For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান দিয়ে বিশ্বকাপে লজ্জার রেকর্ড চাহালের

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল এক অনভিপ্রেত রেকর্ড গড়লেন।

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল এক অনভিপ্রেত রেকর্ড গড়লেন। বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দিলেন তিনি। ২৮ বছর বয়সী এই লেগ স্পিনার ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনের মাঠে ১০ ওভারে কোনও উইকেট না পেয়ে ৮৮ রান দিয়েছেন।

বিশ্বকাপে লজ্জার রেকর্ড চাহালের


ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। প্রথম থেকেই অত্যন্ত আক্রমণাত্মক ছিলেন ইংল্যান্ড ব্যাটসম্যানরা। তার মধ্যে যেন চাহালকেই বেছে নিয়েছিলেন ইংল্যান্ড ব্যাটসম্যানরা।

এর আগে ২০০৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে ১০ ওভারে ৮৭ রান দিয়েছিলেন জাভাগাল শ্রীনাথ। এতদিন সেটাই ছিল কোনও এক ইনিংসে ভারতীয়দের মধ্যে দেওয়া সবচেয়ে বেশি রান। এদিন তা ছাপিয়ে এই অনভিপ্রেত রেকর্ড করলেন চাহাল।

তবে এদিন শুধু চাহাল নন, ১০ ওভারে ৭২ রান দিয়ে মাত্র একটি উইকেট নিয়েছেন কুলদীপ যাদবও। প্রথম উইকেটে ইংল্যান্ডের দুই ওপেনার জেসন রয় ১৬০ রানের পার্টনারশিপ গড়েন। যার ফলে ইংল্যান্ড ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৭ রান তুলেছে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচেও ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান দিয়েছেন এই যুজবেন্দ্র চাহাল। ৪ ওভারে ৬৪ রান দেওয়ার লজ্জার রেকর্ড রয়েছে এই চাহালেরই।

English summary
Yuzvendra Chahal becomes most expensive Indian bowler at ICC World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X