For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ডের বিরুদ্ধেও নির্বিষ দক্ষিণ আফ্রিকার ব্যাটিং, ২৪১ তুলল প্রোটিয়ারা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের মরণ-বাঁচন ম্যাচেও দক্ষিণ আফ্রিকার ব্যাটিংকে নির্বিষই দেখাল। দুর্ধর্ষ কিউই-দের বিরুদ্ধে মাত্র ২৪১ রান তুলতেই সক্ষম হল প্রোটিয়ারা।

  • |
Google Oneindia Bengali News

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের মরণ-বাঁচন ম্যাচেও দক্ষিণ আফ্রিকার ব্যাটিংকে নির্বিষই দেখাল। দুর্ধর্ষ কিউই-দের বিরুদ্ধে মাত্র ২৪১ রান তুলতেই সক্ষম হল প্রোটিয়ারা। বোলাররা ঘুরে না দাঁড়ালে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে দক্ষিণ আফ্রিকার বিদায় অবশ্যম্ভাবী বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

নিউজিল্যান্ডের বিরুদ্ধেও নির্বিষ দক্ষিণ আফ্রিকার ব্যাটিং, ২৪১ তুলল প্রোটিয়ারা

মঙ্গলবার রাত ও বুধবার ভোরে এজবাস্টন জুড়ে চলা লাগাতার বৃষ্টি সকালে ধরে গেলেও মাঠ শুকোতে কিছুটা সময় নেন গ্রাউন্ড স্টাফরা। ফলে খেলা শুরু হয়ে নির্ধারিত সময়ের কিছু পরে। ম্যাচ রেফারি ও আম্পায়াররা জানান ৫০-র পরিবর্তে ম্যাচ হবে ৪৯ ওভারের।

মেঘাচ্ছন্ন এজবাস্টনে টসে জিতে প্রোটিয়াদের ব্যাট করার জন্য আমন্ত্রণ করেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। পরিবেশ ও পিচের পরিস্থিতির সম্পূর্ণ ফায়দা তুলে দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কককে (৫) শুরুতেই বোল্ড করেন ট্রেন্ট বোল্ট। অন্য ওপেনার হাসিম আমলার সঙ্গে ফাফ ডুপ্লেসি জুটি বাঁধার চেষ্টা করলেও ব্যক্তিগত ২৩ এবং দলের ৫৯ রানের মাথায় আউট হন প্রোটিয়া অধিনায়ক। এরপর এইডেন মার্করামের সঙ্গে পার্টনারশিপে দক্ষিণ আফ্রিকার টোটালে ৫২ রান যোগ করেন অভিজ্ঞ আমলা। আমলা (৫৫) এবং মার্করাম (৩৮) ফিরে যাওয়ার পর কিউই বোলারদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান ভ্যান ডার ডুসেন (৬৭) ও ডেভিড মিলার (৩৬)।

নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার লোকি ফার্গুসন নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, কলিন ডে গ্রান্ডহোম ও মিচেল সান্টনের।

English summary
World Cup : South Africa fails to impress it's fans against New Zealand also.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X