For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল নিয়ে কেন খুশি নন যুবরাজ সিং, জানালেন তিনি নিজে

আইপিএল নিয়ে কেন খুশি নন যুবরাজ সিং, জানালেন তিনি নিজে

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের শুরুর সংস্করণে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক ছিলেন তিনি। তখন কেরিয়ারের সেরা সময়ের মধ্যে দিয়েও যাচ্ছিলেন লেজেন্ড যুবরাজ সিং। ধীরে ধীরে যত সময় এগিয়েছে তাঁকে ততই দূরে ঠেলে দিয়েছে আইপিএল। টুর্নামেন্টের ২০১৯-র মরশুমে যুবরাজ, মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে থাকলেও খেলার সুযোগ পাননি বললেই চলে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর প্রায় ৯ মাস পর আইপিএলের সেই ব্যবহার নিয়েই সরব হলেন যুবরাজ সিং।

যুবরাজের আন্তর্জাতিক কেরিয়ার

যুবরাজের আন্তর্জাতিক কেরিয়ার

২০০০ সালে ভারতীয় দলের জার্সি গায়ে চাপান অল রাউন্ডার যুবরাজ সিং। দেশের টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট ৪০২টি ম্যাচ খেলে ১১৭৭৮ রান করেছেন যুবি। ভারতের ২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

আইপিএলে যুবরাজ

আইপিএলে যুবরাজ

আইপিএলের প্রথম কয়েকটি মরশুমে কিংস ইলেভেন পাঞ্জাবকে নেতৃত্ব দেন লেজেন্ড যুবরাজ সিং। ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ জয় করে দল বদলে গা ভাসান যুবি। ২০১৪ সালে তাঁকে ১৪ কোটি টাকা দিয়ে কেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যদিও এরপর থেকে যুবরাজের আইপিএল গ্রাফ নিচে নামতে শুরু করে। তবে তারই মধ্যে ২০১৬ সালে টুর্নামেন্ট জয়ী সানরাইজার্স হায়দরাবাদের সদস্য ছিলেন তিনি। ২০১৯ সালে আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সেরও অন্যতম সদস্য ছিলেন যুবরাজ। যদিও এই সংস্করণে সেভাবে খেলার সুযোগ পাননি যুবি।

যুবরাজের আক্ষেপ

যুবরাজের আক্ষেপ

শুধু তিনি নন, আইপিএল দেশের সিনিয়র ক্রিকেটারদের প্রতি সহানুভূতিশীল নন বলেই দাবি করেছেন যুবরাজ সিং। বিশ্বের সবচেয়ে ধনী ও জনপ্রিয় ক্রিকেট লিগের কাছ থেকে তাঁর আরও সম্মান প্রাপ্য ছিল বলেও মনে করেন যুবি। উল্লেখ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া যুবরাজ এ বছরের আইপিএল নিলামে অংশ নেননি।

তরুণ ক্রিকেটাররা লক্ষ্য থেকে বিচ্যুত

তরুণ ক্রিকেটাররা লক্ষ্য থেকে বিচ্যুত

যুবরাজ সিং-র কথায়, আইপিএলের জন্যই দেশের তরুণ ক্রিকেটাররা লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছেন। যুবির বক্তব্য, দেশের কোনও উঠতি তারকা এখন আর দেশের হয়ে টেস্ট বা ওয়ান ডে খেলতে চান না। কেবল আইপিএল খেলাটাই তাঁদের কাছে মোক্ষ বলে দাবি করেছেন ভারতীয় লেজেন্ড।

English summary
Yuvraj Singh is not happy with the treatment of IPL for senior cricketers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X