For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: সেরা দশ উইকেটশিকারীর তালিকায় ভারতের কত জন রয়েছে, দেখে নিন

একনজরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসরে সেরা দশ বোলার কারা, দেখে নিন

  • |
Google Oneindia Bengali News

ক্যারিবিয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করেছিল ভারত। সেই সিরিজ দুই ম্যাচের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্ট খেলেছে কোহলিরা। সব মিলিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট পাঁচ ম্যাচ খেলে ৫টিতে জিতে ২৪০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে এখন ভারত। আর এই পাঁচ ম্যাচ খেলে শামির ঝুলিতে এখন ২২ উইকেট।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: সেরা দশ উইকেটশিকারীর তালিকায় ভারতের কত জন রয়েছে, দেখে নিন

একনজরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সেরা দশ বোলার
১) প্যাট কামিন্স(অস্ট্রেলিয়া)- ৫ ম্যাচে সংগ্রহ ২৯ উইকেট
২) স্টুয়ার্ট ব্রড(ইংল্যান্ড)- ৫ ম্যাচে সংগ্রহ ২৩ উইকেট
৩) মহম্মদ শামি( ভারত)- ৫ ম্যাচে সংগ্রহ ২২ উইকেট
৪) জোফরা আর্চার(ইংল্যান্ড) -৪ টেস্টে সংগ্রহ ২২ উইকেট
৫) জোস হ্যাজেলউড (অস্ট্রেলিয়া) - ৪ টেস্টে সংগ্রহ ২০ উইকেট
৬) ন্যাথান লিয়ন (অস্ট্রেলিয়া) ৫ উইকেটে ২০ উইকেট
৭) রবীন্দ্র জাদেজা (ভারত)- ৫ উইকেটে সংগ্রহ ১৯ উইকেট
৮) রবিচন্দ্রন অশ্বিন(ভারত)- ৩টেস্টে ১৫ উইকেট
৯) জসপ্রীত বুমরাহ ( ভারত) - ২ টেস্টে ১৩ উইকেট
১০) ইশান্ত শর্মা ( ভারত) -চার টেস্টে ১৩ উইকেট

প্রসঙ্গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দশ উইকেটশিকারীর তালিকার মধ্যে ভারতের থেকে রয়েছে পাঁচজন। তালিকায় শামি-ইশান্ত-বুমরাহের পাশাপাশি রয়েছেন অশ্বিন-জাদেজা।

English summary
world test championship: TOP 10 wicket taker in the tournament
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X