For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এখনও কেন চূড়ান্ত হল না আইপিএলের সূচি, সমস্যাটা কোথায়?

এখনও কেন চূড়ান্ত হল না আইপিএলের সূচি, সমস্যাটা কোথায়?

  • |
Google Oneindia Bengali News

ঠিক কবে থেকে শুরু হচ্ছে আইপিএল, তার একটা আভাস পাওয়া গেলেও তালিকা যে এখনও চূড়ান্ত হয়নি, তা বিসিসিআই-র একটা সূত্র মারফত জানা গিয়েছে। কেন এমন পরিস্থিতি, সেই প্রশ্নের উত্তরে কিন্তু উঠে আসছে নানা তথ্য। সেদিকে নজর ফেরানো যাক।

সম্ভাব্য সূচনা

সম্ভাব্য সূচনা

বিসিসিআই-র এক সূত্রের তরফে জানানো হয়েছে, ২৯ মার্চ শুরু হতে চলেছে চলতি মরশুমের আইপিএল। মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে হোম টিমের সঙ্গে টুর্নামেন্টের প্রথম ম্যাচ হওয়ার কথা। ৩০ মার্চ দ্বিতীয় ম্য়াচে দিল্লি ক্য়াপিটলস ও কিংস ইলেভেন পাঞ্জাব মুখোমুখি হবে রাজধানীতে। ৩১ মার্চ বেঙ্গালুরুতে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে হোম টিম খেলবে তৃতীয় ম্যাচ।

চূড়ান্ত হয়নি

চূড়ান্ত হয়নি

বিসিসিআই-র এক সূত্র মারফত জানা গিয়েছে, আইপিএলের সূচি কুড়ি দিন আগে মোটামুটি তৈরি হলেও এখনও তা চূড়ান্ত হয়নি। কবে সেটি প্রকাশ করা হবে, সে ব্যাপারে বিসিসিআই-র তরফে কোনও আভাসও দেওয়া হয়। ফলে ধোঁয়াশার সম্মুখীন আইপিএল প্রেমীরা।

প্রাথমিক যুক্তি

প্রাথমিক যুক্তি

আইপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ না হওয়ার কারণ দর্শাতে গিয়ে বিসিসিআই-র একটা সূত্রের তরফে প্রাথমিক ভাবে জানানো হয়েছিল, গোটা এপ্রিল জুড়ে কলকাতা ও দিল্লি পূর্ব নির্ধারিত আন্তর্জাতিক কনফারেন্স ও সেমিনার থাকায়, দুই শহরে অ্যাওয়ে দলের ক্রিকেটারদের জন্য হোটেলের ঘর পাওয়া মুশকিল। পাশাপাশি রাজস্থান রয়্যালসের হোম গ্রাউন্ড হিসেবে গুয়াহাটিকে নির্বাচন করা নিয়ে টানাপোড়েনকেও আইপিএলের সূচি প্রকাশের ক্ষেত্রে বাধা বলে দেখানো হয়।

কিন্তু কারণ অন্য

কিন্তু কারণ অন্য

সম্প্রতি বিসিসিআই-র অন্য একটি সূত্রের তরফে আইপিএলের সূচি প্রকাশ না করা নিয়ে আগের যুক্তিগুলি খণ্ডন করা হয়েছে। পরিবর্তে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত অল-স্টার গেমের অনিশ্চয়তাকেই কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে। সূত্রের খবর, ফ্রাঞ্চাইজিগুলির আপত্তিতে ওই ম্যাচের দিন ও স্থান ঠিক করতে পারছে না বিসিসিআই।

এশিয়া বনাম বিশ্ব

এশিয়া বনাম বিশ্ব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে ১৮ এবং ২১ মার্চ বাংলাদেশের ঢাকা এশিয়া ও বিশ্ব একাদশের মধ্যে দুটি ম্যাচ হওয়ার কথা। সেই ম্যাচের জন্য খেলোয়াড় ছাড়া নিয়ে আইপিএলে অংশ নেওয়া ফ্রাঞ্চাইজিগুলির সঙ্গে বিসিসিআই-র মতের মিল হচ্ছে না বলেও সূত্র মারফত জানা গিয়েছে।

English summary
Why IPL schedule has still not been finalized
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X