For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম বিশ্বকাপ জয় নিয়ে আবেগতাড়িত মর্গ্যান, কী বললেন ইংল্যান্ডের অধিনায়ক


 ক্রিকেট খেলার শুরু যে দেশে সেই ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ ওঠেনি ৪৪ বছর। তিন বার ফাইনালে উঠেও ট্রফি হাতছাড়া হয়। ১৯৯২ সালের পর থেকে তো ফাইনালেও উঠতে ব্যর্থ হয় ইংল্যান্ড।

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেট খেলার শুরু যে দেশে সেই ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ ওঠেনি ৪৪ বছর। তিন বার ফাইনালে উঠেও ট্রফি হাতছাড়া হয়। ১৯৯২ সালের পর থেকে তো ফাইনালেও উঠতে ব্যর্থ হয় ইংল্যান্ড। এতদিন পর ঘরের মাঠে ঐতিহাসিক বিশ্বকাপ উঠল যাঁর হাতে সেই ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান এই জয় নিয়ে আবেগতাড়িত ও উচ্ছ্বসিত। রুদ্ধশ্বাস সুপার ওভারে নিউজিল্যান্ডকে ২০১৯ বিশ্বকাপের ফাইনাল হারানোর পর মর্গ্যান যা যা বললেন, তা এক নজরে দেখে নেওয়া যাক।

মিশ্র সংস্কৃতি

মিশ্র সংস্কৃতি

তিনি নিজে একজন আইরিশ। বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের নায়ক বেন স্টোকস এবং জোফ্রা আর্চারও পরে ব্রিটেনের নাগরিকত্ব নিয়েছেন। প্রথম জনের জন্ম নিউজিল্যান্ডে এবং দ্বিতীয় জন এসেছেন ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজ থেকে। একই সঙ্গে স্পিনার আদিল রশিদ, মইন আলিরাও ইংল্যান্ডের জার্সিতে এবার চুটিয়ে বিশ্বকাপ খেলেছেন। এই সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র অনেক সময় দলগত সংহতির অন্তরায় করে। কিন্তু সেই মিশ্র সংস্কৃতি ইংল্যান্ড ক্রিকেট দলের কাছে আশীর্বাদের মতো কাজ করেছে বলে মনে করেন অধিনায়ক ইয়ন মর্গ্যান।

ক্রিকেটে আগ্রহ

ক্রিকেটে আগ্রহ

বড় টুর্নামেন্টে বিগত প্রায় তিন দশকের ধারাবাহিক ব্যর্থতায় ক্রিকেটের প্রতি আগ্রহ অনেকটাই হারিয়ে ফেলেছিল ইংল্যান্ডের তরণ সমাজ। ক্রিকেট ছেড়ে ফুটবল ও অন্যান্য খেলার প্রতি ঝোঁক বাড়ছিল সেদেশে। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের অনবদ্য পারফরম্যান্সের পর পরিস্থিতির পরিবর্তন হবে বলেই মনে করেন ইয়ন মর্গ্যান। তিনি বিশ্বাস করেন, বেন স্টোকস, জেসন রয়, জনি বেয়ারস্টো, জোস বাটলার, জোফ্রা আর্চারদের দেখে ইংল্যান্ডের তরুণ সমাজ ক্রিকেটের প্রতি নতুন করে টেনে আনবে।

আর্চার ও স্টোকস

আর্চার ও স্টোকস

শোনা যায়, ডেভিড উইলির পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজ-জাত জোফ্রা আর্চারকে বিশ্বকাপের দলে নেওয়ার পিছনে নাকি রয়েছেন তিনিই। সেই আর্চার সফল হওয়ায় তিনি যে যারপরনাই খুশি, তা প্রকাশ করেছেন মর্গ্যান। বলেছেন, আর্চার অবিশ্বাস্য প্রতিভাবান খেলোয়াড়। অন্যদিকে বেন স্টোকস যে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা পালন করবেন, তা তিনি জানতেন বলেই দাবি করেছেন অধিনায়ক মর্গ্যান।

প্রসঙ্গ নিউজিল্যান্ড

প্রসঙ্গ নিউজিল্যান্ড

বিশ্বকাপ জুড়ে নিউজিল্যান্ড ও তাদের অধিনায়ক কেন উইলিয়ামসনের পারফরম্যান্সে তিনি মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন ইয়ন মর্গ্যান।

English summary
What Eoin Morgan told about the World Cup victory of England in home soil.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X