For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বোর্ডের সিওএ পদে দায়িত্ব পালনের জন্য কোনও অর্থ নিতে নারাজ রামচন্দ্র গুহ

বুধবার দেশের ক্রিকেট মসনদে বসলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন সরকারীভাবে তাঁর হাতে দায়িত্ব তুলে দিল কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স।

  • |
Google Oneindia Bengali News

বুধবার দেশের ক্রিকেট মসনদে বসলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন সরকারীভাবে তাঁর হাতে দায়িত্ব তুলে দিল কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স। এর আগে গত ৩৩ মাসের বেশি সময় ধরে ভারতীয় ক্রিকেট চালিয়ে এসেছে সুপ্রিম কোর্ট নিযুক্ত সিওএ কমিটি। সেই সিওএ-কমিটিরই এক সময়ের সদস্য ছিলেন রামচন্দ্র গুহ। এবার বোর্ডের সিওএ বিলুপ্ত হয়ে যাওয়ার পর ক্ষতিপূরণ নিয়ে মন্তব্য করলেন রামচন্দ্র গুহ।

বোর্ডের সিওএ পদে দায়িত্ব পালনের জন্য কোনও অর্থ নিতে নারাজ রামচন্দ্র গুহ

নতুন প্রেসিডেন্ট ও তাঁর টিম এদিন দায়িত্ব নেওয়ার পর সিওএ সদস্যরা এখন অবসরে গেলেন। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রাক্তন সিওএ সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সিওএ প্রধান বিনোদ রাই ও ডায়না এডুলজিরা ৩৩ মাস ধরে বোর্ডের দায়িত্ব সামলানোয়, বিসিসিআইয়ের পক্ষ থেকে প্রত্যেকে ৩.৫ কোটি টাকা পেতে চলেছেন। সেখানেই সিওএ'র ভূমিকায় কাজ করার জন্য কোনও অর্থ নিতে নারাজ রামচন্দ্র গুহ। কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের প্রাক্তন আরেক সদস্য বিক্রম লামায়েও কোনও অর্থ নিতে রাজি হননি। প্রসঙ্গত নির্দিষ্ট সময় পর্যন্ত সিওএতে কাজ করার জন্য বোর্ডের পক্ষ থেকে রামচন্দ্র গুহ'র ৪০ লক্ষ টাকা পাওয়ার কথা ছিল।

বোর্ডের সিওএ পদে দায়িত্ব পালনের জন্য কোনও অর্থ নিতে নারাজ রামচন্দ্র গুহ

রামচন্দ্র গুহ বলেন, 'সুপ্রিম কোর্ট নিযুক্ত এই পদে আসার আগেই আমি পরিষ্কার করে দিয়েছিলাম যে এটি একটি সাম্মানিক পদ। এই পদের প্রতি সম্মান জানিয়েই কোনও ধরনের অর্থ গ্রহণ করব না। আজ যখন সিওএ-র থেকে দায়িত্ব প্রেসিডেন্টের হাতে গেল।তখনও আমি আমার সিদ্ধান্তে অবিচল থাকব।' উল্লেখ্য সিওএ গঠনের প্রথম দিন থেকেই রামচন্দ্র গুহ কমিটিতে ছিলেন। ২০১৭ সালে ব্যক্তিগত কারণে বিশেষ এই পদ থেকে সরে আসেন তিনি।

English summary
X Coa member Ramachandra Guha refuses to take money for role as BCCI CoA member
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X