For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেএল রাহুল কেন বাদ শেষ ম্যাচে! পান্ডিয়া, ধোনিরা তাহলে খেলছেন কোন যুক্তিতে

দ্বিতীয় একদিনের ম্যাচে শূন্য রানে ফিরতেই ফর্মে থাকা কেএল রাহুলকে রোটেশনের নামে বসিয়ে দিলেন অতিরিক্ত আত্মবিশ্বাসী বিরাট কোহলি।

  • |
Google Oneindia Bengali News

তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ৯ রানে অপরাজিত ছিলেন। টি২০ সিরিজে শতরান করে দলকে জেতান। তবে দ্বিতীয় একদিনের ম্যাচে শূন্য রানে ফিরতেই ফর্মে থাকা কেএল রাহুলকে রোটেশনের নামে বসিয়ে দিলেন অতিরিক্ত আত্মবিশ্বাসী বিরাট কোহলি। আর নামালেন দীনেশ কার্তিককে। যার নিট ফল, মিডল অর্ডারের ব্যাটিংটাই ঠিকমতো হল না। ফলে একদিনের সিরিজে ১-২ ব্যবধানে হেরে বসতে হল ভারতকে।

কেএল রাহুল কেন বাদ শেষ ম্যাচে

নটিংহ্যামে ২৬৮ রান তাড়া করে ভারত ৮ উইকেটে জেতে। রোহিত শর্মা শতরান করেন। দ্বিতীয় ম্যাচে লর্ডসে ইংল্যান্ডের ৩২২ রানে জবাবে ভারত ২৩৬ রানে অলআউট হন। রাহুল ০ করেন। মহেন্দ্র সিং ধোনি করেন ৫৯ বলে ৩৭ রান, রায়না ৬৩ বলে ৪৬ রান ও হার্দিক পান্ডিয়া ২২ বলা ২১ রান।

তারপরই তৃতীয় ম্যাচে লিডসে রাহুলকে বসিয়ে দেওয়া হয়। যদিও তাতে দলের মিডল অর্ডারের ব্যর্থতা এড়ানো যায়নি। ধোনি ঠুকঠুকে ব্যাটিং করে ৬৬ বলে ৪২ রান, সুরেশ রায়না ১ রান ও পান্ডিয়া ২১ রান করেন। শেষদিকে ভুবনেশ্বর কুমার ও শার্দুল ঠাকুর না থাকলে আড়াশো রানও পেরোতো না ভারত।

বিশেষজ্ঞদের অনেকেই প্রশ্ন তুলছেন, ফর্মে থাকা কেএল রাহুলকে এক ম্যাচের ব্যর্থতায় কেন বসিয়ে দেওয়া হল? যদি পারফরম্যান্সই শেষ কথা হয় তাহলে দিনের পর দিন পারফর্ম না করে কী করে পান্ডিয়া, রায়নারা দলে সুযোগ পান? রাহুলকে পারফর্ম করেও বসে যেতে হয় এক ম্যাচের ব্যর্থতায়?

পান্ডিয়া তিন ম্যাচে ১টি মাত্র উইকেট নিয়েছেন। বোলিং গড় প্রায় ৭। রান করেছেন ৪২। সুরেশ রায়না তিন ম্যাচে ৪৭। ধোনি ৬০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এই প্রশ্নগুলির জবাব বোধহয় নেই বিরাট কোহলির কাছে। ভারত পরপর ৯টি সিরিজ জিতেছে খুব ভালো কথা। তবে সঠিক কম্বিনেশনে যদি দল না খেলে বা যোগ্য খেলোয়াড় যদি সুযোগ না পান তাহলে প্রশ্ন উঠতে বাধ্য।

ভিভিএস লক্ষ্মণ স্পষ্ট অসন্তোষ জানিয়েছেন, কেএল রাহুলের দল থেকে বাদ যাওয়া অন্যায় হয়েছে। এভাবে যুব প্রতিভাধর খেলোয়াড়দের প্রতি অসম্মান করা হয় বলে মনে করেছেন তিনি। মাত্র একটি ম্যাচে ব্যর্থ হলে কাউকে বাদ দেওয়া কোন ধরনের রোটেশনের অঙ্গ তাও জানতে চান তিনি।

প্রসঙ্গত, টি২০ সিরিজে ২-১ ব্যবধানে জেতার পরে ভারত একদিনের সিরিজে এই ব্যবধানে জিতেছে। এবার পাঁচ টেস্টের সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত।

English summary
Why KL Rahul is axed from playing XI, Why Pandya, Raina playing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X