For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলা টি২০ বিশ্বকাপ ২০১৮, ভারত বনাম নিউজিল্যান্ড, জিতেই শুরু করতে চান হরমনপ্রিতরা

আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করতে চাইছে ভারত। 

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার (৯ নভেম্বর) থেকে ওয়েস্টইন্ডিজের গায়ানায় শুরু হচ্ছে আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ ২০১৮। প্রথম ম্যাচেই প্রভিডেন্স স্টেডিয়ামে এই ফর্ম্যাটে প্রথম দুইবারের (২০০৯ ও ২০১০) চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারতের মহিলা দল।

একদিনের ম্যাচের ভারতের মহিলা দল বহু সাফল্য পেলেও, ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে তারা সেই সাফল্য ধরে রাখতে পারেনি। ক্য়রিবিয়ান দ্বীপপুঞ্জে হরমনপ্রিত কৌর-বাহিনী প্রথম ম্যাচে খেলতে নামার আগে দেখে নেওয়া যাক কোথায় দাঁড়িয়ে আছে দুই দল।

সলমন খান

সলমন খান

এখানে সলমনের চরিত্রের নাম পবনকুমার চতুর্বেদী। এমন রোলে সলমনকে আগে কখনও দেখা যায়নি।

ভারত-নিউজিল্যান্ড দ্বৈরথের ইতিহাস

ভারত-নিউজিল্যান্ড দ্বৈরথের ইতিহাস

আন্তর্জাতিক টি২০-তে দুই দলের মুখোমুখি সাক্ষাতে কিন্তু ভারতীয় মহিলা দলের থেকে অনেক এগিয়ে আছে কিউইরা। ৭বারের মধ্যে ৫ বারই জয় পেয়েছে তারা। তবে ২০১৫ সালে এই ফর্ম্যাটে দুই দলের শেষ সাক্ষাতে কিন্তু শেষ হাসিটা হেসেছিলেন মিতালি রাজ-রাই। প্রথমে বল করে নিউজিল্যান্ড ইনিংস ১২৬/৮-এ বেঁধে রেখেছিল ভারত। এরপর ১৯ ওভারেই জয়ের প্রয়োজনীয় রানটা তুলে ফেলেছিলেন ভারতীয় ক্রিকেটাররা।

হরশালি মালহোত্রা

হরশালি মালহোত্রা

এই সিনেমার অন্যতম স্টার পারফর্মার হরশালি মালহোত্রা। এতটুকু বয়সেই অভিনয় একেবারে পরিণতদের মতো।

ভারতীয় মহিলা দলের সাম্প্রতিক ফর্ম

ভারতীয় মহিলা দলের সাম্প্রতিক ফর্ম

মহিলাদের টি২০ বিশ্বকাপের আগ দিয়ে কিন্তু ভারতের অপেক্ষাকৃত তরুণ মহিলা দল বেশ ভাল ফর্মে রয়েছে। শ্রীলঙ্কার মাটিতে ৪-০ ফলে হারিয়েছে তাদের মহিলা দলকে। প্রথম ম্যাচে ১৩ রানে জিতেছিল ভারত। এরপর যথাক্রমে ৫ উইকেট, ৭ উইকেট ও ৫১ রানে বড় জয় পায় ভারতের মহিলা দল।

সলমন-হরশালির বন্ধন

সলমন-হরশালির বন্ধন

সলমন ও হরশালির সম্পর্ককে অত্যন্ত সমধুরভাবে দেখানো হয়েছে এই সিনেমায়। সলমনের স্নেহভরা ভালোবাসার দৃশ্যগুলি দেখার মতো।

ভারতীয় মহিলা দলের ব্যাটিং

ভারতীয় মহিলা দলের ব্যাটিং

একদিনের ম্যাচে ভারতের সর্বোচ্চ রানাধিকারী মিতালী রাজ, টি২০ ক্রিকেটেও ভারতের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান। শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে দারুণ ফর্মে পাওয়া গিয়েছিল জেমৈাইমা রড্রিগেজকেও। কলম্বোয় তিনি ৪ ম্যাচে ৬৩.৬৬ গড় নিয়ে ১৯১ রান করেছিলেন। দুটি অর্ধশতরানও করেন। এছাড়া থাকছেন ভারতের সবচেয়ে নির্ভরয়োগ্য দুই ব্য়াটার অধিনায়ক হরমনপ্রিত কৌর ও স্মৃতি মান্ধানা। শ্রালঙ্কা সফরে তাঁরা সেভাবে রান না পেলেও অতীতে বহুবার তাঁরা ব্যাট হাতে ভারতের পক্ষে মুখ্য ভূমিকা নিয়েছেন।

সলমনের ইমোশন

সলমনের ইমোশন

কয়েকটি দৃশ্যে সলমনের চোখের জল, আপনার চোখের পাতাও ভিজিয়ে দেবে সন্দেহ নেই।

ভারতীয় মহিলা দলের বোলিং

ভারতীয় মহিলা দলের বোলিং

৬১ টি২০আই উইকেট দখল করা পুনম যাদব ভারতের সেরা বোলার। শ্রীলঙ্কা সফরেও তিনিই সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন। একতা বিস্ত ও তাঁর জুটিই ভারেতের বোলিং বিভাগকে নেতৃত্ব দেবে। টি২০-তে, বিস্তের উইকেট সংখ্যা ৫০। স্পিনার রাধা যাদবও শ্রীলঙ্কা সফরে ভাল ফর্মে ছিলেন। বৈচিত্র দিয়ে প্রতিপক্ষ ব্য়াটারদের পরাস্ত করতে পারেন তিনি।

