For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপ ক্রিকেট: ভারত চাইবে শেষ ম্যাচে যেন দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়

শেষ পর্যন্ত পরিষ্কার হয়ে গেল বিশ্বকাপের সেমিফাইনালের চিত্রটি। অস্ট্রেলিয়া তো আগেই পৌঁছে গিয়েছিল; মঙ্গলবার ভারত বাংলাদেশকে হারিয়ে চলে যায় শেষ চারে।

  • |
Google Oneindia Bengali News

শেষ পর্যন্ত পরিষ্কার হয়ে গেল বিশ্বকাপের সেমিফাইনালের চিত্রটি। অস্ট্রেলিয়া তো আগেই পৌঁছে গিয়েছিল; মঙ্গলবার ভারত বাংলাদেশকে হারিয়ে চলে যায় শেষ চারে। বুধবার নিউজিল্যান্ডকে একপেশে ম্যাচে হারিয়ে আয়োজক দেহ ইংল্যান্ডও ছাড়পত্র জোগাড় করে ফেলে। চতুর্থ দল হিসেবে নিউজিল্যান্ডের সেমি-ফাইনালে যাওয়াও পাকা কারণ পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে পয়েন্টের তালিকায় নিউজিল্যান্ডকে ধরে ফেলতে পারলেও নেট রান রেটে তাদের কিউইদের টপকানোর সম্ভাবনা প্রায় শূন্যই।

বিশ্বকাপ ক্রিকেট: ভারত চাইবে শেষ ম্যাচে যেন দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়


এখন সবচেয়ে বড় আকর্ষণ ভারত ও অস্ট্রেলিয়ার এক নম্বর হওয়ার প্রতিযোগিতা

তবে তৃতীয় এবং চতুর্থ স্থানাধিকারী ঠিক হয়ে গেলেও অস্ট্রেলিয়া এবং ভারত এখনও চেষ্টা করতে পারে তাদের র‌্যাঙ্ক আরও ভালো করার। সেমি-ফাইনালে প্রথম স্থানাধিকারী দল খেলবে চতুর্থর সঙ্গে এবং যেহেতু নিউজিল্যান্ড তাদের শেষ তিনটি ম্যাচে হেরেছে এবং তাদের ব্যাটসম্যানরা খুব স্বস্তিতে নেই, তাই অস্ট্রেলিয়া এবং ভারত দু'দলই চাইবে কেন উইলিয়ামসনের দলের সঙ্গে সেমি-ফাইনালে খেলতে।

ভারত শ্রীলঙ্কাকে হারালে এবং অস্ট্রেলিয়া হারলে বিরাটরা এক নম্বরে শেষ করবেন

বিশ্বকাপের বাকি থাকা লিগ খেলাগুলি এখন অর্থহীন হয়ে দাঁড়ালেও ভারতীয় ফ্যানদের নজর থাকবে শেষ দিন, অর্থাৎ ৬ জুলাইয়ের দিকে। ওই দিনই ভারত লিডস-এ শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া চেস্টার-লে-স্ট্রিটে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার কাছে ওই দু'টি ম্যাচই নিয়মরক্ষার কারণ তারা ছিটকে গিয়েছে অনেক আগেই।

কিন্তু ভারত চাইবে যাতে তারা শ্রীলঙ্কাকে হারানোর পাশাপাশি অস্ট্রেলিয়াও যেন দক্ষিণ আফ্রিকার কাছে হারে যাতে পয়েন্ট টেবিলে তারা ১৫ পয়েন্ট পেয়ে শীর্ষে চলে যেতে পারে এবং অস্ট্রেলিয়া ১৪ পয়েন্টেই আটকে থেকে দ্বিতীয় স্থানে শেষ করে। সেক্ষেত্রে আগামী ৯ জুলাই ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারত নিউজিল্যান্ডের এবং ১১ তারিখ বার্মিংহ্যামের এজবাস্টনে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মুখোমুখি হয়। অবশ্য দক্ষিণ আফ্রিকার যা ফর্ম এবারের বিশ্বকাপে, তাতে তূরীয় মেজাজে থাকা অস্ট্রেলিয়াকে তারা কতটা বেগ দিতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে।

প্রতিযোগিতার শেষ চারটি দলের মধ্যে অস্ট্রেলিয়া সাতবার, ভারত ও ইংল্যান্ড তিনবার এবং নিউজিল্যান্ড এক বার ফাইনাল খেলেছে।

English summary
World Cup 2019: India will want South Africa to beat Australia in final league match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X