For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কী কারণে পাকিস্তানি সমর্থকদের 'জানোয়ার' বলে বহিষ্কৃত হয়েছিলেন হার্শেল গিবস?

Google Oneindia Bengali News

২০০৭ সালে মাঠে দর্শকদের সঙ্গে অভব্য আচরণ করার জন্যে প্রাক্তন দক্ষিণ আফ্রিকার ওপেনার হার্শেল গিবসকে দুটি ম্যাচের জন্যে বহিষ্কার করেছিল আইসিসি। সেই বিষয়টি আবার উঠে এল আলোচনায়। সম্প্রতী হার্শেল গিবসের এক টুইটার ফলোয়ার তাঁকে জিজ্ঞাসা করেন সেই ঘটনা নিয়ে। তখন হার্শেল তাঁর সেই আচরণের আসল কারণ বলেন।

কি কারণে পাকিস্তানি সমর্থকদের জানোয়ার বলেছিলেন হার্শেল ?

ফলোয়ারের করা প্রশ্নের জবাবে হার্শেল লেখেন, 'আমি কিছু রাউডি পাকিস্তানি সমর্থককে জানোয়ার বলেছিলাম। কারণ প্লেয়ার্স ভিউইংয়ে বসে থাকা আমার ছেলে ও স্ত্রীকে তারা সরিয়ে দিয়েছিল তাদের নির্দিষ্ট আসন থেকে।'

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="bn"><p lang="en" dir="ltr">Called some rowdy Pakistan supporters animals. They forced my son and his mother out of their seats in front of the players viewing area <a href="https://t.co/JeXOUwUtlW">https://t.co/JeXOUwUtlW</a></p>— Herschelle Gibbs (@hershybru) <a href="https://twitter.com/hershybru/status/1219615171079036936?ref_src=twsrc%5Etfw">২১ জানুয়ারী, ২০২০</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল পাকিস্তান। সেঞ্চুরিয়নের সেই সফরের প্রথম টেস্ট ম্যাচে এই ঘটনাটি ঘটেছিল। এরপর এই ঘটনার প্রেক্ষিতে বর্ণ বিদ্বেষমূলক মন্তব্য করার দায়ে হার্শেল গিবসকে দুটি টেস্ট ম্যাচের জন্যে আইসিসি বহিষ্কার করেছিল। সেই সাস্তির বিরুদ্ধে গিবস আবেদন জানালেও তাঁর সাস্তি বহাল রেখেছিল আইসিসি।

এদিকে কয়েকদিন আগেই অন্য এক বিতর্কে জড়ান হার্শেল গিবস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সিলেট থান্ডারের কোচ হিসাবে সেদেশে এসে ইংরেজি না জানায় বাংলাদেশকে খোঁটা দিয়েছিলেন গিবস। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'আমি ঠিক নিশ্চিত নই, নিল ম্যাকেঞ্জি (বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ) যখন কথা বলে ওরা কতজন ঠিকভাবে বুঝতে পারে! আমি তো ওঁর মতোই দক্ষিণ আফ্রিকান, তবে আমি যা বোঝাতে চাইছি আমার দলের ছেলেরা তা বুঝতে পারছে না।'

English summary
why did herschelle gibbs called pakistani supproters animal to get banned in 2007
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X