For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪৩ রানে মুড়িয়ে গিয়ে টেস্টে লজ্জার রেকর্ড বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ। অ্যান্টিগা টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে মুড়িয়ে গেল টাইগাররা।

  • |
Google Oneindia Bengali News

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ। অ্যান্টিগা টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে মুড়িয়ে গেল টাইগাররা। টেস্টে এটাই বাংলাদেশের সর্বনিম্ন রান। এর আগে সর্বনিম্ন রান ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০০৭ সালে ৬২ রান।

৪৩ রানে মুড়িয়ে গিয়ে টেস্টে লজ্জার রেকর্ড বাংলাদেশের

রানের দিক থেকে টেস্টে সর্বনিম্ন স্কোর হলেও বল সংখ্যার বিচার করলে এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। বাংলাদেশ মাত্র ১১২টি বল খেলেই অলআউট হয়ে গিয়েছে।

এর আগে অস্ট্রেলিয়া ২০১৫ সালে ১১১ বল খেলে অল আউট হয়। ১৮৯৬ সালে অস্ট্রেলিয়া ১১৩ বলে অলআউট হয়েছিল। ২০১৩ সালে নিউজিল্যান্ড কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১৬ বল খেলে অলআউট হয়।

এদিন টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ বল করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের ব্যাটিংয়ে শুরু থেকে ধস নামান জোরে বোলার কেমার রোচ। তামিম ইকবাল (৪), মমিনুল হক (১), মুশফিকুর রহিম (০), শাকিব আল হাসান (০) ও মহমুদুল্লাহ-কে (০) পরপর আউট করেন তিনি। একাই তুলে নেন ৮ রান দিয়ে ৫ উইকেট।

তারপরে জেসন হোল্ডার ২টি ও মিগুয়েল কামিন্স ৩টি উইকেট নিয়ে বাংলাদেশ ব্যাটিংকে মুড়িয়ে দেন। একমাত্র লিটন দাস ২৫ রান করেন। আর কেউ দুই অঙ্কের স্কোরে পৌঁছতে পারেননি।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি২০ ম্যাচের সিরিজ খেলবে। সফর শেষ হবে ৫ অগাস্ট।

English summary
WI vs BAN : Bangladesh bundled for 43 by West Indies in the 1st test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X