For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হ্যাটট্রিক করে শেষে ভারতকে ১১ রানে ম্যাচ জেতালেন মহম্মদ শামি

সাউদাম্পটনের রোজ বোলে আপাতত বৃষ্টির সম্ভবনা নেই। তা বলে রানের বৃষ্টি যে দেখা যাবে না, তেমনটা ভাবা কিন্তু ভুল। কারণ বর্ষাসুর মুখ ফেরালোও, বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনিরা যে গর্জাবেনই।

  • |
Google Oneindia Bengali News

সাউদাম্পটনের মন্থর উইকেটে সমর্থকদের হতাশ করে দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র ২২৪ রানে থমকে গেল ভারতের ইনিংস। এই রান তুলতে ৫০ ওভারে ৮ উইকেট হারাল টিম ইন্ডিয়া। আফগান বোলারদের দাপটের মধ্যে তবু লড়লেন বিরাট কোহলি। ৬৩ বলে ৬৭ রান করলেন ভারত অধিনায়ক। ৬৮ বলে ৫২ রান করেছেন কেদার যাদবও। ব্যর্থ হলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর ৫২ বলে ২৮ রানের টেস্ট সুলভ ইনিংসের সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিশ্বকাপ Live : বিরাটদের ব্যাটিং বিপর্যয়, ৫০ ওভারে টেনেটুনে ২২৪ তুলল ভারত

Newest First Oldest First
11:01 PM, 22 Jun

হ্যাটট্রিক করলেন মহম্মদ শামি। শেষ বলে উইকেট নিয়ে আফগানিস্তানকে অলআউট করে দিলেন ২১৩ রানে। ভারত জিতল ১১ রানে।
10:57 PM, 22 Jun

নবির উইকেট নিয়ে প্রায় জয় নিশ্চিত করে দিলেন শামি। ক্যাচ নিলেন পান্ডিয়া।
10:54 PM, 22 Jun

অনবদ্য ওভার করলেন বুমরা। দিলেন মাত্র ৫ রান। শেষ ৬ বলে চাই ১৬ রান।
10:47 PM, 22 Jun

অনবদ্য বোলিং করলেন মহম্মদ শামি। দিলেন মাত্র ৩ রান। শেষ ১২ বলে আফগানিস্তানকে তুলতে হবে ২১ রান।
10:40 PM, 22 Jun

বুমরার ওভারে ছক্কা হাঁকালেন নবি। আফগানিস্তানের শেষ ১৮ বলে চাই ২৪ রান।
10:35 PM, 22 Jun

চাহাল দিলে ৮ রান। ৪৬ ওভার শেষে আফগানিস্তান ১৯২/৭।
10:33 PM, 22 Jun

৪৬তম ওভারের চতুর্থ বলে রশিদ খানকে স্টাম্পড করলেন ধোনি। বোলার চাহাল। ১৯০ রানে সপ্তম উইকেট হারাল আফগানিস্তান।
10:29 PM, 22 Jun

৪৫তম ওভারের শেষে আফগানিস্তান ১৮৫/৬।
10:24 PM, 22 Jun

৪৪ ওভার শেষে আফগানিস্তান তুলল ৬ উইকেটে ১৭৬ রান।
10:19 PM, 22 Jun

শেষ হল ৪৩তম ওভার। চাহালের ওভার শেষে আফগানিস্তান তুলল ৬ উইকেটে ১৭২ রান।
10:16 PM, 22 Jun

৪২তম ওভারের শেষে আফগানিস্তান ১৬৯/৬।
10:13 PM, 22 Jun

বল হাতে সাফল্য এনে দিলেন হার্দিক পাণ্ডিয়া। ভয়ঙ্কর হয়ে ওঠা নাজিবুল্লাহ জাদরানকে ফেরালেন ২১ রানে।
10:11 PM, 22 Jun

শেষ হল ৪১তম ওভার। মহম্মদ শামি দিলেন ৮ রান। উঠল ১৬৫/৫।
10:05 PM, 22 Jun

শেষ হল ৪০তম ওভার। পান্ডিয়া দিলেন মাত্র ৬ রান। উঠল ১৫৭ রান।
9:59 PM, 22 Jun

শামির ওভারে এল ৮ রান। আফগানিস্তান দলগত দেড়শো রানের গণ্ডী পেরিয়ে গেল। ৩৯ ওভার শেষে উঠল ৫ উইকেটে তুলল ১৫১ রান।
9:54 PM, 22 Jun

কুলদীপ যাদবের ওভারেও এল ৩ রান। ৩৮ ওভারের শেষে আফগানিস্তান ১৪৩/৫।
9:50 PM, 22 Jun

ফের এক অনবদ্য ওভার করলেন মহম্মদ শামি। দিলেন মাত্র ৩ রান। আফগানিস্তান ৩৭ ওভার শেষে ১৪০/৫।
9:48 PM, 22 Jun

৩৬ তম ওভারে কুলদীপ দিলেন ৭ রান। আফগানিস্তান ১৩৭/৫।
9:43 PM, 22 Jun

৩৫তম ওভারের শেষ বলে এল সাফল্য। অসগর আফগানকে ৮ রানে বোল্ড করে ফেরালেন যুজবেন্দ্র চাহাল। ১৩০ রানে ৫ উইকেট খোয়াল আফগানরা।
9:42 PM, 22 Jun

৩৪তম ওভারে হার্দিক পাণ্ডিয়ার বলে এল ৪ রান। আফগানিস্তান ৪ উইকেটে ১২৫ রান তুলল।
9:32 PM, 22 Jun

চাহলের শেষ বলে চার মারলেন নবি। ৩৩ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১২১/৪।
9:30 PM, 22 Jun

লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলকে আক্রমণে আনলেন বিরাট।
9:29 PM, 22 Jun

হার্দিকের ওভারে এল ৬ রান। ৩২ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১১৬/৪। ১০৮ বলে ১০৯ রান করতে হবে নবিদের।
9:24 PM, 22 Jun

নিজের সপ্তম ওভারের প্রথম বলই ওয়াইড করলেন হার্দিক পাণ্ডিয়া।
9:23 PM, 22 Jun

ভারতকে দারুণ লড়াই দিচ্ছে আফগানিস্তান।
9:22 PM, 22 Jun

ম্যাচ জিততে ১১৪ বলে ১১৫ রান করতে হবে আফগানদের।
9:21 PM, 22 Jun

ওভারে এল ৩ রান। ৩১ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১১০/৪।
9:20 PM, 22 Jun

বুমরার দুর্দান্ত বাউন্সার কোনওমতে সামাল দিলেন আফগান ব্যাটসম্যান অজগর আফগান।
9:19 PM, 22 Jun

ক্রিজে দুই নতুন আফগান ব্যাটসম্যান।
9:18 PM, 22 Jun

নিজের সপ্তম ওভার বল করছেন জসপ্রীত বুমরা।
READ MORE

English summary
World Live : Powerful India is facing super energitic Afghanistan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X