অ্যাকশন

অ্যাকশন

সলমন খানের সিনেমা আর তাতে মারকাটারি দৃশ্য থাকবে না তা আবার হয় নাকি! সিনেমার দ্বিতীয় অর্ধে রয়েছে প্রচুর অ্যাকশনের দৃশ্য।

নিউজিল্যান্ড মহিলা দলের সাম্প্রতিক ফর্ম

নিউজিল্যান্ড মহিলা দলের সাম্প্রতিক ফর্ম

আইসিসি টি২০ ক্রমতালিকায় নিউজিল্যান্ড ২ নম্বরে রয়েছে। কিন্তু, তাদের সাম্প্রতিক ফর্ম কিন্তু মোটেই ভাল না। অস্ট্রেলিয়া মহিলা দলের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে তারা ৩-০'য় পর্যুদস্ত হয়েছে। তার উপর বিশ্বকাপের ঠিক আগেই তাদের দীর্ঘদিনের অধিনায়ক সুজি বেটস নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। এই টুর্নামেন্টে তারা খেলবে অ্যামি সাটার্থওয়েটের নেতৃত্বে।

করিনা কাপুর

করিনা কাপুর

এই সিনেমায় করিনা কাপুরের রোল খুব একটা বড় না হলেও সবসময়ের মতো এই সিনেমাতেও তিনি তাঁর অভিনয় প্রতিভার ছাপ রেখেছেন।

নিউজিল্যান্ড মহিলা দলের ব্যাটিং

নিউজিল্যান্ড মহিলা দলের ব্যাটিং

মহিলাদের টি২০ ক্রিকেটের সেরা ব্য়াটসম্য়ান সুজি বেটস। নেতৃত্বের ভরমুক্ত হলেও নিউজিল্যান্ড ব্য়াটিংকে নিঃসন্দেহে তিনিই নেতৃত্ব দেবেন। এছাড়া আছেন অভিজ্ঞ কেটি মার্টিন। এই উইকেটরক্ষক-ব্য়াটসম্যানের এই বছর টি২০ ক্রিকেটে ৪টি অর্ধশতরান রয়েছে। এই বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজেই কিন্তু তিনি সিরিজ সেরা হয়েছিলেন। এই দুজন ছাড়া ইনিংস গড়তে দলের অধিনায়ক অ্যামি সাটের্থওয়েট ও বের্নাদিনের দিকে তাকিয়ে থাকবে কিউইরা।

সলমন-করিনা কেমিস্ট্রি

সলমন-করিনা কেমিস্ট্রি

সলমন ও করিনাকে একসঙ্গে এই সিনেমায় খুবই কম দৃশ্য়ে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে এই সিনেমাতেও এই জুটিকে মানিয়েছে দারুণ।

নিউজিল্যান্ড মহিলা দলের বোলিং

নিউজিল্যান্ড মহিলা দলের বোলিং

টি২০আই-তে নিউজিল্যান্ডের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী সোফিয়া ডিভাইন। এই ফর্ম্য়াটে তাঁর ৭২টি উইকেট আছে। এছাড়া ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ব্যাটিং-এর পাশাপাশি বল হাতেও ভারেতর মাথাব্যাথার কারণ হতে পারেন অলরাউন্ডার সুজি বেটস-ও। কারণ দ্বীপরাষ্ট্রের পরিস্থিতি তাঁর বোলিং স্টাইলের সঙ্গে মানানসই। এছাড়া থাকছেন লেই কাসপেরেক ও অ্যামেলিয়া কের।

নওয়াজুদ্দিন সিদ্দিকি

নওয়াজুদ্দিন সিদ্দিকি

সাংবাদিকের ভূমিকায় অভিনয় করা নওয়াজুদ্দিন সিদ্দিকি এই সিনেমার সারপ্রাইজ প্যাকেজ। সলমনের সঙ্গে নওয়াজের দৃশ্যগুলিতে হাসির রোল উঠবে সিনেমা হলে।

দুই দলের সম্ভাব্য প্রথম এগারো

দুই দলের সম্ভাব্য প্রথম এগারো

ভারত: হরমনপ্রিত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, মিতালি রাজ, জেমাইমা রড্রিগেজ, বেদা কৃষ্ণমূর্তি / দীপ্তি শর্মা, তানিয়া ভাটিয়া (উকেটরক্ষক), পূনম যাদব, রাধা যাদব, অনুজা পাতিল, একতা বিষ্ট, পূজা বস্ত্রকার।

নিউজিল্যান্ড: এমি স্যাটার্থওয়েট (অধিনায়ক), সুজি বেটস, বার্নাডাইন বেজুইডেনহাউট, সোফি ডিভাইন, কেট ইব্রাহিম, হলি হাডলস্টোন, হেইলে জেনসেন, লেই কাসপেরেক, অ্যামেলিয়া কের, কেটি মার্টিন / অ্যানা পিটারসন এবং জেস ওয়াটকিন।

কাবালি গান

কাবালি গান

আদনান সামির গাওয়া কাবালি গানটি ইতিমধ্যেই হিট হয়েছে। সিনেমাতে দেখতেও দারুণ লাগছে এই গানের দৃশ্যগুলি।

কমেডি দৃশ্য

কমেডি দৃশ্য

সিনেমার কয়েকটি দৃশ্যে বোরখা পরে নওয়াজের স্ত্রী সেজেছেন সলমন। এই দৃশ্যগুলিও দারুণ মজাদার।

English summary
India aims for winning start against New Zealand in the opening match of ICC Women's World T20 2018. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X