For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাহরুখ খানকে 'টেক্সট' করবেন যুবরাজ সিং! কেন জানতে বিস্তারিত পড়ুন

শাহরুখ খানকে 'টেক্সট' করবেন যুবরাজ সিং! কেন জানতে বিস্তারিত পড়ুন

  • |
Google Oneindia Bengali News

কলকাতা নাইট রাইডার্স থেকে পরিত্যক্ত হওয়ার পরই আবু ধাবি টি-১০ লিগে ৩০ বলে ৯১ রানের বিধ্বংসী ইনিংস খেললেন ক্রিস লিন। এমন একটা যোগ্য জবাব দেওয়ার পর অস্ট্রেলিয় ব্যাটসম্যানের মুখ বন্ধ থাকলেও, তাঁর পাশে দাঁড়ালেন ভারতীয় লেজেন্ড যুবরাজ সিং। বললেন, আগামী মরশুমের আইপিএল-র জন্য কেকেআর ক্রিস লিনকে ছেড়ে ভুল করেছে।

শাহরুখ খানকে টেক্সট করবেন যুবরাজ সিং! কেন জানতে বিস্তারিত পড়ুন

৩০ বলে ৯১ রানের ইনিংসে লিনের ব্যাট থেকে ৯টি চার ও ৭টি ছক্কা এসেছে। মাত্র ১০ ওভারের ফর্ম্যাটেও যে এভাবে ব্যাট করা যায়, তা দেখে অবাক ক্রিকেট বিশ্ব। লিনের ব্যাটিং-এ মুগ্ধ হয়েছেন ভারতীয় লেজেন্ড যুবরাজ সিংও। প্রশ্ন করেছেন, আইপিএল-র আগামী মরশুমের জন্য কেন এই অস্ট্রেলিয় ব্যাটসম্যানকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স? এটি ভুল সিদ্ধান্ত বলে দাবি করেছেন যুবি। জানিয়েছেন, তিনি এ ব্যাপারে কেকেআর-র মালিক শাহরুখ খানকে বার্তাও পাঠাবেন।

আবু ধাবি টি-১০ লিগে মারাঠা আরবিয়ান্সের হয়ে খেলছেন যুবরাজ সিং ও ক্রিস লিন। সোমবার রাতে টিম আবু ধাবির বিরুদ্ধে দলের সঙ্গে মাঠে নামেননি যুবরাজ। সাইড বেঞ্চে বসেই তাঁকে দেখতে হয়েছে ক্রিস লিনের ব্যাটিং ধামাকা। তা নিয়ে যুবির মন্তব্য, দুর্দান্ত ব্যাটিং করেছেন লিন। আইপিএল-এ কেকেআরের হয়েও এই অস্ট্রেলিয় প্রচুর ম্যাচে ওপেনে নেমে বিধ্বংসী ব্যাটিং করেছেন বলে দাবি যুবরাজের।

আইপিএল-এ কেকেআর-র হয়ে মোট ৪১টি ম্যাচ খেলে ৩৩.৬৮-র গড়ে ১২৮০ রান করেছেন ক্রিস লিন। ১০টি অর্ধ-শতরান করেছেন এই অস্ট্রেলিয়। গত মরশুমের আইপিএল-এ ১৩টি ম্যাচে মাত্র ৪০৫ রান করেন লিন। তা সত্ত্বেও কেকেআর তাঁকে দলে না রাখায় অবাকই হয়েছেন যুবরাজ সিং।

English summary
Yuvraj Singh will send messege to Shah Rukh Khan on Chris Lynn exclusion
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X