For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোলাপি বলের টেস্টে ঋদ্ধিমানের সেঞ্চুরি, বিস্তারিত জানতে পড়ুন

ইডেন গার্ডেন্সে দেশের প্রথম গোলাপি বলের টেস্ট ঘিরে যখন উদ্বেল কলকাতা, ঠিক তখনই ঘরের ছেলে ঋদ্ধিমান সাহার ঝুলিতে যুক্ত হল নতুন পালক। শতকে পড়লেন বাংলার উইকেটরক্ষক।

  • |
Google Oneindia Bengali News

ইডেন গার্ডেন্সে দেশের প্রথম গোলাপি বলের টেস্ট ঘিরে যখন উদ্বেল কলকাতা, ঠিক তখনই ঘরের ছেলে ঋদ্ধিমান সাহার ঝুলিতে যুক্ত হল নতুন পালক। শতকে পড়লেন বাংলার উইকেটরক্ষক। তবে ব্যাট হাতে নয় দস্তানা হাতে এই নজির গড়লেন ঋদ্ধিমান সাহা।

ঋদ্ধির ১০০

ঋদ্ধির ১০০

ইডেন গার্ডেন্সে গোলাপি বলের টেস্টে ভারতীয় ফাস্ট বোলার উমেশ যাদবের বলে বাংলাদেশের ওপেনার শাদমান ইসলামের ক্যাচ ধরেন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে ১০০ জন ব্যাটসম্যানকে আউট (৮৯টি ক্যাচ ও ১১টি স্ট্যাম্প) করলেন ঋদ্ধি

ভারতীয়দের পঞ্চম

ভারতীয়দের পঞ্চম

পঞ্চম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে ৩৭টি টেস্টে ১০০ জন ব্যাটসম্যানকে আউট করলেন ভারতের ঋদ্ধিমান সাহা। একই সঙ্গে দেশে এলিট ক্লাবেও ঢুকে পড়লেন বাংলার উইকেটরক্ষক। চোট সারিয়ে ভারতীয় দলে ফিরে তিনি যেন আরও বেশি বিপজ্জনক হয়ে উঠেছেন।

তালিকার শীর্ষে

তালিকার শীর্ষে

এই তালিকার শীর্ষে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি। ৯০টি টেস্টে ২৯৪ জন ব্যাটসম্যানকে আউট (২৫৬টি ক্য়াচ ও ৩৮টি স্ট্যাম্প) করেন তিনি।

তালিকায় আর কার

তালিকায় আর কার

এই তালিকায় ঋদ্ধিমান সাহার ঠিক ওপরে রয়েছেন নয়ন মোঙ্গিয়া (১০৭ উইকেট)। তাঁর ওপরে রয়েছেন যথাক্রমে কিরণ মোরে (১৩০ উইকেট) ও সৈয়দ কিরমানি (১৯৮ উইকেট)।

 সুপারম্যান ঋদ্ধি

সুপারম্যান ঋদ্ধি

বাংলাদেশের বিরুদ্ধে ইডেন টেস্টে নিজের ডান দিকে ঝাঁপিয়ে মহম্মদুল্লার দুর্দান্ত ক্যাচ ধরেন 'সুপারম্যান' ঋদ্ধিমান সাহা। উল্লেখ্য ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজেও বেশ কয়েকটি দুর্দান্ত ক্যাচ নেন ঋদ্ধি। সবমিলিয়ে টেস্টে ১০১ জন ব্যাটসম্যানকে আউট করলেন ভারতীয় উইকেটরক্ষক।

English summary
Wriddhiman Saha's 100 wickets in Test as fifth Indian
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X