For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের জয়জয়কার,অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে জুনিয়র ব্লু ব্রিগেড

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের জয়জয়কার,অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে জুনিয়ার ব্লু ব্রিগেড

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়াকে ৭৪ রান হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত। ব্যাটে এদিন শুরুটা ভালো না করলেও যশশ্বী জয়সওয়ালের ৬২ ও অথর্ব অঙ্কোলেকরের ৫৫ রানের ইনিংসের সুবাদে ভারত ৯ উইকেট হারিয়ে ২৩৩ রান তোলে।

২৩৪ রানের টার্গেট তাড়া করতে নেমে এরপর ব্যাটে ধরাশায়ী অস্ট্রেলিয়া। কার্তিক ত্যাগির বোলিংয়ের সামনে অজিরা নিয়মিত উইকেট হারায়। রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই অজিদের তিন উইকেটর পতন। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ১৫৯ রানে অলআউট করে ৭৪রানে ম্যাচ জিতে জুনিয়র বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ভারত।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">India are in the semi-finals of the U-19 World Cup <br>🎯🇮🇳🎯 <br><br>Three-time champs, Australia, don't make the last four for the first time since 2008 <br> <a href="https://twitter.com/hashtag/U19CWC?src=hash&ref_src=twsrc%5Etfw">#U19CWC</a> <a href="https://twitter.com/hashtag/INDvAUS?src=hash&ref_src=twsrc%5Etfw">#INDvAUS</a> <a href="https://t.co/JWjXh3vRKs">pic.twitter.com/JWjXh3vRKs</a></p>— ICC U19 WORLD CUP 🏆🎤 (@U19WORLDCUP2020) <a href="https://twitter.com/U19WORLDCUP2020/status/1222180241407234048?ref_src=twsrc%5Etfw">January 28, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

নতুন নোট সংগ্রহ করতে সকাল থেকে ব্যাঙ্কের বাইরে গ্রাহকদের লম্বা লাইন

নতুন নোট সংগ্রহ করতে সকাল থেকে ব্যাঙ্কের বাইরে গ্রাহকদের লম্বা লাইন

মঙ্গলবার রাত থেকে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দেশের সমস্ত ব্যাঙ্ক এবং এটিএম পরিষেবাও বন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে ব্যাঙ্ক খোলার আগে থেকেই দেখা গেল লম্বা লাইন। পুরনো নোট ব্যাঙ্কে জমা দিয়ে তার বদলে নতুন নোট সংগ্রহের প্রক্রিয়া সকাল থেকেই দেশের প্রত্যেকটি ব্যাঙ্কে শুরু হয়ে গিয়েছে।

১১৪/৫ থেকে ভারতের বিশ্বকাপ সেমিফাইনালে ওঠা

তরুণ ব্রিগেডের কাছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এদিনের এই জয় রূপকথার চেয়ে কিছু কম নয়। ম্যাচে টস জিতে অজিরা ফিল্ডিং নেয়। এরপর ভারত একসময় ১১৪ রানে প্রথম পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল। সেখান থেকে অথর্ব অঙ্কলেকরের ৫৫ রানের ইনিংস ম্যাচ ঘুরিয়ে দেয়। তার আগে ৮২ বলে ৬২ রানের ইনিংস খেলে যশশ্বী দলকে তুলে ধরেন।

সীমান্তে গুলি বর্ষণ, নিহত ১ ভারতীয় সেনা জওয়ান, খতম ২ জঙ্গিও

সীমান্তে গুলি বর্ষণ, নিহত ১ ভারতীয় সেনা জওয়ান, খতম ২ জঙ্গিও

গতকাল সন্ধ্যায় ফের যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাতে শুরু করে পাক সেনারা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা। মাচিল সেক্টরে পাক সেনাদের গুলিতে এক ভারতীয় সেনা জওয়ান নিহত হন। উত্তর কাশ্মীরে অন্য আর অকটি ঘটনায় সেনা-জঙ্গি সংঘর্যে দুই জঙ্গিকে খতম করতে সক্ষম হয় ভারতীয় সেনা জওয়ানরা।

বল হাত কার্তিক ত্যাগির দাপট

যশশ্বী-অঙ্কোলকরের ব্যাটে প্রত্যাবর্তনের পর বল হাতে কার্তিক ত্যাগি অস্ট্রেলিয়াকে চাপে ফেলেন। অজিদের ব্যাটিং ইনিংসে প্রথম ওভারে কার্তিক ২টি উইকেট নিয়ে নেন। সব মিলিয়ে ম্যাচে ৮ ওভারে ২৪ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়েছেন।

রাজ্যে নোট সংকট মেটাতে শনিবারও খোলা থাকছে ডাকঘর

রাজ্যে নোট সংকট মেটাতে শনিবারও খোলা থাকছে ডাকঘর

নোট সংকট মেটাতে শনিবারও খোলা থাকবে ডাকঘর। রাজ্যের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল অরুন্ধতী ঘোষ জানান, বৃহস্পতিবার থেকে বিকেল তিনটের বদলে বিকেল পাঁচটা পর্যন্ত ডাকঘরে লেনদেন চলবে। এছাড়া এখন থেকে শনিবারও ডাকঘর খোলা থাকবে বলেও জানান তিনি।

আশা জাগাচ্ছে ভারতীয় বোলিং

লিগ পর্বের ম্যাচে রবি বিষ্ণোর বোলিংয়ে প্রতিপক্ষদের ধরাশায়ী হতে দেখলেও এদিন পেসাররাই বেশি কামাল দেখালেন। ২৩৩ রানের পুঁজি নিয়ে লড়াইয়ে করতে নেমে কার্তিক তিয়াগির ৪ উইকেট ছাড়া আকাশ সিং ৩টি উইকেট নিয়েছে। বিষ্ণো এদিন ১টি উইকেট নেয়। ব্যাটে বিষ্ণো এদিন ৩১ বলে ৩০ রানের দামি ইনিংস খেলেন।

অ্যাকাউন্টে ২.৫ লক্ষ টাকার বেশি জমা দিলে অতিরিক্ত কর দিতে হবে গ্রাহকদের

অ্যাকাউন্টে ২.৫ লক্ষ টাকার বেশি জমা দিলে অতিরিক্ত কর দিতে হবে গ্রাহকদের

মঙ্গলবার মধ্যরাত থেকে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। দেশের মধ্যে কালো টাকার উপরে রাশ টানার জন্যই সরকার এহেন সিদ্ধান্ত গ্রহণ করে। এর মধ্যে নতুন নিয়ম সামনে এসেছে কোন অ্যাকাউন্টে নগদ ২.৫ লক্ষ টাকা জমা পড়লে, সেই অ্যাকাউন্টের গ্রাহককে অতিরিক্ত কর দিতে হবে। একই সঙ্গে গ্রাহকের টাকা জমা দেওয়ার পর যদি কোন অসংগতি ধরা পড়ে, তবে করের সঙ্গে জরিমানাও দিতে হবে।

English summary
Yashasvi-62-atharva-s-55-kartik-4-wickets-helps-india-to-win-against-aus-reach-semi-in-u-19-CWC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X