For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! অবসর ভেঙে মারাদোনার জন্য ফুটবলে ফিরতে চান এই মহাতারকা

ফুটবলপ্রেমীদের জন্য় সুখবর! অবসর ভেঙে মারাদোনার জন্য ফুটবলে ফিরতে চান এই মহাতারকা

  • |
Google Oneindia Bengali News

প্রতিযোগিতামূলক ফুটবল ছেড়েছেন প্রায় পাঁচ বছর আগে। নিজের সময় সেরা ফুটবলার ছিলেন। তাঁর পায়ের যাদুর প্রেমে পড়েননি এমন ফুটবলভক্ত দূরবীন দিয়ে খুঁজতে হবে। ব্রাজিলিয়ান ফুটবলের কিংবদন্তি ফুটবলার সেই রোনাল্ডিনহো ফের অবসর ভেঙে মাঠে ফিরতে চেয়েছেন।

ফ্যানেদের জন্য সুখবর

ফ্যানেদের জন্য সুখবর

আর্জেন্তিনার সংবাদমাধ্যম রোনাল্ডিনহোর কামব্যাক ইচ্ছের খবর প্রকাশ করেছে। অন্য দিকে স্প্যানিশ দৈনিক মার্কাতেও এই খবর প্রকাশ পেয়েছে। ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলও এই নিয়ে খবর করে।

রোনাল্ডিনহোর শেষ ম্যাচ

রোনাল্ডিনহোর শেষ ম্যাচ

শেষবার ২০১৫ সালে ব্রাজিলের ক্লাবে খেলেছেন। প্রদর্শনীমূলক ম্যাচে বেশ কয়েকবার ব্রাজিলিয়ান জাদুকর রোনাল্ডিনহোকে মাঠে দেখা গিয়েছে।

রোনাল্ডিনহোর বয়স

রোনাল্ডিনহোর বয়স

রোনাল্ডিনহোর বর্তমান বয়স ৪০ বছর। তবে তাঁর এজেন্ট অবশ্য জানিয়েছেন, বয়স বাড়লেও নিয়মিত শরীর চর্চা ও সাধনা করে নিজেকে ফুটবল খেলার জন্য যথেষ্ট ফিট রেখেছেন ব্রাজিলিয়ান।

রোনাল্ডিনহোকে দল চান মারাদোনা

রোনাল্ডিনহোকে দল চান মারাদোনা

বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল পত্রিকার করা খবর অনুযায়ী রোনাল্ডিনহোকে দল চান মারাদোনা। আর্জেন্তাইন ফুটবল কিংবদন্তি আর্জেন্তিনা সুপার লিগের ক্লাব জিমনেসিয়ার হয়ে কোচিং করান। সেই দলেই হয়েই রোনাল্ডিনহোকে খেলার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে বলে ব্রাজিলিয়ানের এজেন্ট জানিয়েছেন।

রোনাল্ডিনহো নিয়ে আশাবাদী ক্লাব

রোনাল্ডিনহো নিয়ে আশাবাদী ক্লাব

২০১৬ সালে জিমনেসিয়া রোনাল্ডিনহোকে ১.৫ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিল। সেবার অবসর ভেঙে ফিরতে চেয়েছিলেন তিনি। কিন্তু কোনও এক কারণে জিমনেসিয়ার হয়ে খেলেননি রোনাল্ডিনহো। এবার রোনাল্ডিনহো মারাদোনার কোচিংয়ে খেলার জন্য আগ্রহী বলে জানা গিয়েছে। যেকারণে ক্লাবও ব্রাজিলিয়ান মহাতারকাকে পাওয়ার বিষয়ে যথেষ্ট আশাবাদী।

English summary
40 years old Ronaldinho wants to come out of retirement to play for Gimnasia under Maradona's Coaching
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X