যাটিং দক্ষতা নেই বললেই চলে। কোনও ফর্ম্যাটেই টেল এন্ডারদের কাছ থেকে রান আশা করা যায় না। কুলদীপ জানিয়েছেন তিনি এখন অনুশীলনে ব্যাটিং-কে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। দলের ব্য়াটিং কোচ সঞ্জয় বাঙ্গারের কাছ থেকে পরামর্শও নিচ্ছেন।

English summary
Kuldeep Yadav dismissed talks of ousting R Ashwin and Ravindra Jadeja and said that Chahal and he have only made use of opportunities they got.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X