For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই কারণে অনেক আগেই অবসর নেবেন সিদ্ধান্ত নিয়েছিলেন, ফাঁস করলেন যুবরাজ

এই কারণে অনেক আগেই অবসর নেবেন সিদ্ধান্ত নিয়েছিলেন, ফাঁস করলেন যুবরাজ

  • |
Google Oneindia Bengali News

করোনা লকডাউনে ক্রিকেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর আড্ডা চলছে। ইনস্টাগ্রামে এবার আড্ডা দিলেন যুবরাজ-জসপ্রীত বুমরাহ। বুমবুমের সঙ্গে নিখাদ আড্ডায় সতীর্থ কোন ক্রিকেটারের কথায় বাইশ গজ থেকে সন্ন্যাস নেবেন বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন জানালেন যুবরাজ।

কবে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যুবি

কবে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যুবি

ইনস্টাগ্রামে যশপ্রীত বুমরার সঙ্গে লাইভ চ্যাটে দেশের দুবারের বিশ্বকাপ জয়ী যুবরাজ সিং বলেছেন, 'দু'বছর আগে আমি তখন চুটিয়ে আইপিএল খেলছি। তখন কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলি। দলের অজি তারকা পেসার অ্যান্ড্রু টাই আমাকে যুবি-দাদা বলে ডাকতে শুরু করেছিল। আমি তো অবাক হয়েছিলাম! যুবির সঙ্গে দাদাটা ঠিক মানায় না! ঐ ডাক শুনলে একটু বয়স হয়েছে মনে হয়। যুবিটাই ঠিক আছে।২০১৮ সালে সেই সময়েই অবসরের ভাবনা মনে এসেছিল।'

যুবির অবসর

যুবির অবসর

২০১৯ সালে ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়েছেন যুবরাজ। তবে ক্রিকেটকে তাঁর বিদায়টা সুখকর হয়নি। বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার ফেয়ারওয়েল ম্যাচটুকু পাননি। সেই নিয়ে যুবরাজের মনে খেদ থাকবেই। ২০১৯ সালে ১০ জুন এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এরপর টি-১০ ক্রিকেটে ব্যাট হাতে যুবি ম্যাচ খেলেছেন।

দেশের জার্সিতে যুবির শেষ ম্যাচ

দেশের জার্সিতে যুবির শেষ ম্যাচ

দেশের হয়ে ২০১৭ সালের জুনে যুবি ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচটি খেলেছিলেন। ম্যাচে ৩৯ রান করে যুবি আউট হন।

যুবির সবচেয়ে বড় সাফল্য

যুবির সবচেয়ে বড় সাফল্য

ভারতীয় এই ব্যাটসম্যান দেশকে দুটি বিশ্বকাপ দিয়েছেন।২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে আইসিসির প্রথম টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসরে যুবির ব্যাটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এরপর ২০১১ সালে যুবি ভারতকে পঞ্চাশ ওভারের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন করেন। দুই বিশ্বকাপেই যুবরাজ টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন।

একনজরে যুবির ক্রিকেট কেরিয়ার

একনজরে যুবির ক্রিকেট কেরিয়ার

দেশের হয়ে ৩০৪টি ওডিআই ম্যাচে যুবি ৮৭০১ রান করেছেন। ১৪টি সেঞ্চুরি ও ৫২টি হাফ সেঞ্চুরি রয়েছে।সর্বোচ্চ ১৫০ রান। ৪০ টেস্ট খেলে সংগ্রহ ১৯০০ রান, ৩ সেঞ্চুরি ও ১১টি হাফসেঞ্চুরি রয়েছে। নীল জার্সিতে দেশের হয়ে ৫৮টি টি-২০ ম্যাচ খেলে যুবি ১১৭৭ রান করেন। সর্বোচ্চ ৭৭ নটআউট। ৮টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন।

অধিনায়ক সৌরভের থেকে এগিয়ে নেতা ধোনি, দেশের প্রাক্তন ক্রিকেটারের এমনই মতঅধিনায়ক সৌরভের থেকে এগিয়ে নেতা ধোনি, দেশের প্রাক্তন ক্রিকেটারের এমনই মত

English summary
Yuvraj jokes with Bumrah on when he think about retirement after Andrew Tye called Yuvi pa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X