For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার রক্তচক্ষু উপেক্ষা করে, ফুটবল ম্যাচে গ্যালারি ভরালেন হাজারের বেশি দর্শক

করোনার রক্তচক্ষু উপেক্ষা করে, ফুটবল ম্যাচে গ্যালারি ভরালেন হাজারের বেশি দর্শক

  • |
Google Oneindia Bengali News

করোনার করাল গ্রাসে কাঁপছে বিশ্ব। ভাইরাস মোকাবিলায় সব দেশেরই এখন দিশেহারা অবস্থা। ক্রমে প্রতিটি দেশেই বাছড়ে লকডাউন। বিশ্বজুড়ে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯ লক্ষ ২৫ হাজার ছাড়িয়েছে। সংখ্যা ক্রমেই ২০ লক্ষের দিকে ছুঁতে চলেছে। মৃত্যুর সংখ্যা সেখানে ১ লক্ষ ১৯ হাজারের বেশি।

বিশ্বের অন্য সব দেশে যখন করোনা বিধ্বস্ত অবস্থা তাই করোনাভাইরাসের সংক্রমণ আটকাতে যে কোনও ধরনের জমায়েত এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারী ঘোষণা করার পর বিশ্বের প্রতিটি দেশকে সাবধানতা মেনে চলে বলা হয়েছে। সেখানেই বেলারুশে দেখা গেল উল্টো ছবি!

ইউরোপের এই একটি মাত্র দেশেই চালু ফুটবল লিগ

করোনা মহামারিতে বেলারুশে এখনও পর্যন্ত ২৯ জন প্রাণ হারিয়েছে। মারণ ভাইরাসে সেদেশে আক্রান্তের সংখ্যা ২৯১৯ জন। এত কিছুর পরও করোনার রক্ষচক্ষু উপেক্ষা করেই বেলারুশ ফুটবল লিগের খেলা চালু হয়েছে। ইউরোপের এই একটি মাত্র দেশেই করোনা সংক্রমণ বাড়ার পরও লিগের খেলা চালু রয়েছে।

ম্যাচ দেখতে গ্যালারিতে দর্শকরা

রবিবার ডায়নামো ব্রেস্ত বনাম এফসি মিন্সকের খেলা দেখতে স্টেডিয়ামে এক হাজারেরও বেশি দর্শক গ্যালারিতে উপস্থিত ছিল!শারীরিক দূরত্ব বজায় না রেখে গ্যালারির দর্শকরা পাশাপাশি বসে ছিলেন। এমনকি, ডায়নামো ৩-১ জেতার আনন্দে একে অপরকে আলিঙ্গন করেন বলে জানা গিয়েছে। ফলে সেখান থেকে করোনা ভাইরাস সংক্রমিত হতে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে।

ইউরোপে স্থগিত একাধিক ফুটবল টুর্নামেন্ট

করোনার কারণে গোটা বিশ্বে এই মুহূর্তে স্তব্ধ সব ধরনের খেলাধুলো। ইউরোপের প্রতিটি দেশের ফুটবল টুর্নামেন্ট স্থগিত রয়েছে।করোনার কারণে লা-লিগা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। ইউরো কাপ থেকে শতবর্ষ পুরোনা লাতিন আমেরিকার ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা স্থগিত রাখা হয়েছে। ২০২০ সালের পরিবর্তে ফুটবলের এই দুই টুর্নামেন্ট পিছিয়ে ২০২১ সালে করা হবে। অলম্পিক পিছিয়ে ২০২১ সালে অয়োজন করার ঘোষণা করা হয়েছে। টেনিসে বাতিল হয়েছে উইম্বলডন।

সংক্রমণের হাত থেকে বাঁচতে গৃহবন্দি খেলার জগৎ

সংক্রমণের হাত থেকে বাঁচতে গৃহবন্দি খেলার জগৎ

সংক্রমণের হাত থেকে বাঁচতে খেলার জগতের সবাই এখন গৃহবন্দি জীবন কাটাচ্ছেন। ফুটবল জগতের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে লিওনেল মেসি, ক্রিকেট জগতের বিরাট কোহলি থেকে ডেভিড ওয়ার্নার, সবাই এখন গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন।

English summary
1000 fans cheer, chant, hug each other in football match in Belarus during Corona pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X