For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছবিতে দেখুন, মেয়েকে সঙ্গে নিয়ে অসুস্থ পাখির সেবা করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক

ছবিতে দেখুন, জিভাকে সঙ্গে নিয়ে আহত পাখির সেবা করলেন ধোনি

  • |
Google Oneindia Bengali News

করোনা নিয়ে উদ্বেগে দেশে এখন থরহরি কম্প পরিস্থিতি। আম আদনি কর্মক্ষেত্রে যোগ দেওয়ার প্রয়োজনে আনলক ওয়ানে এখন ঘর থেকে বেরিয়ে কাজে ব্যস্ত। ভাইরাসের থাবার উদ্বেগের এই পরিস্থিতিতে ক্রিকেটারদের যদিও এখনও খেলার মাঠে ডাক না পড়ায় তাঁরা আপাতত ঘরবন্দিই রয়েছেন।

রোহিত-বিরাটরা মুম্বইয়ে নিজেদের ফ্ল্যাটে স্ত্রী ও পরিবারকে নিয়ে বন্দি রয়েছেন। অন্যদিকে ধোনি পরিবারকে নিয়ে ফার্ম হাউসে সময় কাটাচ্ছেন। সেখানেই এবার জিভাকে সঙ্গে নিয়ে আহত পাখির সেবা করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

 জিভার ইনস্টা পোস্ট

জিভার ইনস্টা পোস্ট

ফার্ম হাউসে কীভাবে আহত পাখির খোঁজ পাওয়া গেল, কীভাবেইবা বাবা-মা আহত পাখিতে সুস্থ করে তুলল, সেই নিয়ে জিভা ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট করেন। যেখানে ধোনি কন্যা লেখেন, 'আজ বাড়ির বাইরে ঘুরে বেরোনোর সময় আহত পাখিটিকে মাটিতে লুটিয়ে থাকতে দেখি। তড়িঘডি় আমি বাবা-মায়ের সাহায্য চাই।'

অসুস্থ পাখিতে সুস্থ করলেন ধোনি

অসুস্থ পাখিতে সুস্থ করলেন ধোনি

এরপর জিভা জুড়েছেন,'বাবা এসে পাখিটিকে হাতে তুলে নিয়ে জল খাওয়ায়। ওকে কাঠের বাক্সে রেখে খেতে দেওয়া হয়। হঠাৎই সুস্থবোধ করতে পাখিটি উড়ে যায়। মা জানিয়েছে পাখিটা উড়ে গিয়ে মায়ের কাছে ফিরে গিয়েছে। পাখিটিকে সুস্থ করতে পেরে আমরা সবাই খুশি।'

পশু-পাখির প্রতি ধোনির ভালোবাসা

পশু-পাখির প্রতি ধোনির ভালোবাসা

জিভার এই পোস্টের পর ধোনির ফ্যানেরা সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টকে শেয়ার করে ভাইরাল করেছে। মাহির পশুপ্রেম নতুন নয়। বাড়িতে একাধিক পোষ্য পুষেছেন, এবার পাখির প্রতি ধোনির ভালোবাসা দেখে প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া।

কবে ক্রিকেটে ফিরবেন ধোনি

কবে ক্রিকেটে ফিরবেন ধোনি

সবশেষে ধোনিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট হলেই একটা প্রশ্ন উঠে আসতে বাধ্য। করোনার কারণে আইপিএল অনির্দিষ্টকালের জন্যে স্থগিত হয়েছে। ফলে এবছর ধোনির টি-২০ ক্রিকেটে ফেরার সুযোগ নেই বললেই চলে। সেক্ষেত্রে আইপিএল দিয়ে মাহি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ফেরার যে কথা ছিল, ধোনির সেই কামব্যাক আর বাস্তবায়িত হবে কিনা, সেই নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

English summary
ziva dhoni shares Dhoni help unconscious bird to fly again
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X