For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিকেট মাঠে ধৈর্য ধরে রাখার মন্ত্র কোথা থেকে পেয়েছেন যুজবেন্দ্র চাহল?

ক্রিকেট মাঠে ধৈর্য ধরে রাখার মন্ত্র কোথা থেকে পেয়েছেন যুজবেন্দ্র চাহল?

  • |
Google Oneindia Bengali News

টিম ইন্ডিয়ার লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল মানেই গুগলি, ফ্লিপার। আবার চাহল মানে একরাশ হাসিঠাট্টায় ভরা ড্রেসিংরুম। ক্রিকেট মাঠে তাঁর ঠান্ডা, শান্ত শরীরি ভাষা মুগ্ধ করে দর্শকদের। প্রবল চাপে কীভাবে নিজেকে এমন শান্ত রাখতে পারেন ভারতীয় স্পিনার, তা তিনি জানালেন নিজেই।

চেস মাস্টার চাহল

চেস মাস্টার চাহল

শুরুতেই ক্রিকেট নয়, যুজবেন্দ্র চাহলের খেলোয়াড়ি জীবনে হাতেখড়ি কিন্তু দাবার হাত ধরে। সেখানেও সেরা ছিলেন টিম ইন্ডিয়ার লেগ স্পিনার। ভারতের অনূর্ধ্ব ১২ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া চাহল, বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন। ওয়ার্ল্ড চেস ফেডারেশনের ওয়েবসাইটে তাঁর নাম ওঠে। চাহলের ইএলও রেটিং ১৯৫৬।

কেন ক্রিকেটে চাহল

কেন ক্রিকেটে চাহল

যুজবেন্দ্র চাহল জানিয়েছেন যে দাবার থেকে ক্রিকেটকেই বেশি পছন্দ করেন তিনি। ভারতীয় স্পিনারের কথায়, পেশাদারি কেরিয়ার শুরু করার আগে তিনি দিক নির্বাচন নিয়ে তাঁর বাবার সঙ্গে কথা বলেছিলেন। চাহলের বাবা বিষয়টি তাঁর সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছিলেন। অনেক ভাবনাচিন্তা করে তিনি ক্রিকেটকেই কেরিয়ার করার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন যুজবেন্দ্র চাহল।

দাবার থেকে ধৈর্যশীল হতে শিখেছেন

দাবার থেকে ধৈর্যশীল হতে শিখেছেন

দাবা ছাড়লেও এই খেলা থেকে অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। বলেছেন, ক্রিকেট মাঠে কীভাবে ধৈর্য ধরে রাখতে হয়, তা তিনি দাবা থেকে শিখেছেন। চাহলের কথায়, টেস্ট ম্যাচের প্রথম দিন কোনও দলের খারাপ যেতেই পারে। পরের দিন সেই দলের খেলায় ফেরার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে ধৈর্যশীল হওয়া প্রয়োজন।

পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরে খুশি

পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরে খুশি

যুজবেন্দ্র চাহলের কথায়, এই মুহূর্তে ভারত নিঃসন্দেহে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে এই অছিলায় তিনি দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সঙ্গে অনেকটা সময় কাটাতে পেরে খুশি বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার লেগ স্পিনার। করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় প্রত্যেক ভারতবাসীকে ঘরবন্দি থাকার আবেদন জানিয়েছেন চাহল।

English summary
Yuzvendra Chahal learnt patient on cricket field by playing chess
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X