For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধিনায়কত্বে ফিরছেন স্টিভ স্মিথ? অজি ক্রিকেটার নিজে ঠিক কী বললেন জেনে নিন

আগামী দিনে ফের অস্ট্রেলিয়া দলের নেতৃত্বে কি ফিরতে চলেছেন স্টিভ স্মিথ? ইংল্যান্ডের ঘরের মাঠে অ্যাসেজ সিরিজে স্মিথের ব্যাটে অস্ট্রেলিয়ার সাফল্যের পর এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে।

  • |
Google Oneindia Bengali News

আগামী দিনে ফের অস্ট্রেলিয়া দলের নেতৃত্বে কি ফিরতে চলেছেন স্টিভ স্মিথ? ইংল্যান্ডের ঘরের মাঠে অ্যাসেজ সিরিজে স্মিথের ব্যাটে অস্ট্রেলিয়ার সাফল্যের পর এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে।

অ্যাসেজে স্মিথের সাফল্য

অ্যাসেজে স্মিথের সাফল্য

ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে একা কুম্ভ হয়ে দাঁড়়িয়ে বুক চিতিয়ে লড়াই করে বিশ্ব টেস্ট ব়্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গাটা ফিরে পেয়েছেন স্টিভ স্মিথ। টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করে অ্যাসেজে সাত ইনিংস খেলে স্মিথের সংগ্রহ ৭৭৪ রান। ব্যাটিং গড় ১১০.৫৭।

অধিনায়ক স্মিথের উত্থান-পতন

অধিনায়ক স্মিথের উত্থান-পতন

২০১৭ সালে নিজেদের ডেরায় স্মিথের অধিনায়কত্বে অ্যাসেজ জিতেছিল অস্ট্রেলিয়া। ব্যাগি গ্রিনের অন্যতম সফল অধিনায়ক ছিলেন তিনি। সেখান থেকেই ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে ক্রিকেট থেকে এক বছরের নির্বাসনের মুখে পড়ে অধিনায়কত্ব হারান স্মিথ।

অধিনায়কত্বে ফেরা নিয়ে কী বললেন স্মিথ

অধিনায়কত্বে ফেরা নিয়ে কী বললেন স্মিথ

ব্যাটে দারুণ ছন্দে দলকে ভরসা দিলেও এখনই অধিনায়ক হিসেবে দলের দায়িত্ব গ্রহণ করতে চাইছেন না স্মিথ। অজিদের তারকা ব্যাটসম্যান বলেন,'ক্যাপ্টেন্সি নিয়ে এখন কিছুই ভাবছি না। নিজের ক্রিকেট নিয়েই ফোকাসে থাকতে চাই।'

 টেস্টে প্রত্যাবর্তনের পর একনজরে স্মিথের ইনিংস

টেস্টে প্রত্যাবর্তনের পর একনজরে স্মিথের ইনিংস

এক বছরের নির্বাসন কাটিয়ে, টেস্টে প্রত্যাবর্তনের পর শেষ টেস্ট সিরিজে সাত ইনিংসে একটি দ্বিশতরান, দুটি শতরান ও তিন অর্ধশতরান করেন স্মিথ।

English summary
What Steve Smith thinks about back as Australian captain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X