For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দুর্দান্ত সৌরভের যোগ্য উত্তরসূরি ছিলেন যুবরাজ, ধোনি তো কপাল জোরে অধিনায়ক'

'দুর্দান্ত সৌরভের যোগ্য উত্তরসূরি ছিলেন যুবরাজ, ধোনি তো কপাল জোরে অধিনায়ক'

  • |
Google Oneindia Bengali News

ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দিলেন দেশের প্রাক্তন অল রাউন্ডার যুবরাজ সিং-র বাবা যোগরাজ সিং। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর ভারতীয় দলের অধিনায়কত্বের ব্যাটন হাতে নেওয়ার যোগ্যতা যুবির ছিল বলে দাবি করেছেন যোগরাজ।

সৌরভের প্রশংসা

সৌরভের প্রশংসা

যোগরাজ সিং-র কথায়, সৌরভ গঙ্গোপাধ্যায় যখন ভারতীয় দলের অধিনায়ক হয়েছিলেন, তখন টেস্ট এবং ওয়ান ডে-তে অনেক নিচের দিকে ছিল দল। সেই ভারতকে চাঙা করে বিশ্বকাপ জয়ের দাবিদার বাংলার মহারাজ করেছিলেন বলে দাবি যোগরাজ সিং-র। তা সম্ভব হয়েছিল, কারণ বিসিসিআই সভাপতি যুবরাজ সিং, মহম্মদ কাইফ, জাহির খান, হরভজন সিং, বীরেন্দ্র শেহওয়াগ, গৌতম গম্ভীরের মতো তরুণ প্রতিভাকে সুযোগ দিয়েছিলেন বলে মনে করেন যোগরাজ সিং।

যুবরাজের অধিনায়ক হওয়া উচিত

যুবরাজের অধিনায়ক হওয়া উচিত

যোগরাজ সিং-র কথায়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর ভারতীয় দলে যদি কেউ সুদক্ষ অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখতেন, তিনি যুবরাজ সিং। কিন্তু কেন তাঁকে সেই সম্মান দেওয়া হল না, তা তিনি জানেন না বলে মন্তব্য করেছেন যোগরাজ।

ধোনির কপাল

ধোনির কপাল

অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে যে ক্ষমতা ছিল, তা এমএস ধোনির মধ্যে ছিল না বলে মনে করেন যুবরাজ সিং-র বাবা যোগরাজ সিং। মাহি কপাল জোরে অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন বলেও দাবি করেছেন যোগরাজ।

বিশ্বাসঘাতকতা

বিশ্বাসঘাতকতা

দেশের সবচেয়ে সফল অধিনায়ক এমএস ধোনি, লেজেন্ড যুবরাজ সিং-র সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে দাবি যোগরাজ সিং-র। ধোনির বিরুদ্ধে যুবরাজকে পিছন থেকে ছুরি মারারও অভিযোগ তুলেছেন যোগরাজ। টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক বিরাট কোহলিকেও একই ভাবে আক্রমণ করেছেন যুবরাজ সিং-র বাবা তথা প্রাক্তন ক্রিকেটার।

English summary
Yograj Singh tells that destiny made MS Dhoni captain of Team India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X