For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেয়েদের বিশ্বকাপ নিয়ে টুইট করে নেটিজেনদের ঠাট্টার মুখে সৌরভ, কিন্তু কেন?

মেয়েদের বিশ্বকাপ নিয়ে টুইট করে নেটিজেনদের ঠাট্টার মুখে সৌরভ, কিন্তু কেন?

  • |
Google Oneindia Bengali News

প্রথমবার টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার। ব্যাটে বলে সব বিভাগেই অজিদের বিরুদ্ধে হেরে বসল ভারত। ১৮৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় মহিলা ক্রিকেট দল ৯৯ রানে অলআউট হয়। ৮৫ রানে হেরে বিশ্বকাপের রানার্স দল উইমেন ইন ইন্ডিয়া।

টুইটে ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন সৌরভ

সোশ্যাল মিডিয়া পোস্টে ভারতের বোর্ড প্রেসিডেন্ট মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন। সৌরভ টুইটে বলেন এই নিয়ে দুই বিশ্বকাপে ফাইনাল খেলল ভারত। অবশ্যই বড় প্রাপ্তি। আমরা ফাইনাল হারলেও ভারতীয় মহিলা ক্রিকেট যে এগোচ্ছে এই দুই সাফল্যই তা প্রমাণ করছে।'

উল্লেখ্য এই নিয়ে দুই বিশ্বকাপের ফাইনালে ভারত

২০১৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠে ব্যাটিং ব্যর্থতায় কারণে ভারতকে হারতে হয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ভারত ২২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ২১৯ রানে অলআউট হয়ে যায়। এবার ২০২০ সালে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বোলিং ব্যর্থতায় ভারত ১৮৪ রান খরচ করে। সেই রান তাড়া করতে নেমে ভারত ৯৯ রানে অলআউট হয়।

কেন নেটিজেনদের ঠাট্টার মুখে সৌরভ

হরমনপ্রীতদের রানার্স হওয়ার সাফল্যে টুইট করে সেটি বিসিসিআই সচিব জয় শাহকে ট্যাগ করেছেন সভাপতি সৌরভ। এই নিয়েই ট্রোলিং শুরু হয়। সৌরভ হঠাৎ কেন শাহকে টুইট করেছেন,সেটাই নেটিজেনদের মাথায় ঢোকেনি। সোশ্যাল মিডিয়ায় সৌরভের ভালো চলাফেরা রয়েছে। তাই তিনি ট্যাগ, কমেন্ট এইগুলি নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। বিসিসিআইকে ট্যাগ করলেও বিসিসিআই উইমেন, কিংবা হরমনপ্রীত, মিতালিদের ছেড়ে সৌরভ জয়কে ট্যাগ করেছেন, যা একেবারেই অর্থহীন বলে নেটিজেনরা মনে করেছেন। এরপরই পাল্টা #জয় শাহ লিখে নেটিজেনরা সৌরভকে ট্রোল করতে শুরু করেন।

নেটিজেনদের মন্তব্য

টুইটে এক নেটিজেন লিখেছেন দুইবার বিশ্বকাপ ফাইনাল খেলার সঙ্গে জয় শাহের সম্পর্ক কোথায়! কীর্তি আজাদ টুইট করে ভারতীয় মহিলা দলের হয়ে জয় শাহ কোনও দিন খেলেছেন কিনা, জানতে চেয়েছেন।

English summary
WHy Fans Troll Sourav Ganguly After He Tags Jay Shah in a Congratulation message for India’s Women Team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X