For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মারাদোনার আর্জিতে কর্ণপাত না করে টাকার বস্তা নিয়ে হাই প্রোফাইল কোচের পিছনে এএফএ

আর্জেন্তিনার সিনিয়ার দলের জন্য পেপ গুয়ার্দিওলাকে দলে পেতে চাইছে আর্জেন্তাইন ফুটবল ফেডারেশন।

Google Oneindia Bengali News

বিশ্বকাপে প্রত্যাশা মতো পারফর্ম করতে ব্যর্থ হয়েছে আর্জেন্তিনা। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি থাকলেও, তাঁকে ঠিক মতো ব্যবহার করতে পারেননি আর্জেন্তাইন কোচ হর্হে সাম্পাওলি। চিলিকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন করা কোচের স্ট্র্যাটেজিতেও ছিল একাধিক ভুল।

মারাদোনার আর্জিতে কর্ণপাত না করে টাকার বস্তা নিয়ে হাই প্রোফাইল কোচের পিছনে এএফএ

এই পরিস্থিতিতে বিনা পারিশ্রমিকে আর্জেন্তিনাকে কোচিং করানোর বিষয়ে নিজের ইচ্ছার প্রকাশ করেন দিয়েগো মারাদোনা। কিন্তু 'ফুটবল ঈশ্বর'-এর কথায় কোনও গুরুত্ব না দিয়েই নতুন কোচের সন্ধান শুরু করে দিল আর্জেন্তাইন ফুটবল অ্যাসোসিয়েশন।
মারাদোনা বা সাম্পাওলি নয়, এবার মেসিদের দায়িত্ব প্রোফাইল কোচ পেপ গুয়ার্দিওলার হাতে তুলে দিতে আগ্রহী আর্জেন্তাইন ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

গুয়ার্দিওলার সঙ্গে ২০২২ পর্যন্ত চুক্তি করতে আগ্রহী আর্জেন্তাইন ফুটবল ফেডারেশন। ম্যানচেস্টার সিটির কোচকে পাওয়ার জন্য বছরে ১২ মিলিয়ান খরচ করতে রাজি আর্জেন্তাইন ফুটবলের সর্বোচ্চ সংস্থা। পেপ যদি লিওনেল মেসিদের দায়িত্ব নেন, তাহলে তাঁর ১২ মিলিয়ান ডলারের পঞ্চাশ শতাংশ দেবে এএফএ এবং বাকি পঞ্চাশ শতাংশ দেবে 'টরনিওস', যাদেরকে ২০৩০ পর্যন্ত আর্জেন্তিনার খেলা দেখানোর টেলিভিশন রাইটস দিয়েছে এএফএ।

পেপকে জাতীয় দলে নেওয়ার নেপথ্যে আরও একটি কারণ আছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। পেপ গুয়ার্দিওলার সঙ্গে বেশ ভাল সম্পর্ক লিওনেল মেসির। বার্সেলোনার দায়িত্বে যখন পেপ ছিলেন তখন তাঁর এবং মেসির রসায়নে অনেক সাফল্য পেয়েছিল বার্সেলোনা। মেসিকে যাতে আরও ভাল ভাবে ব্যবহার করা যায় আর্জেন্তিনায় এবং মেসি তাঁর পছন্দের কোচ পান সেই জন্যও গুয়ার্দিওলাকে দলে নেওয়ার বিষয়ে আরও জোড় দিচ্ছে আর্জেন্তাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

পেপকে পাওয়ার বিষয়ে নাকি আসরে মেসিকে নামাতে পারে আর্জেন্তাইন ফুটবলের সর্বোচ্চ সংস্থা। তবে, মেসি রাজি না হলেও সেক্ষেত্রে ম্যান সিটির তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর মাধ্যমে পেপকে রাজি করাতে চায় এএফএ।

সূত্রে খবর, পেপেরও কোনও আপত্তি নেই আর্জেন্তিনার কোচ হওয়ার বিষয়ে। আগুয়েরোর সঙ্গে নাকি কথাও হয়েছে পেপের এবং সেখানে গুয়ার্দিওলা বলেছেন তিনি আর্জেন্তিনাকে কোচিং করাতে পারলে খুশি হবেন।

কিন্তু এই মুহূর্তে গুয়ার্দিওলাকে পাওয়ার বিষয়ে সব থেকে বড় সমস্যা হল ম্যানচেস্টার সিটির সঙ্গে তাঁর চুক্তি। সম্প্রতি ম্যান সিটির সঙ্গে চুক্তি বাড়িয়ে ২০২১ পর্যন্ত করেছেন পেপ।

এখন দেখার শেষ পর্যন্ত হাই প্রোফাইল এই কোচকে জাতীয় দলের জন্য নিশ্চিত করতে পারে কি না আর্জেন্তাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

English summary
Argentine Football Association want to sign Pep Guardiola to take the responsibility of Argentina with a bumper salary.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X