For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই মরসুমে হয়তো আইএসএল খেলা হচ্ছে না ইস্টবেঙ্গলের

এই মরসুমে আইএসএল-এ না খেলার সম্ভবনা ইস্টবেঙ্গলের। পরের মরসুমে আইএসএলে খেলতে পারে তারা।

Google Oneindia Bengali News

না, এবারও হল না! বহু চেষ্টা চালিয়েও আসন্ন আইএসএল খেলা হচ্ছে না ইস্টবেঙ্গলের। অন্তত এমনটাই খবর, আইএমজিআর-এর অন্দরের।

এই মরসুমে হয়তো আইএসএল খেলা হচ্ছে না ইস্টবেঙ্গলের

নতুন বিনিয়োগকারী সংস্থার চাপে আইএসএলে খেলার জন্য তোড়জোড় শুরু করেছিল ইস্টবেঙ্গল। কথা এগিয়ে গিয়েছিল অনেকটাই। তবে, হয়তো এবার আইএসএলে দেখা যাবে না ইস্টবেঙ্গলকে। যদিও এখনও সরকারী ভাবে কোনও ঘোষণা করা হয়নি আইএসএল-এর অর্গানাইজারদের তরফ থেকে। তবে, বিশ্বস্থ সূত্রে খবর, এই মরসুমে আইএসএলে দল বাড়াতে রাজি নয় তারা।

গতবারের মতো দশ দলেরই হবে আইএসএল। আর সেই মতোই বিভিন্ন ক্লাবের স্টেডিয়াম পরিদর্শন শুরু করেছে নীতা অম্বানির কোম্পানি কর্তারা। বৃহস্পতিবার এটিকের পরিকাঠামো দেখতে এসেছিলেন তাঁরা। যুবভারতী ক্রীড়াঙ্গন সহ অনুশীলনের মাঠ দেখেন তারা। তবে, যাননি ইন্টবেঙ্গল মাঠে। কথা বলেননি কোনও লাল-হলুদ কর্তার সঙ্গেও। ফেডারেশন সূত্রে খবর, আইএমজিআর-এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সমস্ত শর্ত পূরণ করতে পারলে ২০১৯-২০ মরসুমে আইএসএলে খেলবে ইস্টবেঙ্গল-মোহনবাগান।
এই বছর দশ দলেরই হবে আইএসএল। পরের মরসুমে চোদ্দ বা ষোলো দলের হবে এই প্রতিযোগীতা।
অন্য দিকে, ২১ নভেম্বরের প্রথমে আইএসএল শুরু হওয়ার কথা থাকলেও ২৯ নভেম্বর শুরু হবে এই টুর্নামেন্ট। পাশাপাশি ২৭ অক্টোবর শুরু হবে আই লিগ।

English summary
East Bengal might miss the chance to play this year’s ISL. According to sources East Bengal might play isl next season
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X