For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাগ্য সহায় সিমন্সের, ১৯৩ রান তাড়া করে ৭ উইকেটে দুরন্ত জয়, ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

Google Oneindia Bengali News

মুম্বই, ৩১ মার্চ : ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ বিশ্ব টি২০ সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে ভারত। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোমহর্ষক জয় পেয়ে বেশ খানিকটা পজিটিভ মনোবল নিয়েই মাঠে নামছে ভারত। অন্যদিকে পিছিয়ে নেই ওয়েস্ট ইন্ডিজও।

ভারতের লক্ষ্য হবে প্রথমেই ক্রিস গেইলকে আউট করা। তবে এদিন চোটের জন্য যুবরাজ সিং খেলছেন না। ফলে একটা বড় ধাক্কা রয়েছে ভারতের। তার জায়গায় খেলবেন মণীশ পাণ্ডে। এছাড়াও আজ শিখর ধাওয়ানের বদলে খেলছেন আজিঙ্কা রাহানে। এখন দেখার ওয়েস্ট ইন্ডিজকে নাস্তানাবুদ করে ফাইনালে ভারত পৌঁছতে পারে কি না।

ভাগ্য সহায় সিমন্সের, ১৯৩ রান তাড়া করে ৭ উইকেটে দুরন্ত জয়, ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

ম্যাচের লাইভ আপডেট দেখুন এখানে

১০ টা ৩৩ মিনিট : ১৯.৪ ওভারে ১৯৬/৩। ফাইনালে পৌঁছল ওয়েস্ট ইন্ডিজ।

১০ টা ৩০ মিনিট : ১৯ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিস ১৮৫/৩। ৬ বলে জয়ের জন্য প্রয়োজন ৮ রান। বল করতে এলেন বিরাট কোহলি।

১০ টা ২৫ মিনিট : ১৮ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজ ১৭৩/৩। ১২ বলে জয়ের জন্য প্রয়োজন ২০ রান।

১০ টা ১৯ মিনিট : ১৭ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজ ১৬১/৩। ১৮ বলে জয়ের জন্য প্রয়োজন ৩২ রান।

১০ টা ১৩ মিনিট : ১৬ ওভারের শেষে ১৫১/৩ ওয়েস্ট ইন্ডিজ। ২৪ বলে জয়ের জন্য প্রয়োজন ৪২ রান।

১০ টা ৬ মিনিট : ১৪.৫ ওভারে হার্দিক পাণ্ডিয়ার বলে আশ্বিনের হাতে ক্যাচ দিয়েও নোবলের জোরে দ্বিতীয় লাইফলাইন পেলেন সিমন্স। ফ্রিহিটে হাঁকালেন ছক্কা। ১৫ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজ ১৩৮/৩। জয়ের জন্য প্রয়োজন ৩০ বলে ৫৫ রান।

১০ টা ৩ মিনিট : ওয়েস্ট ইন্‍িডজের জয়ের জন্য প্রয়োজন ৩৩ বলে ৬৩ রান।

১০ টা ১ মিনিট : ১৪ ওভারের শেষে ১২০/৩ ওয়েস্ট ইন্ডিজ। ১৪ ওভারের শেষে ভারত ছিল ১২০/১।

৯ টা ৫৯ মিনিট : ১৩.১ ওভারে বিরাট কোহলির প্রথম বলেই রোহিতের হাতে ক্যাচ দিয়ে আউট চার্লস। ৩৬ বলে ৫২ রান করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজস ১১৬/৩।

৯ টা ৫৫ মিনিট : ১৩ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজ ১১ । ওয়েস্ট ইন্ডিজের জেতার জন্য প্রয়োজন ৪২ বলে ৭৭ রান।

৯ টা ৫২ মিনিট : ১২ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজ ১০৪/২। ১২ ওভারের শেষে ভারত ৯৮/১।

৯টা ৫০ মিনিট : ১১.১ ওভারে চার মেরে অর্ধশতরান চার্লসের। ৩০ বলে ৫০ করলেন তিনি।

৯ টা ৪৮ মিনিট : ১১ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজ ৯৭/২। ১১ ওভারের শেষে ভারত ছিল ৯১/১।

৯টা ৪৩ মিনিট : ১০ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজ ৮৪/২। ১০ ওভারের শেষে ভারত ছিল ৮৬/১।

৯ টা ৩৮ মিনিট : ৯ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজ ৭২/২। ৯ ওভারের শেষে ভারক ৭৬/১।

৯ টা ৩৪ মিনিট : ৮ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজ ৫৯/২। ৮ ওভারের শেষে ভারত ছিল ৬৬/১।

৯ টা ২৭ মিনিট : ৬.৫ বলে আশ্বিনের বলে সিমন্সের শটে দুরন্ত ক্যাচ নিলেন বুমরা। তবে বলটি নো বল হওয়ায় আউট হলেন না সিমনস উল্টে ফ্রি হিট ওয়েস্ট ইন্ডিজের। ৭ ওভারের শেষে ৫১/২ ওয়েস্ট ইন্ডিজ। বল করতে এলেন হার্দিক পাণ্ডিয়া।

