For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋষভ পন্থ বিতর্কে মুখ খুললেন দীনেশ কার্তিক, কী বললেন?

ভারতের বিশ্বকাপগামী দলে ঋষভ পন্থের না থাকা নিয়ে নীরবতা ভাঙলেন, তাঁরই বদলে টিমে জায়গা পাওয়া দীনেশ কার্তিক।

  • |
Google Oneindia Bengali News

ভারতের বিশ্বকাপগামী দলে ঋষভ পন্থের না থাকা নিয়ে নীরবতা ভাঙলেন, তাঁরই বদলে টিমে জায়গা পাওয়া দীনেশ কার্তিক। বক্তব্য, তিনি যদি কেরিয়ারের বেশিরভাগ সময় মহেন্দ্র সিং ধোনির সঙ্গে, রিজার্ভ ক্যাটেগরিতে ড্রেসিংরুম শেয়ার করতে পারেন, তবে ঋষভ পন্থ তাঁর সঙ্গে পারবেন না কেন।

ঋষভ পন্থ বিতর্কে মুখ খুললেন দীনেশ কার্তিক, কী বললেন?

ভারতের বিশ্বকাপগামী পনেরো জনের দলে ঋষভ পন্থকে রাখেননি নির্বাচকরা। এমএস ধোনির পর, দলে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দীনেশ কার্তিককে নিয়ে, ঋষভ পন্থকে স্ট্যান্ড-বাই হিসেবে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে যখন দেশজুড়ে শোরগোল, তখন দিল্লির তরুণ উইকেটরক্ষকের মধ্যে নিজেরই ছায়া দেখছেন, খাতায়-কলমে ঋষভের প্রতিপক্ষ কার্তিক।

ঠিক যেভাবে ২০০৭ সালের বিশ্বকাপে, পনেরো জনের জাতীয় দলে থেকেও, এমএস ধোনির দাপুটে ফর্মে, প্রথম এগারোর বাইরেই থাকতে হয়েছিল কেকেআরের অধিনায়ককে। পরের দুটি বিশ্বকাপে, পনেরো জনের দল থেকেও তিনি বাদ পড়েছিলেন, ঋষভ পন্থেরও ঠিক একই অবস্থা বলে জানিয়েছেন ডিকে। ধোনির ছত্রছায়ায় তাঁর কেরিয়ার চাপা পড়ে থাকলেও, তিনি সমঝোতা করেছিলেন। তাহলে ঋষভ পন্থ, তাঁর সঙ্গে কেন আপস করতে পারবেন না, প্রশ্ন করেছেন দীনেশ কার্তিক।

দীনেশ কার্তিকের কথায়, কেউ বাদ পড়বেন, কেউ থাকবেন। যিনি বাদ পড়ছেন, তাঁকে হতাশ না হয়ে চেষ্টা ও অনুশীলন চালিয়ে যাওয়া উচিত বলে মনে করেন কেকেআরের অধিনায়ক। বলেছেন, ঋষভ অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার। লক্ষ্যে অবিচল থাকলে পন্থ ভারতীয় ক্রিকেট দলের হয়ে লম্বা ইনিংস খেলবেন বলেও আশাবাদী ডিকে।

English summary
Why can't Pant share dressing room with me, asked Karthik
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X