For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইডেনে দিন রাতের টেস্টে কী সমস্যা হতে পারে শিশির?

বিসিসিআইয়ের সভাপতি হিসেবে ইনিংসের শুরুতেই 'বাপি বাড়ি যা' শটে বড় রানের ইঙ্গিত দিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়।

  • |
Google Oneindia Bengali News

বিসিসিআইয়ের সভাপতি হিসেবে ইনিংসের শুরুতেই 'বাপি বাড়ি যা' শটে বড় রানের ইঙ্গিত দিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে বাংলাদেশে ক্রিকেট বোর্ড, সব পক্ষকে রাজি করিয়ে ভারতীয় ক্রিকেট ভক্তদের প্রথম দিন রাতের টেস্ট উপহার দিতে চলেছেন মহারাজ। ২২ নভেম্বর থেকে ইডেনে ভারতের মাটিতে বসতে চলেছে প্রথম দিন রাতের টেস্ট।

কী বললেন পিচ কিউরেটর

ইডেনে দিন রাতের ম্যাচে বরাবরই শিশির একটা ফ্যাক্টর হয়ে থাকে। সেক্ষেত্রে দিন রাতে টেস্ট ম্যাচে কী শিশির বাধা হতে চলেছে।ইডেনের প্রবীণ পিচ কিউরেটর সূজন মুখোপাধ্য়ায় অবশ্য এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। সূজনবাবু বলেন, 'ইডেনে স্পোর্টিং পিচ হতে চলেছে। দুপুরে ম্যাচ শুরু হবে। সেক্ষেত্রে বেশি রাত পর্যন্ত ম্যাচ গড়াচ্ছে না। তাহলে শিশির ফ্যাক্টর খুব একটা সসম্যা তৈরি করার কথা নয়।'

ম্যাচ শুরু কখন

ইডেনে ঐতিহাসিক এই দিন রাতের টেস্ট ম্যাচ দুপুর ১ টা থেকে ২ টোর মধ্যে শুরু হতে চলেছে। সন্ধ্যা ৮ থেকে ৮টা ৩০ মধ্যে ম্যাচ শেষ হবে।

ইডেনে গোলাপি বলে দিন ম্যাচে অতীতের ম্যাচ

ইডেনে গোলাপি বলে দিন ম্যাচে অতীতের ম্যাচ

এর আগে ২০১৬ সালে সিএবি লিগের ম্যাচে গোলাপি বলে ইডেনে ম্য়াচ খেলেছে মোহনবাগান- ভবানীপুর। সেই ম্যাচে মোহনবাগানের হয়ে প্রথম ইনিংসে মহম্মদ শামি পাঁচটি উইকেট নিয়েছিলেন। সব মিলিয়ে ম্যাচে ৭ উইকেট নেন শামি। এবারও দিন রাতের টেস্টে গোলাপি বলে পেসাররাই ইডেনে বেশি সুবিধে পাবে বলে মন্তব্য করেছেন কিউরেটর সূজন মুখোপাধ্যায়।

English summary
What Eden Gardens Curator say On Dew factor for eden's Day-Night Test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X