For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল দ্রাবিড়ের বাড়িতেই থেকে যেতে চেয়েছিলেন তাঁর মহিলা ফ্যান, সে এক কাণ্ড!

রাহুল দ্রাবিড়ের বাড়িতেই থেকে যেতে চেয়েছিলেন তাঁর মহিলা ফ্যান, সে এক কাণ্ড!

  • |
Google Oneindia Bengali News

'দ্য ওয়াল' রাহুল দ্রাবিড়কে বলা বিশ্বের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান। ক্রিকেটকে বিদায় জানানোর আট বছর পরেও অক্ষত রয়েছে তাঁর একাধিক রেকর্ড। স্বভাবশান্ত রাহুলকে মাঠের বাইরে সেভাবে সরব হতে কোনওদিনই দেখা যায়নি। তবে একবার এক ফ্যান তাঁকে কীভাবে বিড়ম্বনায় ফেলেছিলেন, সে কথা জানালেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

দ্রাবিড়ের কেরিয়ার

দ্রাবিড়ের কেরিয়ার

ভারতের হয়ে ১৬৪টি টেস্ট, ৩৪৪টি ওয়ান ম্যাচ খেলে যথাক্রমে ১৩২৮৮ ও ১০৮৮৯ রান করেছেন রাহুলল দ্রাবিড়। টেস্টে ৩৬টি শতরান রয়েছে তাঁর। যা লেজেন্ড সুনীল গাভাসকরের থেকে বেশি। ওয়ান ডে-তেও ১২টি শতরানের মালিক রাহুল। অধিনায়কত্বের পাশাপাশি দীর্ঘদিন টিম ইন্ডিয়ায় উইকেটরক্ষকের ভূমিকাও পালন করেছেন দ্রাবিড়।

ক্রিকেট পরবর্তী জীবন

ক্রিকেট পরবর্তী জীবন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর কোচিং-কে কেরিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। আইপিএলে প্রশিক্ষকের ভূমিকায় তাঁকে দেখা যায়। রাহুলের কোচিংয়েই ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। বর্তমানে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র প্রধান পদে নিযুক্ত রয়েছেন দ্রাবিড়।

সফর সেরে ফিরে ঘুমে অচেতন ক্লান্ত দ্রাবিড়

সফর সেরে ফিরে ঘুমে অচেতন ক্লান্ত দ্রাবিড়

করোনা ভাইরাসের জেরে ঘরে আটকে থাকা রাহুল দ্রাবিড়, তাঁর জীবনের এক বিড়ম্বনার কথা স্মরণ করেছেন। বলেছেন, ভারতীয় দলের হয়ে কোনও সফর সেরে তিনি বাড়ি ফিরেছিলেন। দুপুরে ঘুমিয়েছিলেন ক্লান্ত দ্রাবিড়। সেই সময় রাহুলের অভিভাবক তাঁকে ঘুম থেকে ডেকে তুলে জানান যে হায়দরাবাদ থেকে এক ফ্যান তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন।

কিছুতেই যাবেন না

কিছুতেই যাবেন না

প্রায় এক ঘণ্টা পর ওই মহিলা ফ্যানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাহুল দ্রাবিড়। ভারতের প্রাক্তন ক্রিকেটার ভেবেছিলেন যে ওই ক্রিকেট প্রেমী সই নিয়ে চলে যাবেন। কিন্তু দ্রাবিড়কে দেখে ওই মহিলা জানান যে তিনি বাড়ি ছেড়ে চলে এসেছেন, এখন এখানেই থাকবেন, কিছুতেই ফিরে যাবেন না। ওই ঘটনায় তিনি বিড়ম্বনায় পড়েছিলেন বলে জানিয়েছেন রাহুল দ্রাবিড়।

চুনী-পিকেকে হৃদয়ের মণিকোঠায় রেখে দিতে দুই কিংবদন্তির নামে শহরের কোথায় রাস্তার নামকরণ হতে পারেচুনী-পিকেকে হৃদয়ের মণিকোঠায় রেখে দিতে দুই কিংবদন্তির নামে শহরের কোথায় রাস্তার নামকরণ হতে পারে

English summary
When Rahul Dravid's fan won't ready to leave cricketer's house
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X