For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন বোলারের বিরুদ্ধে খেই হারাতেন, অকপটে জানালেন যুবরাজ সিং

কোন বোলারের বিরুদ্ধে খেই হারাতেন, অকপটে জানালেন যুবরাজ সিং

  • |
Google Oneindia Bengali News

ভারতকে ২০০৭-র টি-টোয়েন্টি ও ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপ জেতাতে যে খেলোয়াড়ের সবচেয়ে বেশি অবদান, সেই যুবরাজ সিং আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়্ছেন প্রায় ৯ মাস আগে। দীর্ঘদিন পর করোনা ভাইরাসের জেরে লকডাউনের মধ্যেই নিজের ক্রিকেট কেরিয়ার নিয়ে একের পর এক তথ্য জানিয়ে চলেছেন দেশের অন্যতম সেরা অল রাউন্ডার। জানালেন, কেরিয়ারে কোন কোন বোলারকে ফেস করতে গিয়ে তাঁকে সমস্যায় পড়তে হয়েছে।

মুথাইয়া মুরলীধরন

মুথাইয়া মুরলীধরন

৩৮ বছরের যুবরাজ সিং জানিয়েছেন যে ব্যাট করার সময় শ্রীলঙ্কার স্পিনারের বল খেলতে গিয়ে তিনি সমস্যায় পড়তেন। কখনও কখনও মুরলীধরনের বল পড়তে তাঁর সমস্যা হত বলেও অকপটে জানিয়েছেন যুবরাজ সিং।

কী রণনীতি

কী রণনীতি

শ্রীলঙ্কার বিরুদ্ধে বেশকিছু ম্যাচে লেজেন্ডারি স্পিনার মুথাইয়াল মুরলীধরনের বলে পরপর আউট হয়ে তিনি হতাশ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন যুবরাজ সিং। সেই সময়ে কিংবদন্তি সচিন তেন্ডুলকর তাঁর জীবনে মুশকিল আসান হয়ে আসেন বলে স্বীকার করেছেন যুবি। বলেছেন, মাস্টার ব্লাস্টার তাঁকে মুরলীর বিরুদ্ধে বেশিমাত্রায় সুইপ শট খেলতে বলেছিলেন। সেই রণনীতি প্রয়োগ করেই তিনি মুরলীধরনের বিরুদ্ধে সাফল্য পেয়েছিলেন বলে জানিয়েছেন ভারতের প্রাক্তন অল রাউন্ডার।

গ্লেন ম্যাকগ্রা

গ্লেন ম্যাকগ্রা

যুবরাজ সিং স্বীকার করেছেন, শ্রীলঙ্কার স্পিনার মুথাইয়া মুরলীধরনের পাশাপাশি অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রার বল খেলতেও সমস্যায় পড়তেন। ম্যাকগ্রার কেটে বাইরের দিকে বেরোনো ডেলিভারিতে তিনি একাধিকবার আউট হয়েছেন বলেও জানিয়েছেন যুবি।

তবে তিনি বেঁচে গিয়েছেন

তবে তিনি বেঁচে গিয়েছেন

ভারতীয় দলের হয়ে খুব বেশি টেস্ট খেলেননি যুবরাজ সিং। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে গ্লেন ম্যাকগ্রাকে তো খেলতেই হয়নি দেশের অন্যতম সেরা অল রাউন্ডারকে। তাই নিজেকে ভাগ্যবান বলেই মনে করেন যুবরাজ সিং।

করোনার বিরুদ্ধে মোকাবিলায় কত টাকা অনুদান ভারতীয় হকি দলেরকরোনার বিরুদ্ধে মোকাবিলায় কত টাকা অনুদান ভারতীয় হকি দলের

English summary
Yuvraj Singh had no clue against Sri Lankan spinner Muttiah Muralitharan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X