For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিষেক টেস্টেই শতরান! পৃথ্বী শ'র ক্রিকেট জীবন মানে শুধুই উত্থান, জেনে নিন এই বিস্ময় প্রতিভা সম্পর্কে

অভিষেক টেস্টেই শতরান করা ক্রিকেটার পৃথ্বী শর প্রোফাইল।

Google Oneindia Bengali News

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রাজকোটে জীবনের প্রথম টেস্টে ইনিংসেই শতরান করলেন পৃথ্বী শ। বৃহস্পতিবার মাত্র ১৮ বছর ৩২৯ দিন বয়সে শতরান করে তিনি বিশ্বের কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে টেস্ট অভিষেকে শতরান হাঁকালেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে কিন্তু মুম্বইয়ের এই ব্যাটসম্য়ান ভবিষ্যতের তারকা হিসেবে দীর্ঘদিন ধরেই চিহ্নিত।

সেই স্কুল ক্রিকেটের দিন থেকেই একের পর এক কীর্তির অধিকারী হয়েছেন পৃথ্বী। সচিন তেন্ডুলকারের মতো মহাতারকাও পৃথ্বীকে নিয়ে বারেবারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দেখে নেওয়া যাক লম্বা রেসের ঘোড়া হিসেবে যাকে বলা হচ্ছে সেই পৃথ্বী শর উত্থানের কাহিনী।

জন্ম ও প্রথম জীবন

জন্ম ও প্রথম জীবন

পৃথ্বীর জন্ম ৯ নভেম্বর ১৯৯৯ সালে মহারাষ্ট্রের থানের ভিরারে। মাত্র ৩ বছর বয়সেই তাঁকে, তাঁর বাবা মনোজ শ ভিরার ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করিয়ে দিয়েছিলেন। তাঁর বয়স যখন মাত্র ৪, সেইসময়ই পৃ্থ্বী তাঁর মা'কে হারান। মলোজ শর ছিল জামা-কাপড়ের ব্যবসা। পৃথ্বীর মায়ের মৃত্যুর পর তিনি ব্যবসাপত্র ছেড়ে ছেলেকে ক্রিকেটার করে তুলতে উঠে পড়ে লাগেন। তার ফলও মেলে। ১১ বছর বয়সে, পৃথ্বীর সঙ্গে এএপি এন্টারটেনমেন্ট লিমিটেডে স্পন্শরশিপের চুক্তি করে। যার ফলে বাবার সঙ্গে পৃথ্বী তাঁর ক্রিকেটের এগিয়ে নিয়ে যেতে মুম্বই আসার সুযোগ পান।

স্কুল ক্রিকেটে ধুন্ধুমার

স্কুল ক্রিকেটে ধুন্ধুমার

মুম্বইতে এসে পৃথ্বী রিজভি স্প্রিংফিল্ড স্কুলে ভর্তি হয়েছিলেন। ২০১৩ সালে মুম্বইয়ের ঐতিহ্যবাহী হ্যারিস শিল্ডে স্কুল দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সেই টুর্ণামেন্টেই ফ্রান্সিস দে'আসিসি স্কুলের বিরুদ্ধে, তিনি এক ইনিংসে ৩৩০ বলে ৫৪৬ রান করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন। মোট ৮৫টি বাউন্ডারি ও ৫টি ওবার বাউন্ডারি মেরেছিলেন ১৩ বছরের পৃথ্বী। স্কুল ক্রিকেটে তিনিই প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ইনিংসে ৫০০ রান করার রেকর্ড করেন।

 ঘরোয়া ক্রিকেটে

ঘরোয়া ক্রিকেটে

স্কুল ক্রিকেটের ওই কীর্তির পর মুম্বই রঞ্জি দলে ঢুকতে বেশি সময় লাগেনি তাঁর। ২০১৬ সালে তামিলনাড়ুর বিরুদ্ধে সেমিফাইনালেই রঞ্জি অভিষেক হয় তাঁর। আর অভিষেকেই দ্বিতীয় ইনিংসে তিনি শতরান করে ম্যাচ জিতিয়েছিলেন মুম্বইকে। সচিনের পর দ্বিতীয় কনিষ্টতম ক্রিকেটার হিসেবে শতরানের করার রেকর্ডও করেন। এখন অবধি প্রথম শ্রেনীর ক্রিকেটে ১৩টি ম্যাচ খেলে তিনি ১৩৯৮ রান করেছেন। ৭টি শতরান ও ৫টি অর্ধশতরান আছে। সর্বোচ্চ ১৮৮।

অনুর্ধ ১৯ ভারত ও লিস্ট এ ক্রিকেট

অনুর্ধ ১৯ ভারত ও লিস্ট এ ক্রিকেট

ভারতের অনুর্ধ ১৯ দলের হয়ে ২০১৬ সালের এশিয়া কাপেই অভিষেক হয়েছিল পৃথ্বীর। ২০১৮ সালের অনুর্ধ ১৯ বিশ্বকাপে তিনি ভারতের অনুর্থ ১৯ দলকে নেতৃত্ব দেন। সেখানে তিনি ৬ ম্যাচে ২৬১ রান করে দলকে বিশ্বকাপ জেতান। ভারতের অধিনায়কদের মধ্যে ওই টুর্নামেন্টে সর্বোচ্চ রানের রেকর্ডও করেন।

আইপিএল-এ

আইপিএল-এ

২০১৮ সালে তাঁকে ১.২ কোটি টাকা দিয়ে কিনেছিল দিল্লি ডেয়ারডেভিল। ১৫০ স্ট্রাইক রেট নিয়ে তিনি ৯ ইনিংসে ২৪৫ রান করেছিলেন। সঞ্জু স্যামসনের সঙ্গে যৌথভাবে আইপিএল-এ সবচেয়ে কম বয়সে অর্ধশতরান করার রেকর্ড করেন তিনি।

সব পর্যায়েই অভিষেকে শতরান

সব পর্যায়েই অভিষেকে শতরান

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেকে শতরান করার সঙ্গে সঙ্গে মোটামুটি সব পর্যায়ের ক্রিকেটেই অভিষেকে শতরান করলেন পৃথ্বী। তামিলনাড়ুর বিরুদ্ধে রাজকোটের মাঠেই রঞ্জি অভিষেকে তিনি শতরান করেছিলেন। দলীপ ট্রফিতেও অভিষেক ম্যাচে লক্ষ্ণৌতে ইন্ডিয়া ব্লুয়ের বিরুদ্ধে তিনি ১৫৪ রান করেন। এবার আবার টেস্ট অভিষেকেও শতরান করলেন।

সচিনের প্রশংসা

সচিনের প্রশংসা

ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর পৃথ্বীকে প্রথম দেখেছিলেন আজ থেকে প্রায় ১০ বছর আগে। তাঁর এক বন্ধুর পৃথ্বীর কথা জানিয়েছিলেন মাস্টার ব্লাস্টারকে। বলেছিলেন ছোট্ট পৃথ্বীর কি কি শোধরানোর আছে তা জানাতে। সচিন তাঁর সঙ্গে কিছুটা সময় কাটিয়েছিলেন। তাঁকে কিছু কিছু বিষয়ের টিপস দেন। পরে সেই বন্ধুকে সচিন বলেছিলেন, 'এই ছেলেটা একদিন ভারতের হয়ে খেলবে।'

[আরও পড়ুন: ভারতের হয়ে পৃথ্বীর আগে কারা অভিষেক টেস্টে শতরান করেছেন, দেখুন তালিকা ]

English summary
The profile of Prithvi Shaw, who has made a century in debute test against West Indies.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X