For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০ না হলে ধোনির ভবিষ্যৎ কী, হর্ষ ভোগলে কী বলছেন

আইপিএল ২০২০ না হলে ধোনির ভবিষ্যৎ কী, হর্ষ ভোগলে কী বলছেন

  • |
Google Oneindia Bengali News

করোনার কারণে দেশে এখন অঘোষিত জরুরী অবস্থা। ভারত যাতে চিন বা ইতালির মতো মৃত্যুপুরীতে পরিণত না হয়,তা রুখতেই দেশজুড়ে এখন ২১ দিনের লকডাইন পরিস্থিতি। যেকারণে স্থগিত আইপিএল ২০২০। করোনার থাবা থেকে দেশ ঘুরে দাঁড়ালে তারপরই সম্ভবত আইপিএল নিয়ে ভেবে দেখবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই। আইপিএল স্থগিতের কারণে ধোনির ভবিষ্যতও ঝুলে রয়েছে বলা চলে। একনজরে জেনে নেওয়া যাক, ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হর্ষ ভোগলে দেশের প্রাক্তন অধিনায়কের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে কী বললেন।

কবে থেকে ক্রিকেটের বাইরে ধোনি

কবে থেকে ক্রিকেটের বাইরে ধোনি

ইংল্যান্ডের মাটিতে ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ওডিআই খেলেছেন ধোনি। বিশ্বকাপে কিউয়িদের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলার পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ধোনিকে দেখা যায়নি। জুলাইয়ে বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ খেলার পর আর দেশের হয়ে ধোনি ২২ গজে ফেরেননি। মার্চ শেষে আইপিএল ২০২০ দিয়ে ধোনির ক্রিকেটে ফেরার কথা ছিল।

মার্চের শুরুতে প্রস্তুতি শুরু করেন ধোনি

মার্চের শুরুতে প্রস্তুতি শুরু করেন ধোনি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতিতে রয়েছেন। আইপিএল ২০২০ নিয়ে বাইশ গজে ক্রিকেটে ফিরে, নিজের সেরাটা দিতে তাই মার্চের শুরুতে চেন্নাই সুপার কিংসের হয়ে চিপক স্টেডিয়ামে প্র্যাকটিসে নেমে পড়েন ধোনি।

ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভবনা কী অবস্থায়

ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভবনা কী অবস্থায়

উল্লেখ্য চলতি বছরের অক্টোবরে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর রয়েছে। সেই আসরে ধোনির দেশের জার্সিতে খেলা নিয়ে অনেক আলোচনা চলছে। অন্যদিকে ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী জানিয়ে রেখেছেন, আইপিএলে ভালো খেললে ধোনি টি-২০ বিশ্বকাপের ভাবনা ঢুকে পড়তে পারেন। সেক্ষেত্রে আইপিএলই ধোনির সামনে বড় সুযোগ ছিল!

ধারাভাষ্যকার হর্ষ ভোগলে কী বললেন

ধারাভাষ্যকার হর্ষ ভোগলে কী বললেন

এক ক্রিকেট ওয়েবসাইটের ইউটিউব চ্যানেলে হর্ষ ভোগলে বলেছেন, '৯ মাসের বেশি সময় ক্রিকেটের বাইরে রয়েছেন ধোনি। তাই চেন্নাইয়ের হয়ে ধোনিকে নিয়ে এবছর অনেক প্রত্যাশা রয়েছে। ধোনির প্রত্যাবর্তন নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। এই পরিস্থিতি আইপিএল স্থগিত রয়েছে। ধোনিকে অনেক কাছ থেকে দেখেছি। ধোনি কেরিয়ারের শেষ পর্বে এসে দাঁড়িয়েছে। চেন্নাইয়ে এবছরটা ধোনি ওর সবটা দিয়ে ট্রফি দিয়ে ভালোবাসার প্রতিদান ফিরিয়ে দিতে চাইবে। এই পরিস্থিতিতে আইপিএল স্থগিত থাকা মানে ধোনির প্রত্যাবর্তনের জন্য সময়টা আরও বাড়বে। আশা করি ধোনি ঠিক ফিরবে। তবে দেশের জার্সিতে ধোনিকে ফেরা সত্যিই অনিশ্চিত। ২০২০ সালে আইপিএল না হওয়ার মানে অপেক্ষা আরও ১২ মাস বাড়তে চলেছে। ধোনি ঘরোয়া ক্রিকেট খেলতে না চাইলে সেক্ষেত্রে প্রায় ২১ মাস পর পরের বছরের আইপিএলে ধোনিকে খেলতে দেখা যাবে। '

English summary
What happens if no ipl 2020 for dhoni explains harsha bhogle
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X