For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্যানচেস্টারে হবে ঋদ্ধিমানের অস্ত্রোপচার, জানাল বোর্ড

চলতি মাসের শেষের দিকে বা অগস্টের প্রথম দিকে হবে ঋদ্ধিমান সাহার হাতের অস্ত্রোপচার। অস্ত্রোপচার হবে ম্যানচেস্টারে। ডাক্তার লেনার্ড ফাঙ্কোর তত্বাবধানে হবে এই অস্ত্রোপচার।

Google Oneindia Bengali News

চলতি মাসের শেষের দিকে বা অগস্টের প্রথম দিকে হবে ঋদ্ধিমান সাহার হাতের অস্ত্রোপচার। অস্ত্রোপচার হবে ম্যানচেস্টারে। ডাক্তার লেনার্ড ফাঙ্কোর তত্বাবধানে হবে এই অস্ত্রোপচার। শনিবার বিসিসিআইয়ের ওয়েবসাইটে দেওয়া হল এই তথ্য। এই চোটের কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে থাকতে পারেননি বাংলার ঋদ্ধিমান।

ম্যানচেস্টারে হবে ঋদ্ধিমানের অস্ত্রোপচার, জানাল বোর্ড

ঋদ্ধির অসুস্থতা আরও বড় আকার নেওয়ার জন্য আঙুল উঠছে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-এর প্রধান ফিজিও আশিস কৌশিকের দিকে। নাম প্রাকাশে অনিচ্ছুক এক বিসিসিআই আধিকারিক তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তাঁর উপর।

প্রথমে জানা যায়, বুড়ো আঙুল ভেঙেছে ঋদ্ধিমানর। কিন্তু তার পরই জানা যায় আঙুল ভাঙেনি, চোট লেগেছে ঋদ্ধির হাতে। আর এখানেই প্রশ্ন উঠছে এনসিএ-এর ভূমিকা নিয়ে। কী ভাবে চোট নির্নয় ভুল করল এনসিএ।

বিসিসিআই-এর পক্ষ থেকে দেওয়া ঋদ্ধির চোটের টাইম লাইনে বলা হয়েছে ২৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার সফরে পর তাঁকে বলা হয় তাঁর বাঁ পায়ের প্রক্সিমাল হ্যামস্ট্রিং টেন্ডিনোপ্যাথি হয়েছে। এরই সঙ্গে ব্যাথা ছিল তাঁর ডান পায়েও। ফেব্রুয়ারিতে এমআরআই লাব্রায় টিয়ার ধরা পড়ে। এর পর স্পোর্চস ফিজিশিয়ান শ্রীকান্ত নারায়নস্বামির কথা মতো আল্ট্রাসাউন্ড ইঞ্জেকশন দেওয়া হয়।

বিসিসিআইয়ের পক্ষ থেকে জানান হয়েছে এই চিকিৎসায় সুস্থ হয়ে উঠছিলেন ঋদ্ধিমান। এর পর এনসিএ-তে রিহ্যাব চলে তাঁর। ১৯ মার্চ পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ায় ছেড়ে দেওয়া হয় তাঁকে। কিন্তু আইপিএলে খেলার মাঝেই ৭ মে ফের জয়েন্টে সমস্যা শুরু হয় ঋদ্ধিমানের। এর পর দিল্লি দেখিয়ে, সেই ডাক্তারের পরামর্শ মতো ফের ঋদ্ধিকে দেওয়া হয় আলট্রাসাউন্ড ইঞ্জেকশন। শরীরী অসুস্থতার কারণে আইপিএলের ম্যাচেও বিশ্রাম দেওয়া হয় তাঁকে।

আইপিএল শেষে ফের একবার নিজের চোট পরীক্ষা করানোর জন্য এনসিএ-তে হেড ফিজিওথেরাপিস্ট আশিস কৌশিককে দেখতে যান তিনি। কিন্তু তিনি জানান এখনও একই রকম অবস্থা রয়েছে ঋদ্ধির হাতের। যেমনটা ছিল জানুয়ারিতে।

৪ জুলাই ঋদ্ধির চোটের জায়গায় এমআরআই করা হলে দেখা যায় চূড়ান্ত খারাপ অবস্থায় রয়েছে এই চোট। এর পরও হাতে থাকা কিছু সময়ে যুদ্ধকালীন তৎপরতায় ঋদ্ধিকে ইংল্যান্ড সফরের জন্য সুস্থ করার চেষ্টা করা হলেও, শেষ পর্যন্ত ১৩ জুলাই আনফিট ঘোষণা করা হয় তাঁকে।

English summary
BCCI informs that Star Wicketkeeper Wriddhiman Saha to Undergo Surgery in Manchester. In the end of this month or in the beginning of August the surgery will happen.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X