For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের জন্য ধোনিই 'ভিলেন'! মাহিকে শুনতে হল এমন কথা

সেমিফাইনালে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ভারত। সেজন্য সরাসরি ধোনিকে দায়ী করলেন তারকা ক্রিকেটার।

  • |
Google Oneindia Bengali News

সেমিফাইনালে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ভারত। সেজন্য সরাসরি ধোনিকে দায়ী করলেন তারকা ক্রিকেটার।

ধোনির রান আউট! বিশ্বকাপের স্বপ্ন শেষ ভারতের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৪০ রান তাড়া করতে নেমে একসময় ৫ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল। পন্থ-হার্দিকের ব্যাটে সেখান থেকেই এরপর সম্মানজনক পরিস্থিতিতে ঘুরে দাঁড়ায় ভারত । পরে জাদেজার ৭৭ ও ধোনির ৫০ রান ভারতকে বিশ্বকাপ ফাইনালের টিকিট পাওয়ার স্বপ্ন দেখায়। শেষ ১০ বলে ভারতের প্রয়োজন ছিল ২৫ রান। সেখানেই মার্টিন গাপটিলের অনবদ্য থ্রোয়ে রান আউট ধোনি! ওখানেই ভারতীয় দলের হাতে বিশ্বকাপ দেখার স্বপ্ন শেষ আপামর ভারতবাসীর!

কার চোখে ধোনি আজ ভিলেন?

কার চোখে ধোনি আজ ভিলেন?

ম্যাচ দেখে ধোনির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা তথা প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং(দেশের হয়ে ১টি টেস্ট ও ৬টি ওয়ান ডে খেলেছেন) ভারতের ম্যাচ হারের জন্য ধোনিকে দায়ী করেছেন।

কেন ধোনিকে ভিলেন বলছেন তারকা ক্রিকেটারের বাবা?

কেন ধোনিকে ভিলেন বলছেন তারকা ক্রিকেটারের বাবা?

যোগরাজের যুক্তি, ধোনির রণরীতিতে ভুল ছিল। নিজের বক্তব্যের সপক্ষে তিনি বলেন, 'ধোনি নিজে সিনিয়র ক্রিকেটার হয়ে অন্যদের কাঁধে দায়িত্ব ঠেলে দিয়েছেন। জাদেজা যখন ৭৭ রানে ব্য়াটিং করছেন, তখন তাঁকে শট নিতে বলছেন! এর আগে হার্দিককে স্পিনারদের বিরুদ্ধে মারতে বলছেন!অন্যের ঘাড়ে দায়িত্ব না দিয়ে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে ধোনির আরও আগে থেকে শট খেলার প্রয়োজন ছিল।'

সমালোচনায় যোগরাজ আরও জুড়েছেন, ' চাপের মুহূর্তে যুবরাজ কি কখনও অন্য সতীর্থদের শট নিতে বলত। চাপে পড়লে নিজের ঘাড়ে দায়িত্ব নিয়ে শট খেলত! সেমিফাইনালে সেটা করতে ব্যর্থ হয়েছেন ধোনি।'

English summary
World Cup semifinal: Yuvraj Singh’s father yograj singh blames MS Dhoni, for India's lose agaisnt NZ
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X