For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গণ পদত্যাগ মোহনবাগানে, সরে দাঁড়ালেন সত্যজিৎ, বিদেশরা

অচল অবস্থা অব্যহত মোহনবাগানে। গণ-পদত্যাগের বহরে অচল-অবস্থা মোহনবাগানের অন্দমহলে। ক্লাবের এগজিকিউটিভ কমিটি থেকে ইস্তফা দিলেন ১৪ জন সদস্য।

  • By Koushik Chakraborty
  • |
Google Oneindia Bengali News

অচল অবস্থায় অব্যহত মোহনবাগানে। গণ-পদত্যাগের বহরে অচল অবস্থা মোহনবাগানের অন্দরমহলে। অর্থ-সচিব দেবাশিস দত্ত, সহ-সচিব সৃঞ্জয় বসু পদত্যাগ করার পর ফুটবল সচিব সত্যজিৎ চ্যাটার্জী এবং প্রাক্তন ফুটবলার বিদেশ বসু-সহ এবার মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটি থেকে ইস্তফা দিলেন মোট ১৪ জন সদস্য।

ডামাডোল অব্যহত মোহন অপেরায়

ক্লাব সচিব অঞ্জন মিত্রে আচরণের প্রতিবাদে এবং ক্লাবের অন্দরে ক্রমাগত অব্যবস্থার ফলে এক্সিকিউটিভ কমিটি থেকে ইস্তফা দিলেন এই ১৪ জন সদস্য। এই ১৪ জন সদস্য হলেন, সত্যজিৎ চ্যাটার্জী(ফুটবল সেক্রেটারি), উত্তম কুমার সাহা(টেনিস সেক্রেটারি), মহেশ কুমার টেকরিয়াল, অসীত কুমার চ্যাটার্জী, সঞ্জয় ঘোষ, পার্থজিত দাস, তাপস চ্যাটার্জী, বিদেশ বসু, শৌমিক বসু, প্রমোদ কুমার লুন্ডিয়া, সিদ্ধার্থ রায়, বিশ্বনাথ সেন, সুরজিত নন্দী, তন্ময় চ্যাটার্জী।

এক্সিকিউটিভ কমিটি থেকে পদত্যাগকারী বিদেশ বসু বলেন, 'ক্লাবের মধ্যে যে অব্যবস্থা চলছে তা মেনে নেওয়া যায় না। দীর্ঘ দিন ফুটবলার হিসেবে ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম এবং ফুটবলকে বিদায় জানানোর পর এই ক্লাবের জন্য কাজ করেছি। সদস্য সমর্থকরা আমাদের উপর আশা রাখেন। সেখানে তাঁদের বিশ্বাসের প্রতি অমর্যাদা দেখাতে পারা আমার পক্ষে সম্ভব নয়। তাই এই সিদ্ধান্ত।'

সত্যজিৎ চ্যাটার্জী বলেন, 'আমি আগেই জানিয়েছিলাম সোমবারের মধ্যে পরিস্থিতির বদল না হলে পদত্যাগ করব। সেটাই করলাম।'

English summary
members from Executive Committee of Mohun Bagan Athletic Club resign from their post.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X