For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

#WT20 : দিল্লিতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড-নিউ জিল্যান্ড

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৩০ মার্চ : টি২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে এদিন মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড। এই টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল কিউয়িদের। তবে প্রথম ম্যাচ থেকেই চমক দিয়ে চলেছে ইংল্যান্ড দল। ফলে দিল্লির ফিরোজ শাহ কোটলায় প্রথম সেমিফাইনাল আকর্ষকই হতে চলেছে বলে মত বিশেষজ্ঞদের।

খাতায় কলমে এই ম্যাচে খানিক এগিয়ে থেকেই শুরু করবে নিউ জিল্যান্ড। এই টুর্নামেন্টে একটিও ম্যাচ না হেরে সেমিফাইনালে উঠেছে কেন উইলিয়ামসনরা। এর পাশাপাশি অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তানের মতো হেভিওয়েট দলকে হারানোর আত্মবিশ্বাস রয়েছে তাঁদের। ফলে গতবছর একদিনের ম্যাচে ফাইনাল খেলে আসা কিউয়িরাই এগিয়ে রয়েছেন।

#WT20 : প্রথম সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড-নিউ জিল্যান্ড

অন্যদিকে ২০১০ সালে টি২০ বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা রয়েছে ইংল্যান্ডের। এছাড়া ইয়ন মর্গ্যানের নেতৃত্বে গোটা দল ঐক্যবদ্ধভাবে লড়াই করছে। জো রুট ছাড়াও জেসন রয়, জোস বাটলারের মতো ব্যাটসম্যানরা ফর্মে রয়েছেন। ফলে দক্ষিণ আফ্রিকার ২২৯ রান তাড়া করে জেতার মতো অবস্থা হলেও ইংল্যান্ড তা করে দেখানোর ক্ষমতা রাখে।

নিউজিল্যান্ডের সুবিধা হল, তাদের স্পিন আক্রমণ। মিচেল স্যান্টনার, ইশ সোধি, ন্যাথন ম্যাকালামের ত্রয়ী স্পিন আক্রমণ সামলানোই বিপক্ষের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এছাড়া কেন উইলিয়ামসন, মার্টিন গাপ্টিল, রস টেলর, কোরি অ্যান্ডারসনকে নিয়ে গড়া ব্যাটিং লাইন আপও অন্যতম সেরা।

ইংল্যান্ডের পক্ষে সুখের খবর, নিউ জিল্যান্ডের ব্যাটিং লাইন আপ শক্তিশালী হলেও টুর্নামেন্টে মাত্র একবারই তা ১৫০ রানের গণ্ডী টপকেটে। তা আবার পাকিস্তান ম্যাচে। ফলে শুরুতেই কিউয়িদের কয়েকটি উইকেট ফেলে দিতে পারলে বাড়তি সুযোগ চলে আসবে ইংল্যান্ড দলের কাছে। এই পরিস্থিতিতে কোটলার লো বাউন্স উইকেটে কোন দল বাজিমাত করে, সেটাই দেখার অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব।

English summary
World T20 Semi-final 1: New Zealand Vs England in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X