For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের মাঝেই ইংল্যান্ড খোয়াল এক নম্বর দলের তকমা; ভারত এখন শীর্ষে

এবারের বিশ্বকাপ শুরুর আগে আয়োজক দেশ ইংল্যান্ডকে প্রায় চ্যাম্পিয়ন হিসেবে ধরেই নিয়েছিল ক্রিকেট বিশ্ব।

  • |
Google Oneindia Bengali News

এবারের বিশ্বকাপ শুরুর আগে আয়োজক দেশ ইংল্যান্ডকে প্রায় চ্যাম্পিয়ন হিসেবে ধরেই নিয়েছিল ক্রিকেট বিশ্ব। তাদের বিধ্বংসী ফর্ম, আন্তর্জাতিক ক্রিকেটে পয়লা রাঙ্ক এবং ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ -- সব মিলিয়ে আগামী ১৪ জুলাই লর্ডসের ব্যালকনিতে কাপ আয়ন মর্গ্যানের হাতেই উঠবে বলে অনেকেরই ভবিষ্যদ্বাণী শোনা যায়।

কিন্তু, কথায় যে বলে ক্রিকেট ভারী অনিশ্চয়তার খেলা! প্রথম পাঁচটি ম্যাচে দাপটের সঙ্গে চারটি জয় পেলেও পরের দু'টি খেলাতে পা পিছলে পড়ে ইংল্যান্ড। প্রথমে শ্রীলঙ্কার কাছে ২০ রানে এবং পরের ম্যাচেই 'চিরশত্রু' অস্ট্রেলিয়ার কাছে ৬৪ রানে পরাস্ত হয়ে থ্রি লায়ন্স-দের এখন বেশ কোনঠাসা অবস্থা। তাদের শেষ দু'টি খেলা ভারত এবং নিউজিল্যান্ডের মতো দুই প্রবল প্রতিদ্বন্দ্বীর সঙ্গে এবং ওই দু'টি খেলাতেই মর্গ্যানের দলকে জিততে হবে প্রতিযোগিতায় টিকে থাকার জন্যে।

পর পর দু'টি ম্যাচ হেরে ইংল্যান্ড পিছলে গিয়ে এখন দুইতে

পর পর দু'টি ম্যাচ হেরে ইংল্যান্ড পিছলে গিয়ে এখন দুইতে

এদিকে পর পর দু'টি ম্যাচে হেরে ইংল্যান্ডের জন্যে আরও দুঃসংবাদ অপেক্ষা করে ছিল। ২৫ জুন অস্ট্রেলিয়ার কাছে লর্ডস-এ হারার পরেই বিশ্ব রাঙ্কিং-এ সর্বোচ্চ স্থানটি খোয়ায় ইংল্যান্ড। এ যাবৎ তাদের রেটিং ছিল ১২৪, যা দ্বিতীয় স্থানাধিকারী ভারতের থেকে এক পয়েন্ট বেশি ছিল। সেটি এবারে কমে দাঁড়াল ১২২-এ এবং তার ফলে আনুষ্ঠানিকভাবে বিরাট কোহলির দলই এখন ওয়ানডে-তে বিশ্বের এক নম্বর দল। অর্থাৎ, আগামী রবিবার এজবাস্টনের সমরে ভারত নয়, ইংল্যান্ড খেলবে বিশ্বের এক নম্বর দলের সঙ্গে। ক্রিকেটের কী অপার মহিমা!

হড়কে গিয়েছে দক্ষিণ আফ্রিকাও; উঠে এসেছে অস্ট্রেলিয়া

হড়কে গিয়েছে দক্ষিণ আফ্রিকাও; উঠে এসেছে অস্ট্রেলিয়া

ক্রমিক পর্যায়ে তিন নম্বরে নিউজিল্যান্ডই রয়েছে ১১৬ রেটিং নিয়ে যদিও বুধবার তারা এই বিশ্বকাপে প্রথম পরাজিত হয় পাকিস্তানের বিরুদ্ধে। চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকা থাকলেও বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের ফলে তারাও নিম্নগামী। প্রতিযোগিতায় সাতটির মধ্যে পাঁচটি ম্যাচ হেরে মাত্র ১০৯ রেটিং পেয়ে প্রোটিয়ারা এখন পাঁচে। অন্যদিকে, লাগাতার ভালো খেলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পাঁচ থেকে এখন উঠে এসেছে চারে। এই বিশ্বকাপে সাতটির মধ্যে ছ'টি ম্যাচ জিতে অস্ট্রেলিয়া প্রথম দল হিসেবে সেমি-ফাইনালে পৌঁছয়। তাদের রেটিং এখন ১০৯ থেকে বেড়ে ১১২।

পাকিস্তান এক স্থানে থাকলেও উঠে এসেছে বাংলাদেশ

পাকিস্তান এক স্থানে থাকলেও উঠে এসেছে বাংলাদেশ

পাকিস্তানের রাঙ্ক ষষ্ঠ থাকলেও তাদের রেটিং ৯৩ থেকে বেড়ে ৯৪ হয়েছে এবং আশা করা যায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় তা আরও বাড়াবে। বাংলাদেশও উঠে এসেছে ক্রমতালিকায়। পঁচাশি থেকে ৯২-এ পৌঁছেছে তাদের রেটিং এবং রাঙ্কিং-এও তারা অষ্টম থেকে সপ্তম স্থানে উঠে এসেছে।

শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ দু'টি দলই ৭৮ রেটিং পেলেও শ্রীলঙ্কা যেহেতু ৭৭ থেকে ৭৮-এ পৌঁছেছে এবং ক্যারিবিয়ানদের রেটিং ৮৬ থেকে কমে ৭৮ হয়েছে, তাই শ্রীলঙ্কা অষ্টম এবং ওয়েস্ট ইন্ডিজ নবম স্থানে রয়েছে।

দশম স্থানে রয়েছে আফগানিস্তান যারা এবারে একটি ম্যাচও জিততে পারেনি এখন পর্যন্ত। বিশ্বকাপে পর পর সবচেয়ে বেশি ম্যাচের রেকর্ডের যুগ্ম অধিকারী এখন আফগানিস্তান এবং জিম্বাবোয়ে (সাতটি) এবং আফগানরা তাদের বাকি থাকা দু'টি ম্যাচের একটিতে হারলেই সেই রেকর্ড সম্পূর্ণভাবে তাদের জিম্মায় চলে আসবে। অবশ্য রাঙ্কিং এক থাকলেও আফগানিস্তানের রেটিং ৬২ থেকে কমে ৬০-এ দাঁড়িয়েছে।

English summary
World Cup cricket 2019: Two consecutive losses puts England at No.2; India now No.1 ranked side
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X