For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

#WorldT20 : ক্রিস গেইলের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মোহালি, ২৮ মার্চ : মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশকে রুদ্ধশ্বাস জয় এনে দিয়ে ফের একবার সকলের মন জয় করে নিয়েছেন বিরাট কোহলি। [টি২০ বিশ্বকাপ ২০১৬-র সম্পূর্ণ সূচী ও জরুরি তথ্য]

নক আউট ম্যাচে ছিটকে গেলেই টুর্নামেন্ট থেকে বিদায়, এই অবস্থায় নার্ভ ধরে রেখে সমস্ত চাপ শুষে নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলকে উতরে দিয়েছেন কোহলি। কেন তিনি এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান তা এদিন ফের একবার প্রমাণ করে দিয়েছেন তিনি।

রবিবারের অঘোষিত কোয়ার্টার ফাইনালে প্রথমে যুবরাজ সিং ও পরে মহেন্দ্র ধোনির সঙ্গে পার্টনারশিপ গড়ে ৮২ রানে অপরাজিত থেকে ভারতে জিতিয়ে মাঠ ছেড়েছেন কোহলি। যা দেখে ধন্য ধন্য পড়ে গিয়েছে চারিদিকে।

একইসঙ্গে নয়া বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন তিনি। তাও আবার ক্রিকেট বিশ্বের সবচেয়ে ভয়ানক ব্যাটসম্যান তথা আইপিএলে তাঁর সতীর্থ ক্রিস গেইলকে টপকে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে সবচেয়ে দ্রুততম হিসাবে ১৫০০ রানের গণ্ডী টপকেছেন বিরাট। এই বিশ্বকাপেই সেই রেকর্ড করেছিলেন ক্রিস গেইল। তবে কয়েকদিনের মধ্যেই তা ভেঙে দিলেন কোহলি।

গেইল ৪৫টি টি২০ ইনিংস খেলে ১৫০৬ রান করেছেন। অন্যদিকে কোহলি মাত্র ৩৯টি টি২০ ইনিংসেই এই কৃতিত্ব অর্জন করেছেন। আপাতত তিনি রয়েছেন ১৫৫২ রানে। ব্যাটিং গড় ৫৫.৪২, যা বিশ্বের আর কোনও ক্রিকেটারের নেই।

প্রসঙ্গত, আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসাবে মাত্র ২৭টি ইনিংসেই হাজার রান করার কৃতিত্বও রয়েছে বিরাটের দখলে। ২০১৫ সালের ২ অক্টোবর ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই মাইলস্টোন স্পর্শ করেন তিনি।

একনজরে দেখে নিন, আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করার তালিকায় কে কোথায় রয়েছেন।

ব্রেন্ডন ম্যাকালাম, নিউ জিল্যান্ড

ব্রেন্ডন ম্যাকালাম, নিউ জিল্যান্ড

৭০টি ইনিংসে ২১৪০ রান। গড় ৩৫.৬৭। সর্বোচ্চ ১২৩ রান।

তিলকরত্নে দিলশান, শ্রীলঙ্কা

তিলকরত্নে দিলশান, শ্রীলঙ্কা

৭৬টি ইনিংসে ১৮৪৮ রান। গড় ২৮.৮৮। সর্বোচ্চ ১০৪ রান।

মার্টিন গাপ্টিল, নিউ জিল্যান্ড

মার্টিন গাপ্টিল, নিউ জিল্যান্ড

৫৮টি ইনিংসে ১৭৯১ রান। গড় ৩৫.১২। সর্বোচ্চ ১০১ রান।

উমর আকমল, পাকিস্তান

উমর আকমল, পাকিস্তান

৭৬টি ইনিংসে ১৬৮৯ রান। গড় ২৬.৮১। সর্বোচ্চ ৯৪ রান।

জেপি ডুমিনি, দক্ষিণ আফ্রিকা

জেপি ডুমিনি, দক্ষিণ আফ্রিকা

৬৪টি ইনিংসে ১৬৫৪ রান। গড় ৩৮.৪৭। সর্বোচ্চ ৯৬ রান।

ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়া

ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়া

৬১টি ইনিংসে ১৬৩৩ রান। গড় ২৮.১৬। সর্বোচ্চ ৯০ রান।

মহম্মদ হাফিজ, পাকিস্তান

মহম্মদ হাফিজ, পাকিস্তান

৭৫টি ইনিংসে ১৬১৪ রান। গড় ২২.৭৩। সর্বোচ্চ ৮৬ রান।

বিরাট কোহলি, ভারত

বিরাট কোহলি, ভারত

৩৯টি ইনিংসে ১৫৫২ রান। গড় ৫৫.৪৬। সর্বোচ্চ ৯০ রান।

ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজ

ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজ

৪৫টি ইনিংসে ১৫০৬ রান। গড় ৩৬.৮৩। সর্বোচ্চ ১১৭ রান।

মাহেলা জয়বর্ধনে, শ্রীলঙ্কা

মাহেলা জয়বর্ধনে, শ্রীলঙ্কা

৫৫টি ইনিংসে ১৪৯৩ রান। গড় ৩১.৭৭। সর্বোচ্চ ১০০ রান।

English summary
World T20: Virat Kohli breaks Chris Gayle's record in Mohali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X