For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়েলিংটন টেস্টে হারের পর ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন বিশ্বকাপ জয়ী কপিল দেবের

ওয়েলিংটন টেস্টে হারের পর ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন বিশ্বকাপ জয়ী কপিল দেবের

  • |
Google Oneindia Bengali News

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ১০ উইকেটে হেরেছে ভারত। ক্রাইস্টচার্টে দ্বিতীয় টেস্ট জিততে না পারলে সিরিজ হাতছাড়া হবে ভারতের। এমনই এক সন্ধিক্ষণে এই শোচনীয় হারের জন্য ভারতের দল নির্বাচনকে দায়ী করলেন লেজেন্ড তথা দেশের ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেব।

সুঠাম শরীর

সুঠাম শরীর

জেসন শাহ ৬ ফুট লম্বা, ব্রিটিশ মডেল। একেবারে যেন খোদাই করা নির্মেদ শরীর অবশ্যই মহিলাদের আকৃষ্ট করার জন্য যথেষ্ট।

নিউজিল্যান্ডের প্রশংসা

নিউজিল্যান্ডের প্রশংসা

দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর নিউজিল্যান্ড যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তার প্রশংসা করেছেন কপিল দেব। টি-টোয়েন্টির বদলা হিসেবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করেছে কিউয়ি-রা। এরপর ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্ট জিতে ভারতের সামনে নিউজিল্যান্ড বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বলেও মনে করেন কপিল দেব।

ফিটনেস ফ্রিক

ফিটনেস ফ্রিক

ফিটনেস নিয়ে পাগল জেসন। জিম করতে প্রচন্ড পছন্দ করেন জেসন। রাহুল দেব এবং গৌরব চোপড়াকে জোর প্রতিযোগীতা দিতে চলেছেন জেসন।

ব্যাটিং বিপর্যয়

ব্যাটিং বিপর্যয়

ওয়েলিংটনে টেস্ট হারের জন্য ভারতের ব্যাটিং বিপর্যয়কে দায়ী করেছেন কিংবদন্তি কপিল দেব। তাঁর সাফ কথা, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানের মতো তারকা ক্রিকেটাররা কোনও টেস্টের দুই ইনিংস মিলিয়ে ২০০ রান করতে না পারলে, সেই ম্যাচ জেতা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। ক্রাইস্টচার্চে ভারতীয় ব্যাটসম্যানদের আলাদা পরিকল্পনা করে মাঠে নামা উচিত বলে মনে করেন কপিল দেব।

অন্তর্বাসে ঘোরাফেরা নয়

অন্তর্বাসে ঘোরাফেরা নয়

জেসন জানিয়েছেন, বিগ বস নির্মাতার তরফে বেশ কয়েকটি গাইডলাইন দেওয়া হয়েছে তাঁকে। যার মধ্যে অন্যতম হল বিগ বসের বাড়ির ভিতর অন্তর্বাস পরে ঘুরে বেড়াতে পারবেন না তিনি।

দল নির্বাচন

দল নির্বাচন

চোটের কারণে রোহিত শর্মা খেলতে না পারায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তরুণ পৃথ্বী শ-কে ওপেনার হিসেবে ভারতীয় দলে নেওয়া হয়। পৃথ্বী দুর্দান্ত জানিয়েও এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। তাঁর মতে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টি-টোয়েন্টিতে সিরিজ সেরা ও ওয়ান ডে-তে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক হওয়া কেএল রাহুলকে টেস্টে সুযোগ দেওয়া উচিত ছিল।

বিগ বস-এর শর্ত

বিগ বস-এর শর্ত

আসলে অনুষ্ঠানের নির্মাতাদের তরফে জেসনের কাছ থেকে তার মডেলিং-এর কয়েকটি ছবি চাওয়া হয়েছিল। যে ছবিগুলি জেসন দিয়েছিলেন তার অধিকাংশই 'ব্রিফ' পরে নয় পুরোপুরি নগ্ন ছবি।

পরিবর্তন পছন্দ নয়

পরিবর্তন পছন্দ নয়

ভারতীয় লেজেন্ড কপিল দেবের মতে, বারবার পরিবর্তন দলের ভারসাম্য নষ্ট করে। টি-টোয়েন্টি ও ওয়ান ডে-তে খেলা দল ভেঙে টেস্টে ফর্ম্যাট নির্দিষ্ট ক্রিকেটার খেলানোর পক্ষপাতি তিনি নন বলেও জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি। ফর্ম অনুযায়ী ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন কপিল।

অভিনয় প্রশিক্ষণ

অভিনয় প্রশিক্ষণ

জেসন ২০১০ সালে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি থেকে।

ক্যাটরিনার সঙ্গে যোগ

ক্যাটরিনার সঙ্গে যোগ

সম্প্রতি ক্যাটরিনা ও আদিত্য রায় কাপুর অভিনীত ফিতুর ছবিতে একটি ছোট দৃশ্যে দেখা গিয়েছিল জেসনকে।

নগ্ন ফটোশুট

নগ্ন ফটোশুট

জেসন একাধিক ফটোশুট করেছেন যেখানে তাঁর শরীরে একটা সুতো পর্যন্ত নেই। সত্যি কথা বললে জেসনের ইনস্তাগ্রাম অ্যাকাউন্ট দেখলে জামাকাপড় পরা ছবিই বরং কম দেখতে পাবেন।

English summary
World cup winning captain Kapil Dev is not happy on Team India's test team selections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X