৯ টা ২৪ মিনিট : ৬ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজ ৪৪/২। ৬ ওভারের শেষে ভারত ছিল ৫৫/০। বল করতে এলেন আশ্বিন।

৯টা ২২ মিনিট : ৫ ওভারের শেষে ৩৩/২ ওয়েস্ট ইন্ডিজ । ৫ ওভারের শেষে ভারত ছিল ৩৫/০। বল করতে এলেন রবীন্দ্র জাদেজা।

৯ টা ১৬ মিনিট : ৪ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজ ২৮/২।

৯টা ১১ মিনিট : ২.৫ ওভারে আশিস নেহরার বলে রাহানের হাতে সহজ ক্যাচ দিয়ে আউট স্যামুয়েল। ৩ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজ ১৯/২।

৯টা ৭ মিনিট : ২ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজ ১৪/১।

৯ টা ১ মিনিট : ১ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজ ৬/০। বল করতে এলেন বুমরা। প্রথম বলেই গেইলকে বোল্ড করলেন বুমরা। ওয়েস্ট ইন্ডিজ ৬/১। গেইল ৫ রানেই আউট।

৮ টা ৫৪ মিনিট: ১৯৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামলেন ক্রিস গেইল এবং জনসন চার্লস । বল করতে এলেন আশিস নেহরা।

৮টা ৩৬ মিনিট : ২০ ওভারের শেষে ভারত ১৯২/২। বিরাট কোহলি ৪৭ বলে ৮৯ রানে অপরাজিত।

৮ টা ৩০ মিনিট : ১৯ ওভারের শেষে ভারত ১৮০/২।

৮টা ২৫ মিনিট : ১৮ ওভারের শেষে ভারত ১৬১/২।

৮ টা ২০ মিনিট : ১৬.৫ ওভারে অর্ধশতরান বিরাট কোহলির। মাত্র ৩৩ বলে ৫০ রান করে খেলছেন বিরাট। ১৭ ওভারের শেষে ভারত ১৫০/২।

৮ টা ১৫ মিনিট : ১৬ ওভারের শেষে ভারত ১৩৪/২।

৮ টা ১১ মিনিট : ১৫.৩ ওভারে আন্দ্রে রাসেলের বসে ছয় মারতে গিয়ে ব্রাভোর হাতে ধরা পড়লেন রাহানে। ৩৫ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন রাহানে। ব্যাট করতে এলেন ধোনি।

৮ টা ৮ মিনিট : ১৫ ওভারের শেষে ভারত ১২৭/১। রাহানে ৩৪ বলে ৪০ রান, কোহলি ২৮ বলে ৪০ রান খেলছেন।

৮ টা ৩ মিনিট : ১৪ ওভারের শেষে ভারত ১২০/১।

৭ টা ৫৯ মিনিট : ১৩ ওভারের শেষে ভারত ১০৯/১।

৭ টা ৫৫ মিনিট : ১২.২ ওভারে ১০০ রানের গণ্ডি পেরল ভারত। খেলছেন কোহলি ও রাহানে।

৭ টা ৫৩ মিনিট : ১২ ওভারের শেষে ভারত ৯৮/১।

৭ টা ৫০ মিনিট : ১১ ওভারের শেষে ভারত ৯১/১।

৭ টা ৪৫ মিনিট : ১০ ওভারের শেষে ভারত ৮৬/১।

৭ টা ৪১ মিনিট : ৯ ওভারের শেষে ভারক ৭৬/১। বিরাট কোহলিকে দুবার রান আউটের সুযোগ খোয়ালো ওয়েস্ট ইন্ডিজ।

৭ টা ৩৫ মিনিট : ৮ ওভারের শেষে ভারত ৬৬/১।

৭টা ৩২ মিনিট : ৭.২ ওভারে বদরীর বলে এলবিডব্লু রোহিত শর্মা। ৩১ বলে ৪৩ রান করেন তিনি। ভারত ৬২/১। ব্যাট করতে এলেন বিরাট কোহলি।

৭ টা ৩১ মিনিট : ৭ ওভারের শেষে ভারত ৬২/০।

৭ টা ২৬ মিনিট : ৬ ওভারের শেষে ভারত ৫৫/০।

৭টা ২০ মিনিট : ৫ ওভারের শেষে ভারত ৩৫/০।

৭টা ১৬ মিনিট : ৪ ওভারের শেষে ভারত ২৬/০।

৭টা ১২ মিনিট : ৩ ওভারের শেষে ভারত ১৫/০।

৭ টা ৯ মিনিট : ২.১ ওভারে ব্রেথওয়েটের বলে ইনিংসের প্রথম ছক্কা হাঁকালেম রোহিত শর্মা।

৭টা ৮ মিনিট : ২ ওভারের শেষে ভারত ৬/০।

৭ টা ৫ মিনিট : ১ ওভারের শেষে ভারত ২/০।

৭ টা : ভারতের হয়ে ব্যাট করতে নামলেন রোহিত শর্মা এবং আজিঙ্কা রাহানে। ও.েস্ট ইন্ডিজের হয়ে বল করতে এলেন আন্দ্রে রাসেল।

৬ টা ৩০ মিনিট : টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারন সামির।

English summary
Wt20 : West Indies invite India to bat 1st in Mumbai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X