For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ধোনি একদিন পথের ভিখিরি হবে' : ফের একবার ধোনিকে গালি যুবরাজের বাবা যোগরাজের

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৭ এপ্রিল : রাগ কিছুতেই কমছে না যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিংয়ের। এবারের বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলে জায়গা পাননি যুবরাজ। আর সেটাকে সামনে রেখেই ফের একবার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে তোপ দাগলেন যোগরাজ। যদিও তার পরই ফের একবার টুইট করে ধোনির সঙ্গে সখ্যতার কথা জানিয়েছেন যুবরাজ। এমনকী সদ্য পিতৃত্বের স্বাদ পাওয়া ধোনিকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।

এবার আরও আক্রমণাত্মক ভঙ্গিতে ধোনিকে রীতিমতো অভিশাপ দিয়েছেন তিনি। বলেছেন, "একদিন এমন আসবে যেদিন ধোনির কাছে কোনও টাকা-পয়সা থাকবে না। রীতিমতো ভিক্ষা করতে হবে এবং কারও কাছ থেকে ও সাহায্য পাবে না।"

'ধোনি একদিন পথের ভিখিরি হবে' : ফের একবার ধোনিকে গালি যুবরাজের বাবা যোগরাজের


এদিন একটি হিন্দি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় ধোনিকে সরাসরি চড় মারার কথা বলে যুবরাজের বাবা বলেন, "ধোনি অত্যন্ত অহংকারী। যেভাবে রাবণের গৌরবের দিন শেষ হয়ে এসেছিল তেমনই দিন ধোনির জীবনেও আসবে।"

সংবাদমাধ্যমকেও এদিন একহাত নিয়েছেন যোগরাজ সিং। তাঁর মতে, ধোনিকে ভগবান বানিয়েছে সংবাদমাধ্যম। এই সম্মান কখনওই ধোনির প্রাপ্য নয়। একসময় ধোনির কিছুই ছিল না। কিন্তু মিডিয়া, বিজ্ঞাপন, এইসবই তাঁকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গেলেও সেই সংবাদমাধ্যমকেই বিদ্রুপ করেন ধোনি।

২০১১ বিশ্বকাপে যুবরাজ অনবদ্য খেলেন। ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার জেতার পাশাপাশি দ্বিতীয়বার ভারতকে বিশ্বকাপও জেতান। ব্যাটে ৩৬২ রান করার পাশাপাশি ১৫টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের সম্মান ছিনিয়ে নেন যুবি৷

কিন্তু তা সত্ত্বেও ২০১৫ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা হয়নি তাঁর। যা নিয়ে সেইসময় অনেকেই বিস্ময় প্রকাশ করেন। যুবরাজের বাবা যোগরাজ সিং বিশ্বকাপের শুরুতেই ধোনিকে তীব্র আক্রমণ করেন। ধোনির জন্যই তাঁর ছেলের ভারতীয় দলে জায়গা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এরপর এদিন সেই মাত্রা আরও ছাড়িয়ে গেলেন যুবরাজের বাবা যোগরাজ।

English summary
Yuvraj's dad blasts 'arrogant' Dhoni, says captain will 'suffer' and become 'penniless'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X