For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার জেরে বন্ধ ক্রিকেট, তাও কেন সেরা টেস্ট দলের শিরোপা হারাল ভারত?

করোনার জেরে বন্ধ ক্রিকেট, তাও কেন সেরা টেস্ট দলের শিরোপা হারাল ভারত?

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের প্রভাবে কার্যত স্তব্ধ হয়ে রয়েছে ক্রিকেট। মহামারীর হাত থেকে বাঁচতে অর্নিদিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে সব আন্তর্জাতিক টুর্নামেন্ট। এই পরিস্থিতিতে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে কিনা, তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। তবে অচলাবস্থার মধ্যেই টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে দলগুলির নতুন ক্রম তালিকা প্রকাশ করেছে আইসিসি। ক্রিকেট বন্ধ থাকা সত্ত্বেও কেন সেরা টেস্ট দলের শিরোপা হারাল ভারত, তার সুস্পষ্ট যুক্তি দিয়েছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

২০১৬-র অক্টোবরে শীর্ষে

২০১৬-র অক্টোবরে শীর্ষে

২০১৬ সালের অক্টোবরে আইসিসি-র টেস্ট ক্রম তালিকার শীর্ষ স্থান দখল করেছিল ভারত। কার্যত পৌনে চার বছর ওই স্থান ধরে রেখেছিলেন বিরাট কোহলিরা। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে এবং দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে নিজেদের মাঠে টেস্টে হোয়াইট ওয়াশ করে টিম ইন্ডিয়া। কিন্তু চলতি বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয় বিরাট কোহলি ব্রিগেড। সেই ঘটনার প্রায় দেড় মাস পর, বিশ্বজুড়ে যখন স্তব্ধ ক্রিকেট, তখন আচমকা কেন টেস্ট তালিকায় ভারতের এই পতন, তার জবাব দিয়েছে আইসিসি।

আইসিসি-র যুক্তি

আইসিসি জানিয়েছে, সম্প্রতি যে তালিকা প্রকাশ করা হয়েছে, তার ১০০ শতাংশ রেটিং ২০১৯-র মে মাস থেকে করা হয়েছে। ৫০ শতাংশ রেটিং গত দুই বছরের রেকর্ডের ভিত্তিতে করা হয়েছে বলে জানিয়েছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। সেই নিরিখে ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে ১২টি টেস্ট জিতেছেন বিরাট কোহলি। মাত্র একটিতে হেরেছেন তাঁরা। সেই হারই ভারতের টেস্ট শিরোপা হারানোর অন্যতম কারণ বলে বাখ্যা করেছে আইসিসি।

২০০৩-র পর ফের

২০০৩-র পর ফের

আইসিসি প্রকাশিত টেস্ট ক্রম তালিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা যথাক্রমে অস্ট্রেলিয়া (১১৬), নিউজিল্যান্ড (১১৫) ও ভারতের (১১৪) মধ্যে পয়েন্টের পার্থক্য মাত্র ২। ২০০৩ সালের পর এমন ঘটনা ফের ঘটল বলে জানিয়েছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

টেস্ট চ্যাম্পিয়নশিপ

টেস্ট চ্যাম্পিয়নশিপ

টেস্ট ক্রম তালিকায় শীর্ষ স্থান হারালেও টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত শীর্ষ স্থান ধরে রেখেছে বলেই জানিয়েছে আইসিসি। ৯টি ম্যাচ ৩৬০ পয়েন্টে অবস্থান করছেন বিরাট কোহলিরা। ২৯৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ১৮০।

ঘোর দুঃসময়! টেস্টে শ্রেষ্ঠত্বের শিরোপা হারাল ভারত, ক্রিকেটে ফের অজি-রাজঘোর দুঃসময়! টেস্টে শ্রেষ্ঠত্বের শিরোপা হারাল ভারত, ক্রিকেটে ফের অজি-রাজ

English summary
Why India drop in the test ranking of ICC when cricket has been stoped amis pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X